আমার নিজের ফটোগ্রাফি এবং আমার লেখা কবিতা ||| ১১ ফেব্রুয়ারি ২০২৪

in #poetry2 years ago
আসসালামুআলাইকুম

S1.jpg

|

এ জীবন বড়ো ছোট
ঠিক যেন মুঠোয় ভরা,
জীবনের সব গল্প যতো
লাগে প্রতিদিন আনকোরা।
🦋
জমানো ক্ষতে একটু প্রলেপ
নতুন খামে তুলে রাখি,
আবার না হয় বসবো মুখোমুখি
পড়ে আছে যে ক'টা দিন বাকী।
♥️
বেঁচে নেব নিজের মত করে
যেমন করে স্বপ্নগুলো আঁকি,
সুখ পদ্য লিখি তাই আজকাল
কখনো পাশে যদিও না থাকি।
💕
|
|-শুভ সকাল ☀️🌿🌺🐦|

S2.jpg

|

তুমি কখনো শুনতে চেয়েছো?
ভোরের পাখির ঝাঁকে ঝাঁক,
জানলায় এসে, ডেকে বলে
এবার উঠে দেখ সকাল।

সূর্যের ওই লাল আলোটা
আকাশ প্রদীপ জ্বালে,
নতুন করে পৃথিবী নতুন
সাজিয়ে নূতন ভালে।

ভোর হয়েছে উঠে দেখো
মুক্তাঙ্গনে ভরো প্রাণ,
ভোরের বাতাসে মন ভাসিয়ে
মনের আকাশে গহন স্নান।

|
|-শুভ সকাল ☀️🌿🌺🐦|