অন্যের কাছে ছোট হয়ে যাওয়ার কষ্ট
আমরা প্রতিনিধি এই সমাজে বিচরণ করি এই সমাজের নিয়ম কানুন সম্পর্কে আমরা সকলে অবগত এবং এই সমাজে কিছু অলিখিত নিয়ম রয়েছে যেসব সকল নিয়ম আমরা মাঝেমধ্যেই ভঙ্গ করি। আবার এই সমাজে এমন কিছু নিয়ম রয়েছে যাদের কাছে অনেক টাকা পয়সা আছে তারাই এই সমাজকে কন্ট্রোল করে এবং তারা যেটা বলে সেটাই হচ্ছে সমাজের নিয়ম এবং এটাই এখনও বাস্তবায়ন হয়ে আসছে। আপনার কাছে যদি অনেক টাকা থাকে তাহলে আপনি সমাজের সম্মানীয় একজন ব্যক্তি। যদি টাকা না থাকে তাহলে আপনার কথার কোন মূল্য নেই।
তবে আমি অনেক সময় অনেক মানুষের কাছেই ছোট হয়েছি। জীবনের একটা বিশেষ দিনেও আমি অনেকটা ছোট হয়েছি। যেটা আসলে মনের মধ্যে একটি আর দাগ থেকেই যাবে আজীবন। যতদিন না পর্যন্ত আমার মৃত্যু হচ্ছে। এই বিষয়গুলো আমি কাকে বলব সবাই তো সবার অনুশোচনা রাগ এগুলো আমার উপর প্রকাশ করে। সবাই চায় আমি তাদেরকে বুঝি কিন্তু কেউ আমাকে বোঝার চেষ্টা করে না। এটাই আমার জীবনের সবথেকে বড় ব্যর্থতা। এর থেকে ব্যর্থতা আর কিছু হতে পারে বলে আমার কাছে মনে হয় না।
জীবনে যাই কিছু করেছে না কেন আমি আমার পরিবারকে ভালো দেখতে চেয়েছি। আমার পরিবার যেন সবসময় ভালো থাকে এই প্রত্যাশাই আমি সবসময় করেছি। কিন্তু সেই পরিবার যখন আমাকে ভুল বুঝে এর থেকে ছোট হওয়ার বিষয়টা আর হয়তো কোথাও নেই। কারণ নিজের পরিবারই যদি আপনাকে মূল্যায়ন না করে তাহলে বাহিরের মানুষ আপনাকে কি মূল্যায়ন করবে! দিন শেষে বাড়িতে গিয়ে যদি আপনি একটু শান্তি খুঁজে না পান তাহলে আপনার মূল্য সেখানে কোথায়! কিংবা আপনার মূল্যায়ন বা কোথায়!

