নিমকি ভাজা।

in #steemit8 months ago

Screenshot_20240730_225606_Gallery.jpg



মুখর রুচি কর খাবার গুলোর মধ্যে এই নিমকি ভাজা আমার কাছে ব্যক্তিগতভাবে অনেক বেশি মজা লাগে। আমার মামাতো বোন মিম প্রতিনিয়ত এই খাবারটা খাওয়ার চেষ্টা করে আর তাই ছোট বোনের আবদার পূরণ করতে মাঝে মাঝেই এই নিমকি ভাজা কিনে ঢাকা পাঠাতে হয় যেহেতু ওরা ঢাকা থাকে আর ঢাকায় যে অঞ্চলে থাকে সেই অঞ্চলে এই খাবারগুলো পাওয়া যায় না। আমার বাড়িতে আসলেই এই খাবারগুলো ওর জন্যই নিয়ে যায় আর আমি ওর জন্য কিনে রাখি। যখন খাবারগুলো ও হাতে পায় তখন সে আমাকে ফোন করে ধন্যবাদ জানায়।



Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.