পুরোনো বাংলোতে লুকানো রহস্য ( পর্ব ১৭ )
Image Created by OpenAI
"পুরোনো বাংলোতে লুকানো রহস্য" গল্পটির সতেরো তম পর্বে দেখবো এরপরে কি হয় কাহিনীতে। তো মেয়েটি সম্রাটের সামনে প্রকট হয়ে তাকে বললো যে-তুমি আজ এখানে না এলে বা এই সত্যের উদ্ঘাটনের জন্য এই রুমে না পৌঁছালে আমি সারাজীবন এখানেই বন্দি হয়ে থাকতাম মৃত্যুর পরেও। সম্রাট তখনও অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে ছিল। এরপর সম্রাট মেয়েকে জিজ্ঞাসা করলো-তোমার মৃত্যু আসলে কিভাবে হয়েছিল? মেয়েটির ছায়া ধীরে ধীরে সম্রাটের দিকে ভেসে এলো এবং সেই মুহূর্তের মধ্যে যেন ঘরের মধ্যে একটা অদ্ভুত ভয়ঙ্কর রকমের দৃশ্যের রূপ নিলো। মেয়েটির সাথে অতীতে যেসব ঘটনা ঘটেছিলো, তার সমস্ত দৃশ্য যেন দেয়ালে একটা ভিডিও আকারে ভেসে উঠলো। এই দৃশ্যটা সেই সময়ের, যখন তাকে নিয়ে রিসার্স করা হচ্ছিলো।
সেই মৃত্যুর ৩ দিন আগে তাকে এই রুমেই একটি চেয়ারে হাত-পা সব বেঁধে রেখে দিয়েছিলো। আর সেই লোকটা তার তিনজন সহকারীকে নিয়ে তার উপর রিসার্চ শুরু করে দিয়েছিলো। সেই দৃশ্যে লোকটা বলছে- মানব দেহের সবকিছু পরীক্ষা করার জন্য আত্মার শক্তি সবথেকে বড়ো একটি অস্ত্র এবং আজকে তোমার এই শক্তিশালী আত্মার পরীক্ষার মাধ্যমে ইতিহাস বদলে যেতে পারে। মেয়েটির উপর একপ্রকার অকথ্য নির্যাতন চলছে আর সম্পূর্ণ তার মতের বিরোধে গিয়ে। ফলে মেয়েটিও সেই যন্ত্রনা সহ্য করতে না পেরে ওই লোকগুলোকে বলে তাকে ছেড়ে দিতে। কিন্তু তারা তো জোর করে এই পরীক্ষা করেই ছাড়বে।....
