পুরোনো বাংলোতে লুকানো রহস্য ( পর্ব ২০ )

ChatGPT Image Nov 16, 2025, 03_26_23 AM.png

Image Created by OpenAI

"পুরোনো বাংলোতে লুকানো রহস্য" গল্পটির কুড়ি তম পর্বে দেখবো এরপরে কি হয় কাহিনীতে। তো মেয়েটি এরপরে সম্রাটকে বলেছিলো-যদি তুমি তার হাত থেকে বাঁচতে চাও, তাহলে এখানে কোথাও লুকিয়ে পড়ো। সম্রাটের তো শরীর কাঁপছে আর বুক ধড়পড় করছে। কারণ মেয়েটি বলার পরেই যখন সিঁড়ির দিক থেকে আওয়াজ আসতে লাগলো, তখন সিঁড়ির ওপারে একটা ছায়ামূর্তির মতো দেখা গেলো। আর সেই ছায়ামূর্তিটি বিশাল লম্বা আর হাতে যেন পুরোনো একটা লুন্ঠন এর মতো ঝুলছে। চোখগুলো যেন প্রাণীদের মতো জ্বলছে। এরপর ছায়ামূর্তিটির দিক থেকে একটা ভয়াল কণ্ঠে আওয়াজ আসলো-তোমাকে অনেক খুঁজেছি। এখন সম্রাটের মনে এই ভয়ভীতির মধ্যেও নানান প্রশ্ন জাগ্রত হতে লাগে।

সিঁড়ির ওপারে যে লুন্ঠন এর আলো জ্বলছিল, তা যেন ধীরে ধীরে স্পষ্ট হতে লাগলো আর সামনের দিকে এগোতে লাগলো। প্রশ্ন হলো-মেয়েটি তো ওই কথা বলে অদৃশ্য হয়ে গেলো। কিন্তু এই লোকটি আসলে কে? সে কি তাহলে মেয়েটির মৃত্যুর জন্য দায়ী অর্থাৎ ওই তৃতীয় ব্যক্তিটি, যে পরীক্ষা করার সময়ে উপস্থিত ছিল। মেয়েটি আবারো প্রকট হলো সম্রাটের সামনে। কিন্তু ওই লোকটি সিঁড়ি থেকে নেমে নিচের দিকে আসতেই সে আবারো দূরে সরে যেতে লাগলো। এরপর লোকটি আরো সামনে এলে তার মুখটা স্পষ্ট দেখতে পেলো সম্রাট। তীক্ষ্ণ দৃষ্টি তার এবং ধূসর দাড়িতে তার মুখ আচ্ছন্ন। একপ্রকার পাগলের মতো অবস্থা তার চেহারায়। লোকটি হঠাৎ হেসে বললো-অবশেষে আবার দেখা হলো তোমার ( মেয়েটি ) সাথে।....