পুরোনো বাংলোতে লুকানো রহস্য ( পর্ব ২২ )
Image Created by OpenAI
"পুরোনো বাংলোতে লুকানো রহস্য" গল্পটির বাইশ তম পর্বে দেখবো এরপরে কি হয় কাহিনীতে। তো সেই বিজ্ঞানীটা একপ্রকার সম্রাটকে থ্রেড দেওয়ার মতো থ্রেড দিয়ে বলেছিলো- আজ এর সত্যটা তোমরা দেখতে পাবে। এই বলে সে তার কোট এর পকেট থেকে অদ্ভূত কিসব বের করে । একপ্রকার যেমন ওই তন্ত্র মন্ত্র এইসব এর মতো দেখতে। এরপর বলে- আজ ঘোর পূর্ণিমা রাত, আজ তার আত্মাকে সম্পূর্ণ ভাবে নিজের বশে করে নেবো। হঠাৎ করে ওখানে মেঝে কেঁপে উঠলো আর সম্রাট যেনো ওই মেঝে ভেঙে পড়ে যাবে এইরকম একটা পরিস্থিতি। আর চারিদিকে যেনো আগুনের শিখায় এক অদ্ভূত নকশা ফুটে ওঠে। সেই লোকটা শেষমেষ মেয়েটির আত্মা বশে আনার জন্য তন্ত্র মন্ত্র প্রয়োগ করা শুরু করলো এবং মেয়েটির আত্মা যেনো ভয়ংকর ভাবে কাঁপতে শুরু করে দিলো।
মেয়েটি কাতর ভাবে তার কাছে বলতে থাকে- আমি আর পারছি না, আমাকে ছেড়ে দাও। সম্রাট তখন সেখানে দাঁড়িয়ে এই ভয়ংকর দৃশ্য দেখছে এবং মেয়েটির ব্যাথায় সে নিজেই ব্যথিত। সম্রাট আর সহ্য করতে না পেরে চারিদিকে তাকিয়ে দেখলো কিছু আছে কিনা অর্থাৎ লোহার একটা কিছু। তো একটা রড পেলে সেটা নিয়ে ওই লোকটার উপরে ঝাঁপিয়ে পড়ে মেয়েটির আত্মাকে তার বশে যেনো না আনতে পারে। সম্রাট সেই রড দিয়ে হাতে মারলো বাড়ি এবং যেটা দিয়ে তন্ত্র বিদ্যা করছিলো সেটা ভেঙে দেয়। লোকটি রাগে উন্মাদ হয়ে গেলো সম্রাট এর উপর। কারণ তার একটা দীর্ঘদিনের সাধনার ফল নষ্ট করে দিয়েছে। এরপর লোকটি সম্রাটের দিকে ঝাঁপিয়ে এলো এবং সেই মুহূর্তে......

সত্যি অসাধারণ অনেক ভালো লেগেছে ভালোবাসা অবিরাম।।