পুরোনো বাংলোতে লুকানো রহস্য ( পর্ব ১২ )
Image Created by OpenAI
"পুরোনো বাংলোতে লুকানো রহস্য" গল্পটির দ্বাদশ পর্বে দেখবো এরপরে কি হয় কাহিনীতে। তো মেয়েটি যখন তাকে বলেছিলো-তোমার খুব কাছের মানুষ সে। তখন হঠাৎ করে চারিদিকে আলো সব নিভে গেলো। টর্চটাও বন্ধ হয়ে গেলো সব দিক থেকে। চারিদিকে যেন এক অদ্ভুত ঘন অন্ধকারের মধ্যে ঢেকে গেলো। কিন্তু এরই মধ্যে সম্রাট একটা অদ্ভুত শব্দ শুনতে পেলো-টিক টক টিক। যেন ঘড়ির কাঁটার মতো আওয়াজ, কিন্তু সেটা যেন একটু ভয়ঙ্কর মতো শোনালো। এ যেন এক মৃত্যুর গণনা চলছে বলে মনে হলো সম্রাটের কাছে। আর সম্রাটের মনের মধ্যে এক অদ্ভুত ভয়ের কাজ করছে, তার সবসময় মনের মধ্যে যে বিষয়টা মনে হতে লাগে, সেটা হলো-তার আশেপাশে যেন এই অন্ধকারের মধ্যে দিয়ে হাঁটছে। ওই অন্ধকারের মধ্যে তখন তার অবস্থা যেন একপ্রকার জীবন্ত লাশের মতো হয়ে যাওয়া।
কারণ এক তো প্রচন্ড ভয় কাজ করছে আর তার উপর ইচ্ছে করলেও টর্চ জ্বালতে পারছে না। হঠাৎ যে আওয়াজটা পাচ্ছিলো অর্থাৎ পায়ে হাঁটার আওয়াজ, সেটা যেন ক্রমশ সম্রাটের কাছে চলে এসেছে বলে তার অনুভব হতে লাগে। সম্রাট অনেকটা সাহস নিয়ে একটু পেছনের দিকে তাকালো, কিন্তু পেছনে কেউ নেই, শুধু অন্ধকার ছাড়া আর কিছুই বোঝার উপায় নেই। এইবার তার হাত থেকে যে টর্চটা নিচে অন্ধকারে পড়ে বন্ধ হয়ে গেছিলো, সেটি আবারো নিজের ইচ্ছায় জ্বলে উঠলো। আলোটা চারিদিকে প্রকাশিত হওয়ার পরে সেখানে তো কিছুই ছিল না, কিন্তু সম্রাট দেখতে পেলো একটা সরু সিঁড়ি রুমের ভেতর দিয়ে নিচের দিকে চলে যাচ্ছে।.....

Ok