হারিয়ে যাওয়া মানুষের রহস্য ( পর্ব ৬ )

ChatGPT Image Dec 9, 2025, 03_52_35 PM.png

Image Created by OpenAI

"হারিয়ে যাওয়া মানুষের রহস্য" গল্পের ষষ্ঠ পর্ব শেয়ার করে দেবো। তো এরপর তারা বট গাছের নিচ থেকে মাটি খুঁড়ে একটা টিনের বক্স পেলো। আর এই বক্স উপরে এনে খুলে দেখলো- একটি অনেক আগের লেখা চিঠি, যেটা হাতে নয়, টাইপ রাইটার এর মাধ্যমে লেখা ছিল। এরপর একটা লোকেট পেয়েছিলো, যেটা আধভাঙ্গা অবস্থায় ছিল। এরপর শেষ একটা ছবি পেয়েছিলো আর এই ছবিতে রাহুল এবং তার পাশে দাঁড়িয়ে ছিল একটা অচেনা যুবক। তবে এই ছবিতে যুবকের মুখ অদ্ভূত ছিল অর্থাৎ ঝাপসা। ফলে তাকে সহজে কেউ চিনে উঠতে পারেনি। যাইহোক, তারা এই বিষয়গুলো আপাতত এক সাইটে রেখে চিঠিতে কি লেখা ছিল, সেটা নিয়ে আলোচনা করতে লাগলো ।

আর চিঠিটা একজন পড়তে শুরু করলো। চিঠিতে লেখা ছিল- ও ফিরবে। তাকে কোনোমতেই আটকানো সম্ভব নয়, ও রাহুলের জন্যই এসেছে। গ্রামের লোকজন তো আগাগোড়া কিছুই বুঝতে পারলো না এবং তাদের মনের মধ্যে শুধু উল্টাপাল্টা চিন্তা ঘুরপাক খাচ্ছে। বিষয়টা পরপর তাদের কাছে একপ্রকার জটিল হয়ে উঠেছে। রাহুল কি তাহলে আগে থেকেই এইসব ব্যাপারে কিছু জানতো? আর এই ছবিতে তার পাশে অচেনা যুবকটি কে? আর ছায়ার বিষয়টাও কি? সব মিলিয়ে একটা রহস্যের মধ্যে সবকিছু চলে যাচ্ছে। এরপর সবাই সেখান থেকে ফিরে বাড়ির দিকে চলে গেলো। একদিন পরে অর্থাৎ রাহুলের নিখোঁজ হওয়ার ৪ দিন পরে গ্রামের মোড়ে একটা অচেনা মানুষ দেখা গেলো।.....