পুরোনো বাংলোতে লুকানো রহস্য ( পর্ব ১৩ )

ChatGPT Image Nov 16, 2025, 03_26_23 AM.png

Image Created by OpenAI

"পুরোনো বাংলোতে লুকানো রহস্য" গল্পটির ত্রয়োদশ পর্বে দেখবো এরপরে কি হয় কাহিনীতে। তো সম্রাট যখন ওই রুমের ভেতরে একটা সরু সিঁড়ি নিচের দিকে চলে যেতে লাগলো, তখন সম্রাট সিঁড়ির দিকে এগোতেই ডায়েরির পাতাগুলো হঠাৎ হাওয়ায় উড়ে গেলো আর এই সিঁড়িটা যেন সেই ডায়েরির পাতার হাওয়ায় নড়াচড়া করছে। একটা অদ্ভুত কান্ড ঘটলো। কিন্তু সম্রাট তো মন স্থির করে ফেলেছে, ওখানে নামবেই। কারণ এই রহস্যের অন্তিম ঠিকানা এই সিঁড়ির নিচের ঘরে। সিঁড়িটা নড়ছে, কিন্তু সম্রাট ধীরে ধীরে নিচের দিকে নামতে লাগলো। এরপর সম্রাট সেই নিচের ঘরে পৌঁছে গেলো, কিন্তু ঘরটা দেখে মনে হলো যেন একটা কারাগারের মতো। দেয়ালে রক্ত ছিটিয়ে আছে আর মেঝেতে পড়ে আছে শিকল। যেন কাউকে বেঁধে রাখা হয়েছিল।

এই কারাগারের মতো রুমের একটি কোনে আবার একটা কাঠের দরোজা মতো দেওয়া আছে। ওখানে উপরে একজন ডক্টরের নাম লিখে পাশে রিসার্চ সেন্টার বলে উল্লেখ করা। সম্রাট যেন এইসব কিছু দেখে একদম স্তব্ধ হয়ে গেলো। এখন সম্রাটের মাথা চক্কর দিয়ে উঠছে অর্থাৎ বিষয়টা সব ঘেটে যাচ্ছে। কারণ ডায়েরিতে একপ্রকার ওই মেয়েটির বিষয় ছিল। আবার এখানে এই ডাক্তার। এখন সম্রাট বিষয়টা কোনোভাবেই মেলাতে পারছে না যে, এই দুইজনের মধ্যে আবার কোনো সম্পর্ক নেই তো অর্থাৎ আত্মীয়ের সম্পর্ক। আবার এটাও হতে পারে অন্য্ কোনো সম্পর্ক , যেটা অনেক ভয়ঙ্কর কিছুও হতে পারে। এইসব কিছু যেন গেঁজিয়ে গেছে সম্রাটের কাছে।.....