ABB Contest-55 || শেয়ার করো তোমার সেরা স্বাদের ইফতারি রেসিপি || Total Prize 140 STEEM

in আমার বাংলা ব্লগlast month

Contest-Cover Ann 1.png

হ্যালো বন্ধুরা,

আশা করছি সবাই ভালো আছেন? নতুন আরো একটা প্রতিযোগিতার আয়োজন নিয়ে হাজির হলাম আজ। তবে এবারের প্রতিযোগিতার বিষয়টি একদমই সমসাময়িক, যেহেতু এখন রমজান মাস চলছে সেহেতু এবারের প্রতিযোগিতার বিষয়টিও রমজানের সাথে সম্পৃক্ত। আমাদের এই উপমহাদেশে যে কোন আয়োজনকে দারুণ উৎসাহের সাথে পালন করা হয়, সেখানে সংকীর্ণ মানসিকতা কখনোই বাঁধা হিসেবে দাঁড়াতে পারেনি। কারন বাঙালীর রীতি-নীতিগুলো দারুণ এক সংস্কৃতি নিয়ে হয়ে থাকে। সুতরাং আমাদের বিশ্বাস এবারের প্রতিযোগিতার বিষয়টি ঠিক তেমনি সবাই গ্রহণ করবেন এবং অংশগ্রহণ করার চেষ্টা করবেন।

রমজান মাসে দুটো সময়ে আমরা সবচেয়ে বেশী আনন্দ করি বা করার চেষ্টা করি, যদিও ভিন্ন মানসিকতার কিছু সব সময়ই এর সাথে থাকে বা থাকবে। আর সেগুলো হলো ইফতার এবং সেহরি, নানা আয়োজন এবং উৎসাহ-উদ্দীপনা নিয়ে আমরা এই সময়গুলো উপভোগ করার চেষ্টা করি। পুরান ঢাকার ইফতার বাজার এই অতীত ইতিহাসের স্বাক্ষী হয়ে এখনো টিকে আছে দারুণ একটা রীতি হিসেবে। তার সাথে যোগ হয়েছে স্টার কিংবা আল-রাজ্জাক হোটেলের সেহরির আনন্দ। বিষয়টি সত্যি একটা দারুণ আমেজ নিয়ে হয়ে থাকে।

আমার বাংলা ব্লগের প্রতিযোগিতা আয়োজনের ক্ষেত্রে আমরা সেই উৎসব কিংবা আনন্দময় পরিবেশটা তৈরী করতে চাইছি। প্রতিটি বাড়িতে যেমন উৎসাহ নিয়ে রমজানের ইফতারের নানা আয়োজন করা হয়, ঠিক তেমনি নানা আইটেমের স্বাদ গ্রহণের মাধ্যমে সেটাকে পুর্ণতা দেয়া হয়। তাই আমরা প্রত্যাশা করবো, এবারের প্রতিযোগিতায় সবাই দারুণ উৎসাহ নিয়ে অংশগ্রহণ করবেন এবং নিজের সেরা স্বাদের ইফতারির রেসিপি শেয়ার করবেন। আপনি চাইলে এই প্রতিযোগিতার মাধ্যমে আপনার পছন্দের যে কোন একটি ইফতারের আইটেম উপস্থাপন করতে পারেন, আবার চাইলে একাধিক আইটেমও দারুণভাবে উপস্থাপন করতে পারেন। আমরা আপনাদের নিয়ে দারুণ একটা উৎসবমুখর পরিবেশ তৈরী করতে চাইছি, সাথে স্বাদের ভিন্ন অনুভূতির রেসিপি।


Untitled-1.png


  • প্রতিযোগিতাটি শুধুমাত্র আমার বাংলা ব্লগ এর সদস্যদের জন্য।
  • পোষ্টটি অবশ্যই আমার বাংলা ব্লগ এর মাধ্যমে করতে হবে।
  • আপনার স্বাদের ইফতারি রেসিপি-তে কমপক্ষে ২০০ শব্দ এবং রেসিপির কমপক্ষে ৪টি ধাপ থাকতে হবে।
  • Plagiarism নিষিদ্ধ, তাই Plagiarism পাওয়া গেলে অংশগ্রহণ বাতিল বলে গণ্য হবে।
  • কারো লেখা কিংবা ফটোগ্রাফি কপি করা যাবে না।
  • কপিরাইট ফটো ব্যবহার করলে সঠিকভাবে সোর্স উল্লেখ করতে হবে।
  • পোষ্ট করার পর একাধিকবার এডিট করা যাবে না , সুতরাং ভালোভাবে রিভিউ করে পোষ্ট করার চেষ্টা করুন।
  • অংশগ্রহনের সময়সীমা ২৮ মার্চ, ২০২৪ বৃহস্পতি সকাল ১০টা পর্যন্ত (বাংলাদেশী সময়)। নির্দিষ্ট সময়ের পর অংশগ্রহণ বাতিল বলে গণ্য হবে।
  • আপনার প্রথম পাঁচটি ট্যাগ এর মধ্যে অবশ্যই #abbcontest-55, #iftar-recipe এবং #amarbanglablog এই তিনটি ট্যাগ ব্যবহার করতে হবে।
  • ১০% এর বেশী বানান ভুলের কারনে অংশগ্রহণ বাতিল গণ্য হতে পারে, সুতরাং এই ক্ষেত্রে সতর্ক থাকতে হবে।
  • আপনাকে অবশ্যই আমার বাংলা ব্লগ কমিউনিটি subscribe করতে হবে এবং পোস্টটি Re-steem করতে হবে।
  • আপনার অংশগ্রহণের পোস্টের লিংকটি এই পোস্টের নিচে কমেন্ট করার মাধ্যমে দিয়ে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

পুরস্কারঃ


  • প্রথম স্থান অধিকারী - ৩৫ স্টিম
  • দ্বিতীয় স্থান অধিকারী - ২৫ স্টিম
  • তৃতীয় স্থান অধিকারী - ২০ স্টিম
  • চতুর্থ স্থান অধিকারী - ১৪ স্টিম
  • পঞ্চম স্থান অধিকারী - ১২ স্টিম
  • ষষ্ঠ স্থান অধিকারী- ১০ স্টিম
  • সপ্তম স্থান অধিকারী- ৯ স্টিম
  • বিশেষ পুরস্কার- ১৫ স্টিম

এই প্রতিযোগিতার বিচারক মন্ডলীর দায়িত্বে থাকবেনঃ


IDDesignationRole
@rmeFounderInfrastructure development & all programming works
@blacksCo-Founder & Operations HeadAll administrative works
@winklesExecutive Admin India RegionAll administrative works in India region
@hafizullahExecutive Admin Bangladesh RegionAll administrative works in Bangladesh region
@swagata21Community Admin India RegionAll administrative works in India region
@nusuranurCommunity Admin Bangladesh RegionAll administrative works in Bangladesh region
@rex-sumonRegulatory compliance AdminControl the quality of entire community
@moh.arifWitness & Dev Team AdminAll administrative works in Witness & Dev Team
@shuvo35Social Media & Marketing AdminAll administrative works in Social Networking


প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হবে, আগামী ২৮ মার্চ, ২০২৪ইং রোজ বৃস্পতিবার, আমার বাংলা ব্লগ কমিউনিটির Voice Hangout এর মাধ্যমে।



Untitled-12.png


ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমণ প্রিয়।

break .png

Banner.png

Sort:  

This contest has been included in the daily Active Contest List

Contest Alerts: Active Contest List on 22nd Mar 2024

🌟 Contest alerts are now proudly sponsored by the WOX community! 🌟

Follow & Resteem for more updates.
#ContestAlerts #winwithsteem

 last month 

Thank you so much.

 last month 

এইবারের সেরা স্বাদের ইফতারি রেসিপিতে আশা করছি ভিন্ন ধরনের কিছু ইউনিক রেসিপি দেখতে পাব। মূলত আমার বাংলা ব্লগে সবাই ক্রিয়েটিভ, যার কারণে ক্রিয়েটিভ কিছু রেসিপি এই প্রতিযোগিতার মাধ্যমে বেরিয়ে আসবে। আর সেটা আমরা নিজেরাও চাইলে বাসায় বানিয়ে উপভোগ করতে পারবো।ধন্যবাদ এই প্রতিযোগিতার আয়োজন করার জন্য।

 last month 

দারুণ এবং সময় উপযোগী প্রতিযোগিতার আয়োজন করেছেন ভাইয়া।ইফতারি রেসিপি প্রতিযোগিতায় অনেক নতুনত্বের ছোঁয়া দেখতে পাবো বলে আশা করি।এছাড়া আমিও নিজেও চেষ্টা করবো অংশগ্রহণ করার জন্য, ধন্যবাদ ভাইয়া।

 last month 

ঠিক এমনটাই আমাদের প্রত্যাশা, নতুন ও ভিন্নধর্মী রেসিপিতে ভরে উঠবে কমিউনিটির পেজ। অনেক ধন্যবাদ আপনাকেও।

 last month 

একদম ভাইয়া👍😊.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last month 

আবারও নতুন একটি প্রতিযোগিতার আয়োজন। আসলে এমন নতুন নতুন প্রতিযোগিতা দেখে কিন্তু বেশ অংশ গ্রহণ করতে মনে চায়। কিন্তু পারিপাশ্বিক পরিস্থিতির জন্য আর অংশ গ্রহণ করা হয়ে উঠে না। তবে এবার আশা করি একটি ভালো থিম নিয়ে অংশ গ্রহণ করা যাবে। ধন্যবাদ সংশ্লিষ্ট সকল কে যারা এই প্রতিযোগিতার আয়োজন করেছেন।

 last month 

হ্যা, এটাই বাস্তবতা আপু। হয়তো মাঝে মাঝে পরিস্থিতি আমাদের আটকে দেয় কিন্তু তবুও সুযোগ পেলে চেষ্টা করা উচিত। আশা করছি আপনার অংশগ্রহণ দেখতে পাবো।

 last month 

পবিত্র মাহে রমজান মাস ,বরকতের মাস। এই মাসে ইফতার ও সেহরীতে সবাই চেষ্টা করে নিজেদের সাধ্য মত সেরা খাবারটা খেতে। আমাদের কমিউনিটির ৫৫ তম কনটেষ্টে আশা করা যায় সবার প্রিয় ইউনিক সেরা স্বাদের ইফতারি রেসিপি দেখতে পারবো। এর মাধ্যমে নতুন কিছু আইটেম সম্পর্কে জানতে পারবো। আশা করি সবাই স্বতফুর্ত ভাবে কনটেস্টে অংশগ্রহন করবে। ধন্যবাদ।

 last month 

আমরাও দারুণ ও ইউনিক কিছু রেসিপি দেখার অপেক্ষায় ভাই, আশা করছি আপনার পক্ষ হতেই ইউনিক কিছুর রেসিপি দেখতে পাবো।

 last month 

মাহে রমজান রহমত ও বরকতের মাস। এই মাসে আমরা সকলেই সাধ্যমত চেষ্টা করি ভালো খাবার এবং ইউনিক কিছু খাবারের জন্য। আর আমার বাংলা ব্লগের প্রতিযোগিতার মাধ্যমে আমরা আসলে অনেক ইউনিক ইউনিক রেসিপি দেখতে পাবো। আশা করছি এই রেসিপির প্রতিযোগিতাটি অনেক আকর্ষণীয় হবে। আমি অবশ্যই এই প্রতিযোগিতার অংশগ্রহণ করার চেষ্টা করব।

 last month 

রমজান মাসে মজার মজার ইফতারি তৈরি করতে যেমন ভালো লাগে তেমনি খেতেও ভালো লাগে। দারুন একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে দেখে ভালো লাগলো। আশা করছি দারুন দারুন সব ইফতারি রেসিপি দেখতে পাবো।

 last month 

আমার বাংলা ব্লকের ৫৫ তম প্রতিযোগিতা দেখতে পেয়ে খুবই ভালো লাগছে। আর এই প্রতিযোগিতাটি হল মাহে রমজান উপলক্ষেম মাহে রমজানের উপলক্ষে এই সৌন্দর্যময় প্রতিযোগিতাকে দেখতে দেখতে খুবই ভালো লাগলো। আসলে মাহে রমজান মাস রহমত ও বরকতের মাস, এই মাস আমরা সাধ্যমত চেষ্টা করি ভালো খাবার খাওয়া জন্য। আর এই প্রতিযোগিতার মাধ্যমে আশা করছি অনেক মজাদার এবং ইউনিক কিছু রেসিপি দেখতে পাবো। আমি অবশ্যই এই প্রতিযোগিতা অংশগ্রহণ করবো।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.29
TRX 0.12
JST 0.034
BTC 63280.44
ETH 3253.98
USDT 1.00
SBD 3.89