২১ শের বইমেলা ২০২৩ এ প্রকাশিত সেলিনা সাথী ও রাশেদুজ্জামান তাওহীদ সম্পাদিত "কাব্যকলি" বই রিভিউsteemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগlast year (edited)


জীবনে এই প্রথমবার কোনো বুক-রিভিউ পোস্ট করছি । এমন একটা বই যেটি কি না কবিতার বই আর সেই বইয়ে কিনা আমার নিজের লেখা প্রকাশিত হয়েছে । খুব স্বাভাবিকভাবেই তাই আমি একটু উত্তেজিত ছিলাম রিভিউ লেখার সময়ে । কবিতার বই আমি খুব বেশি পড়িনি এর আগে । তবে কবিতা পড়েছি প্রচুর । নামি দামি বিখ্যাত অখ্যাত নতুন পুরোনো সব কবির কবিতাই পড়া আমার ইন্টারনেটের দৌলতে ।

আর বইমেলা থেকে প্রত্যেক বছর একটা দুটো কবিতার বই কিনি । এবছর ঢাকার একুশের বইমেলায় "নীলফামারী সাহিত্য একাডেমী" থেকে প্রকাশিত কবিতার বই "কাব্যকলি" মাত্র কিছুদিন আগে আমার হাতে এসে পৌঁছলো । বইটি পাঠিয়েছেন আমাদের কমিউনিটির মডারেটর সিয়াম ভাই (@alsarzilsiam) । বইটি সম্পাদনা করেছেন আমাদের কমিউনিটির সদস্য এবং হ্যাংআউট পরিচালনাকারী সেলিনা সাথী ম্যাডাম (@selinasathi1) । সেলিনসাথী কর্মজীবনে একাধারে লেখক, কবি, বাচিকশিল্পী, সংগঠক এবং একজন সফল নারী উদ্যোক্তা । বইটির সহকারী সম্পাদক রাশেদুজ্জামান তাওহীদ । তিনিও একাধারে কবি, লেখক, প্রকাশক, সংগঠক ও মানবাধিকার কর্মী ।

এই দুই কবির সম্মিলিত প্রয়াস এই "কাব্যকলি"

গতকাল রাতেই সবে বইটি পড়ে শেষ করেছি । আর আজ সকালে রিভিউ লিখতে বসলুম । গায়ে জ্বর নিয়েই লিখছি । তাই কেমন হবে লেখা বুঝতে পারছি না । তার ওপর এটা আমার প্রথম বুক রিভিউ ।



বই পরিচিতি


বইয়ের নাম : কাব্যকলি
বইয়ের ধরণ : কবিতা সংকলন
সম্পাদকমণ্ডলী : সেলিনা সাথী ও রাশেদুজ্জামান তাওহীদ
প্রকাশক : রাশেদুজ্জামান তাওহীদ
প্রকাশনা সংস্থা : গ্রন্থলিপি প্রকাশন
কপিরাইট : নীলফামারী সাহিত্য একাডেমি
পরিবেশক : নীলফামারী সাহিত্য একাডেমি ও পরিলেখ প্রকাশনী

অনলাইন পরিবেশক : রকমারি ডট কম (https://www.rokomari.com/book)


বুক রিভিউ :


বইটি পড়া শুরু করলাম সেলিনা সাথী ম্যাডাম এর সম্পাদকীয় ছড়া দিয়ে । দারুন অনবদ্য লেগেছে আমার কাছে । ছন্দবদ্ধ প্রত্যেকটা লাইনের মাধ্যমে ম্যাডাম তুলে ধরেছেন নিজের পরিচিতি ও নিজের স্বপ্নের কথা । শুরুতেই নীলফামারীর একটা চমৎকার বর্ণনা রয়েছে ।

বাংলাদেশের নীল নগরী
যেথায় আমার বাস,
ব্রিটিশকালে এই জেলাতে
হতো নীলের চাষ ।

নীল সাগরের হিমেল হাওয়ায়
যায় জুড়িয়ে প্রাণ,
সন্ধ্যেবেলা জোনাক জ্বলে
পদ্ম ছড়ায় ঘ্রাণ ।

IMG_20230312_115335.jpg

এরপরের লাইনগুলোতে নিজের পরিচিতি এবং সাহিত্য একাডেমী গড়ার মাধ্যমে নিরবিচ্ছিন্ন সাহিত্যচর্চায় নিজেকে নিয়োজিত করার আকুতি ফুটে উঠেছে ।

সেই অঞ্চলের কাব্যকন্যা
স্বপ্নের কারিগর,
ছন্দরানি কেউবা বলে
কাব্য অতঃপর ।

ছোটবেলার স্বপ্ন আমার
সাহিত্য একাডেমী,
সাহিত্যচর্চা করবে যেথায়
সকল সাহিত্যপ্রেমী ।


এরপরে পাতা উল্টিয়ে পড়া শুরু করলাম একটার পর একটা কবিতা । বইটিতে মোট ১১০টি কবিতা আছে । প্রথম কবিতাই অঞ্জলি ভৌমিকের লেখা "মাতাল প্রেমিকা" । প্রেমে মাতাল হয়ে মাতাল হাওয়ার মতো সব কিছু লন্ডভন্ড করে দিয়ে আবার নিমেষে শান্ত নদীর মতো হওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন । কবিতার একদম শেষে মাতাল প্রেমিকাকে গ্রহণ করার এক সুতীব্র আহব্বান রয়েছে ।

তৃতীয় কবিতা আল সারজিল সিয়ামের (@alsarzilsiam) লেখা "শীতের পোশাক" । এই কবিতায় তিনি ছন্দে ছন্দে বর্ণনা করেছেন শীতের রাতে অসহায় পথশিশুদের দুরবস্থার কথা । তাদের পাশে দাঁড়ানোর জন্য তিনি সবাইকে আহ্ববান করেছেন -

থরথরিয়ে কাঁপবে না কেউ
হাড়কাঁপানো শীতে,
উষ্ণ পোশাক জড়িয়ে থাকুক
সবাই পৃথিবীতে ।

বাছাই করা সংকলনের প্রত্যেকটা কবিতাই আমার কাছে দারুন, অনবদ্য লেগেছে । যেমন আব্দুল হক প্রধানের লেখা "কবি" কবিতাটি । তীব্র শ্লেষের মাধ্যমে তিনি কবিজীবনের নিষ্ঠুর বাস্তবতাকে ফুটিয়ে তুলেছেন তাঁর কবিতার লাইনে -

আবুল বাশার
দিব্যি বাপের দেওয়া নামটা উল্টিয়ে
বাশার আবুল হয়ে গেলেন ।

........

কতকাল ডাকে না তাকে কেউ!
বাশার আবুল হাসে - তাকায় আকাশের দিকে !
তারা দেখা যায় কেন দিনের আলোয় -
চোখ কচলায়, দিন তারা নাকি !

আব্দুল গাফ্ফারের লেখা "ধন্য তুমি হে নারী" কবিতাটিও জাস্ট অসাধারণ লেগেছে আমার কাছে । এমাম হোসাইনের লেখা "একুশ তুমি" কবিতাটি তেজোদীপ্ত ঝংকারে শিহরণ জাগায় মনে -

একুশ তুমি বিশ্বব্যাপী
বর্ণাঢ্য আয়োজন,
একুশ তুমি চেতনায় দীপ্ত
রক্তে শিহরণ ।

কত কবির কত কবিতা । এপার বাংলা, ওপর বাংলার কবিতার মিলনক্ষেত্র এই "কাব্যকলি" । কবি পুষ্পিতা চট্টোপাধ্যায়ের লেখা কবিতা "দেশভাগের গল্প" সেই চির ক্ষতের তীব্র বেদনাকে আরেকবার উপলব্ধি করায় -

উদ্বাস্তুর মিছিলে হাঁটছে রাম
রহিমের মনে রেখে গেলো মোটা দাগ
সাতচল্লিশ ভারতের স্বাধীনতা
এপার ওপার কাঁটাতার দেশভাগ ।

বাংলাদেশের খ্যাতিমান কবি নির্মলেন্দু গুণের কবিতা "সাহস থেকে প্রেম" কবিতাটি একটি নিখাদ প্রেমের কবিতা ।

আমার শুধু ইচ্ছে করে
সঙ্গে ভেসে যেতে,
ভাসতে ভাসতে সবটা নদী
বুকের কাছে পেতে ।

IMG_20230312_115428.jpg

একের পর এক কবিতা পড়ে চলেছি । অদ্ভুত মুগ্ধতায় পড়ে চলেছি । প্রত্যেকটা কবিতাই দারুন লেগেছে আমার । সেলিনা সাথী ম্যাডামের (@selinasathi1) লেখা "সূর্যসন্তান" কবিতাটি পড়ে জাস্ট মুগ্ধ হয়ে গেলুম । একুশে ফেব্রুয়ারির মর্যাদা আর গুরুত্ব ফুটে উঠেছে তাঁর কবিতার ছত্রে ছত্রে -

একুশ মানে শহীদ মিনার
ফুলে ফুলে ভরা
একুশ মানে বাংলা ভাষা
রক্ত দিয়ে গড়া ।

IMG_20230312_115514.jpg

আমার একটি কবিতা "দৃষ্টি" ও আমার ছোট ভাইয়ের (@blacks) লেখা কবিতা "প্রেমের নিমন্ত্রণে" এই কাব্যসঙ্কলনে গ্রন্থিত হয়েছে । "প্রেমের নিমন্ত্রণে" কবিতা একটি নিখাদ প্রেমের কবিতা । মুগ্ধতার আবেশ মাখা কবিতার প্রতিটা লাইন -

আমি শুনেছি প্রেমের রাজ্যে বসন্ত বারোমাস
সেখানে শীত নেই, নেই হঠাৎ বর্ষার আগমন,
আমি সেই বিশ্বাসে তোমাকে ভালোবেসে ভিজে যাই
অকাল বর্ষণে ।

এরপরে আমাদের কমিউনিটির অ্যাডমিন নুসুরা নূর নওরীনের (@nusuranur) লেখা কবিতা "মুগ্ধতা" একটি অসামান্য প্রেমের কবিতা । এই কবিতায় প্রেমে পড়া মানুষের চোখে মুখে তার স্বপ্নের মানুষটিকে ঘিরে যে মুগ্ধতা ঘিরে থাকে প্রতিটা ক্ষণ, প্রতিটা মুহূর্তজুড়ে সেটাই বর্ণিত হয়েছে কবিতার প্রতিটা লাইনে -

তোমার পানের সুধা নাকি চাঁদের সে আলো,
সমুদ্র বিলাশ নাকি আমায় তোমার এলোকেশী ছুঁলো!
পাহাড়ের সে চূড়া নাকি তোমার মনের গহীনতা?
মেঘে ঢাকা রোদ্দুর নাকি তোমার ওষ্ঠের রক্তিমতা?

কবিতা বইয়ের একদম শেষ কবিতাটি ছিল আমাদের কমিউনিটির এক্সিকিউটিভ অ্যাডমিন হাফিজুল্লাহর (@hafizullah) । কবিতার নাম "স্বাধীনতা" । অসামান্য একটি লেখা । পড়তে পড়তে শরীরের প্রতিটা রোমকূপ শিহরিত হয় । স্বাধীনতার মানে কি ? স্বাধীনতা বলতে কি বোঝায় ? সেটাই এই কবিতার মূল প্রতিপাদ্য ।

স্বাধীনতা তুমি বিদ্রোহী হওয়ার
বজ্রকণ্ঠের ঝাঁঝালো সংলাপ,
স্বাধীনতা তুমি মায়ের ভাষায়
আবেগ প্রকাশের মিষ্টি আলাপ ।

স্বাধীনতা তুমি পরাধীনতা হতে
শিকল ভাঙার জয়ধ্বনি,
স্বাধীনতা তুমি মায়ের মুখে
ফিরিয়ে দেওয়া মুক্ত হাসি ।

IMG_20230312_115531.jpg

আমার পাঠপ্রতিক্রিয়া : একটি মাত্র কথাতেই জানাবো । অসাধারণ । প্রত্যেকটি কবিতাই দারুন ভালো লেগেছে আমার ।



✡ ধন্যবাদ ✡



পরিশিষ্ট


আজকের টার্গেট : ৫০০ ট্রন জমানো (Today's target : To collect 500 trx)


তারিখ : ১২ মার্চ ২০২৩

টাস্ক ২০২ : ৫০০ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron


আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx

৫০০ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :

TX ID : 3111d5bf5f91e78de594167978f55ea4dc4fc61d020589510966b84dcfbc8cf3

টাস্ক ২০২ কমপ্লিটেড সাকসেসফুলি


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code

TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Sort:  
 last year 

শুরুতে মহান সৃষ্টিকর্তার কাছে আপনার সুস্থতা কামনা করছি।জ্বর শরীর নিয়ে এতো চমৎকার করে কাব্যকলি রিভিউ করেছেন, যা দেখে আমি সত্যিই বিমোহিত হয়ে গেছি দাদা।কিভাবে বুক রিভিউ করতে হয়, তা আজ আপনার কাছে আরো একবার শিখে নিলাম।খুব ধৈর্য্য সহকারে পুরো বই শেষ করে, এরপর অসাধারণভাবে রিভিউ দিয়েছেন। যা সত্যিই প্রশংসনীয়।আপনার লেখা "দৃষ্টি" কবিতাটি কিন্তু অসাধারণ, অনবদ্য একটি কবিতা।খুব সুন্দর ভাবে জগতের সব কিছুকেই যে সুন্দর ভাবে দেখা যায়। তা আপনি আপনার কবিতায় সেটা তুলে ধরেছেন।এই বইটি পড়ে আপনার কবিতার কথা আমাকে অনেকেই ফোন দিয়ে জানিয়েছেন। যে, আপনার এই "দৃষ্টি" কবিতাটি সত্যিই অনেক চমৎকার একটি লেখা ছিল।এবং অসাধারণ একটি লেখা ছিল। তবে আমার কাছে খুব বেশি ভালো লাগছে যে, আপনাদের লেখাগুলো নীলফামারী সাহিত্য একাডেমির প্রথম প্রয়াস, "কাব্য কলির মাধ্যমে তুলে ধরতে পেরেছি। কিংবা প্রকাশ করতে পেরে সত্যিই আমি আনন্দিত এবং গর্বিত। তবে, আপনার পুরো বুক রিভিউ কিন্তু খুবই চমৎকার একটি কবিতা হয়েছে।যা আমি পড়ে শোনানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ।নীলফামারী সাহিত্য একাডেমি হোক, আমার বাংলা ব্লগের আরেকটি অংশ।এত চমৎকার বুক রিভিউ দেয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সেই সাথে হৃদয়ের গভীরের গভীর থেকে, অন্তহীন ভালোবাসা আপনার জন্য।♥♥
বিঃদ্রঃ এবার একুশে বইমেলায় আমার একক কাব্যগ্রন্থ করার কথা ছিল। কিন্তু, আমি একক বই না করে, যৌথ কাব্যগ্রন্থ করে অনেকের মনে, অনেকের মুখে হাসি ফোটানোর চেষ্টা করেছি।এবং আমি অনেকের মনে উচ্ছ্বাস যোগাতে পেরে নিজেকে অনেক ধন্য এবং গর্বিত মনে করছি। প্রিয় দাদা দোয়া করবেন আমার জন্য।
আমি যেন এভাবেই সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে পারি।✍🏻🤲🏻

IMG_20230312_151740.jpg
দাদার সেই অনবদ্য কবিতা দৃষ্টি

 last year (edited)

দাদা প্রথমে আপনার সুস্থতা কামনা করছি, আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন এই আশাই করছি। দাদা, আমাদের একটি ক্ষুদ্র প্রচেষ্টা ছিল "নীলফামারী সাহিত্য একাডেমীর" পক্ষ থেকে আমার বাংলা ব্লগ এবং এপার বাংলা ওপার বাংলা অনেকের কবিতা নিয়েই এই কাব্য কলি তৈরি হয়েছে। অনেক চমৎকার ভাবে বুক রিভিউ করেছেন দাদা। আপনার কবিতাটা অনেক চমৎকার ছিল দাদা। নীলফামারী সাহিত্য একাডেমীর যাত্রা খুব বেশিদিনের নয় তারপরও এত অল্প সময়ে একটি বইও প্রকাশিত করতে পেরেছি বলে অনেক আনন্দিত হয়েছি। সেইসাথে আপনাদের সকলের কবিতা এখানে প্রকাশ করতে আমিও অনেকটাই আনন্দিত। দাদা, আপনার রিভিউ এর মধ্যে আপনার কবিতা দৃষ্টি এর রিভিউ চাই। আপনাকে অনেক অনেক ধন্যবাদ দাদা। আপনার মূল্যবান সময় দিয়ে করে এই বইটি পড়ার জন্য এবং সেইসাথে এই বুক রিভিউ টি দেওয়ার জন্য। আমরা নীলফামারী সাহিত্য একাডেমীর পক্ষ থেকে চির কৃতজ্ঞ থাকব। ♥♥

IMG_20230312_151504.jpg

 last year 

দাদা আপনার বুক রিভিউ পোস্ট পড়েই আমি এত মুগ্ধ হয়ে গেলাম আর আপনি না জানি বই পড়ার সময় কতটা মুগ্ধ হয়েছেন। আমি কবিতার বই খুব কম পড়েছি কিন্তু গল্প, উপন্যাস পেলে শেষ না হওয়া পর্যন্ত কোনো থামাথামি নেই। কিন্তু কাব্যকলি" বই রিভিউ দেখে ইচ্ছে করছে আমিও এখনি এই বই এনে সবগুলো কবিতা পড়ে নেই। "আমার বাংলা ব্লগ "কমিউনিটির এ্যাডমিন,মডারেটদের লেখা এত সুন্দর কিছু কবিতা এই বইয়ে প্রকাশ পেয়েছে দেখে খুব ভালো লাগলো। এত সুন্দর ভাবে সম্পূর্ণ বই রিভিউ দিয়েছেন যা পড়ে অনেক ভালো লাগলো। দাদা আপনি অসুস্থ থেকেও আমাদের জন্য অনেক কষ্ট করেছেন। আপনার জন্য শুভকামনা রইল যাতে খুব তাড়াতাড়ি আপনি সুস্থ হয়ে ওঠেন।

 last year 

আপু মনি আপনি চাইলে কাব্যকলি সংগ্রহ করতে পারেন।সিয়াম এর সাথে বিস্তারিত কথা বলে। আপনি যদি আপনার ঠিকানাটা দেন, তাহলে আমরা কুরিয়ারে পাঠিয়ে দিতে পারব। আর এতে করে কাব্যকলি আপনার সংগ্রহে থাকল। এবং পড়ার ইচ্ছে টাও পোষণ হলো।♥♥

Upvoted! Thank you for supporting witness @jswit.

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 last year 

সত্যি দাদা, রিভিউ কেমন হওয়া উচিত এবং সেটা কিভাবে উপস্থাপন করা উচিত, পুরো বিষয়টি সম্পর্কে দারুণ একটা আইডিয়া নেয়া সম্ভব আপনার আজকের রিভিউ হতে। এই কথা সত্য যে সাথি আপু বেশ দক্ষতার সাথে কবিতাগুলো বাছাই করেছেন এবং খুব সুন্দরভাবে সেগুলো উপস্থাপন করেছেন। ধন্যবাদ

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



 last year 

দাদা প্রথমেই আপনার দ্রুত সুস্থতা কামনা করছি।নিজের লেখা কোনকিছু বইয়ে প্রকাশিত হলে আলাদা একটা উত্তেজনা ও আনন্দ কাজ করে মনে।তবে @rme দাদা আপনার লেখা কবিতাটি কই!আপনার লেখা কবিতার রিভিউ চাই।দাদা সবারই কবিতা এক এক করে দেখে পড়লাম কিন্তু আপনার লেখা "দৃষ্টি" কবিতা খুঁজে পেলাম না।সবগুলো কবিতায় অসাধারণ ছিল, প্রথমবারের মতো হলেও দারুণ রিভিউ দিয়েছেন।সহজে বুঝতে পেরেছি সবকিছু।শুভকামনা রইলো আপনার জন্য।

 last year 

IMG_20230312_151740.jpg
দাদার সেই অনবদ্য কবিতাটি,,

 last year 

সত্যিই দাদার কবিতাটি অসাধারণ, অনবদ্য।ধন্যবাদ আপু,কবিতাটি দেওয়ার জন্য।

 last year 

দাদার কবিতাটি আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম। সত্যিই দাদার এই কবিতাটি অনেকেই পড়ে অনেক প্রশংসা করেছেন। ধন্যবাদ আপু পাশে থাকার জন্য♥♥

 last year 

গায়ে জ্বর নিয়েও এই বুক রিভিউ পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে ভালো লাগলো দাদা। আমিও কখনো বুক রিভিউ শেয়ার করিনি। আমাদের সকলের প্রিয় সিয়াম ভাই এই বইটি আপনাকে পাঠিয়েছেন জেনে ভালো লাগলো। আর আমাদের সকলের প্রিয় সাথী আপু সত্যি অনেক ভালো কবিতা লিখেন। এছাড়া সবাই নিজেদের দক্ষতায় দারুন ভাবে কবিতা লিখার চেষ্টা করেছেন। অনেক ভালো লাগলো দাদা।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.030
BTC 70958.91
ETH 3798.27
USDT 1.00
SBD 3.46