দশটি মজার কুইজ : সঠিক উত্তরদাতাকে পুরস্কার দেওয়া হবে -এপিসোড ১৯ (বিশেষ এপিসোড)steemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগ2 years ago


Copyright Free Image Source: PixaBay

কুইজ আমার খুবই ফেভারিট । স্কুলে পড়ার সময়ে প্রচুর কুইজ কনটেস্ট করতাম আমরা ক্লাসে নিজেদের মধ্যে । গর্ব করে বলতে পারি যে ম্যাক্সিমাম কন্টেস্টে আমিই উইনার ছিলাম । বিজ্ঞান, সাহিত্য আর প্রাণীজগৎ ছিল বেশি প্রিয় আমার কুইজ কন্টেস্টের বিষয়ে । খেলাধুলা-র বিষয়ে একটু কম পারতাম । আর ভূগোল এবং ইতিহাসে তেমন একটা পারতাম না । তবে অঙ্ক আর বুদ্ধি বিষয়ক কুইজ গুলোতে ছিলো ঈর্ষণীয় দক্ষতা ।


গত এপিসোডের (এপিসোড নাম্বার ১৮) কুইজের পুরস্কার আজ রাতেই প্রদান করা হবে । তাই আজকে নিউ আরেকটা কুইজ এপিসোড নিয়ে হাজির হলাম । আজকের কুইজের পুরস্কার নতুন কুইজ এপিসোড পাবলিশ হওয়ার রাত্রে দেওয়া হবে ।


নিয়মাবলী :

১. একজন ব্লগার একটার বেশি কমেন্ট করে কুইজ এর উত্তর দিতে পারবেন না ।
২. কমেন্ট এডিট করা যাবে না ।
৩. অন্যের উত্তর হুবহু কপি পেস্ট করা যাবে না ।
৪. আমার সন্দেহ হলে আপনার উত্তরের সোর্স জানতে চাইতে পারি ।
৫. গুগল সার্চ ইঞ্জিন এবং বই এর সাহায্য নেওয়া যাবে । তবে সেখান থেকে হুবহু কপি করা যাবে না ।
০৬. দশটি কুইজ এর সবগুলির সঠিক উত্তর কেউ যদি না দিতে পারেন তো -
--- প্রথম সর্বোচ্চ উত্তরদাতাকে প্রতিটি সঠিক উত্তরের জন্য কুইজ পিছু $২ এর আপভোট
--- দ্বিতীয় সর্বোচ্চ উত্তরদাতাকে প্রতিটি সঠিক উত্তরের জন্য কুইজ পিছু $১ এর আপভোট
--- তৃতীয় সর্বোচ্চ উত্তরদাতাকে প্রতিটি সঠিক উত্তরের জন্য কুইজ পিছু $০.৫০ এর আপভোট

পুরস্কার :

১. প্রথম সঠিক উত্তরদাতা : $২০ এর আপভোট $৩০ এর আপভোট তাঁর যে কোনো একটি একটিভ পোস্টে
২. দ্বিতীয় সঠিক উত্তরদাতা : $১০ এর আপভোট $২০ এর আপভোট তাঁর যে কোনো একটি একটিভ পোস্টে
৩. তৃতীয় সঠিক উত্তরদাতা : $০৫ এর আপভোট $১০ এর আপভোট তাঁর যে কোনো একটি একটিভ পোস্টে


কুইজ : (বিবিধ)



কিছু বিশেষ কথা :
আট মাস আগে সেপ্টেম্বরের ১০ তারিখ থেকে শুরু হয়েছে এই কুইজ পর্ব । সবাই দেখছি বেশ এনজয় করছেন এই কুইজ পর্বগুলি । এই আট মাসে সর্বমোট আঠারোটি পর্ব প্রকাশিত হয়েছে । আজকের এই বিশেষ পর্বটি বিগত আঠারোটি পর্ব থেকেই কুইজ নিয়ে করা হয়েছে । বেশ মজার, তাই না ? তাই এই বিশেষ পর্বে কুইজের সংখ্যা সর্বমোট ১৮টি । পুরস্কারও তাই এই পর্বে বেশি রাখা হচ্ছে । প্রথম পুরস্কার $৩০ এর আপভোট, দ্বিতীয় পুরস্কার $২০ এর আপভোট এবং তৃতীয় ও সর্বশেষ পুরস্কার $১০ এর আপভোট । গত বেশ কিছু পর্বের পুরস্কার বাকি রয়ে গিয়েছে । আগামীকাল থেকে যেসকল পর্বের পুরস্কার বাকি রয়ে গিয়েছে সেগুলো ধাপে ধাপে দেওয়া শুরু করবো ।


০১. মহেঞ্জোদারো এবং হরপ্পান সভ্যতার বেশ কিছু পোড়া মাটির ফলকে এমন একটা অদ্ভুত প্রাণীর ছবি খোদাই করা আছে যেটি নিয়ে যুগ যুগ ধরে মানুষের কৌতূহলের কোনো সীমা নেই । প্রচুর রূপকথা, উপকথাতে এই রহস্যময় প্রাণীর উল্লেখ আছে । অবশ্য প্রাণিবিজ্ঞানীদের মতে প্রাণীটি সম্পূর্ণ একটা কাল্পনিক প্রাণী । কি সেই প্রাণী ?

০২. জলাতঙ্কের টীকার আবিষ্কর্তা সর্বপ্রথম এক জন অল্প বয়সী বালকের উপরে প্রয়োগ করেন বালকটির বাবার প্রচুর অনুরোধের পর । কারণ, তাঁর নিজের মনেই সন্দেহ ছিল যে এই টীকা মানব দেহে কার্যকর হওয়া নিয়ে । কিন্তু, অবাক ব্যাপার যে বালকটির প্রাণের আশা সবাই ছেড়ে দিয়েছিলো সে সুস্থ হয়ে ওঠে এই জলাতঙ্কের ইনজেকশনের ফলে । প্রশ্ন হলো আবিষ্কর্তার নাম কি এবং কোন প্রাণীর কামড়ানোর ফলে সৃষ্ট জলাতঙ্কের টিকা আবিষ্কার করেছিলেন তিনি ?

০৩ কোন প্রাণীর এমন এক আশ্চর্য ক্ষমতা আছে যেটা থেকে মানুষ প্রভাবিত হয়ে সেই প্রাণীর জিনের অবিকল প্রতিলিপি তৈরী করে অঙ্গহীন মানুষদের নতুন অঙ্গ তৈরির প্রচেষ্টা করছে যেটা অনেকাংশেই সফল হয়েছে । এই প্রাণীর শরীরের যে কোনো অঙ্গ কেটে ফেললে সেখানে নতুন করে অবিশ্বাস্য গতিতে কোষ বিভাজন ঘটিয়ে নতুন অঙ্গ তৈরী করে নেয় । মাথা, চোখ, ফুসফুস এমনকি হার্টের মতো গুরুত্বপূর্ণ অঙ্গ নতুন করে গজিয়ে ফেলার ক্ষমতা ছোট্ট এই প্রাণীটির আছে ।

০৪. পক্ষীরাজ, ইউনিকর্ন, ফিনিক্স, গ্রীফিন, ইয়েতি, চুপাকাবরা প্রভৃতি কল্পলোকের প্রাণীদের সম্পর্কে গবেষণা করার একটা শাখা রয়েছে । কী নাম এই বিদ্যার ?

০৫. মহা শ্মশান । দাউ দাউ করে জ্বলছে চিতা কাষ্ঠ । সেই চিতার আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে এক মহাপুরুষের নশ্বর দেহ । আর চিতার প্রজ্জ্বলিত কাঁপা কাঁপা সেই অতি স্বল্প আগুনের আলোকে আর এক মহান পুরুষ কাঁপা কাঁপা হাতে লিখে চলেছেন এক শ্রদ্ধাঞ্জলি "রবিহারা" । চোখে জল, এলো হাওয়ায় উড়ছে অবিন্যস্ত কেশরাশি ।

"দুপুরের রবি পড়িয়াছে ঢলে, অস্ত-পথের কোলে,
শ্রাবনের মেঘ ছুটে এল দলে দলে
উদাস গগন-তলে ।
বিশ্বের রবি, ভারতের কবি,
শ্যাম বাংলার হৃদয়ের ছবি
তুমি চলে যাবে বলে।"

কার মৃত্যুতে কে লিখছেন ?

০৬. টিনটিনের কমিক্সে টিনটিনের সার্বক্ষণিক সঙ্গী যে সাদা ধবধবে তুলোর মতো কুকুরটিকে দেখা যায় সেটি কোন প্রজাতির কুকুর ?

০৭. আইনস্টাইনের আপেক্ষিকতার তত্ত্ব অনুযায়ী আলোর গতির কাছাকাছি বেগ সম্পন্ন কোনো বস্তু থেকে নির্গত আলোর বেগ কত হবে ? ধরুন, আলোর গতির কাছাকাছি বেগ সম্পন্ন কোনো বস্তুর গতিবেগ ক এবং আলোর গতিবেগ খ । এখানে খ > ক । তাহলে খ এর প্রকৃত বেগ কত হবে ? খ = ক + খ নাকি খ = খ ?

০৮. সত্যজিৎ রায়ের সৃষ্ট চরিত্র প্রোফেসর ত্রিলোকেশ্বর শংকুর দুটি বিখ্যাত আবিষ্কার "এনাইহিলিন গান ও মিরাকিউরল বড়ি" । এই আবিষ্কার দু'টির প্রধান বৈশিষ্ট্য কি কি ?

০৯. প্রাচীন আরবে কেমিস্ট্রি চর্চার উদ্ভব হয় শুধুমাত্র কৃত্রিম ভাবে একটি ধাতু তৈরীর জন্য । অসংখ্য গবেষণা হয়েছে এটা নিয়ে । বলতে হবে বিদ্যাটার নাম কি এবং ধাতুটার নাম কি ।

১০. বিটকয়েন ব্লকচেইন এর সব চাইতে বড় সীমাবদ্ধতাটি কি ? যেটার একটা সাময়িক সমাধান করা গেলেও এখনো অব্দি তেমন কোনো সুদূরপ্রসারী সমাধান বের করা যায়নি ।

১১. UFO (Unidentified Flying Object) বা উড়ন্ত চাকি পৃথিবীর কোন দেশের আকাশে সব চাইতে বেশি দেখা গিয়েছে বলে রটনা আছে ?

১২. এ পৃথিবীতে কোন শ্রেণীর প্রাণীরাই একমাত্র তাদের দেহের ওজনের ৩০০ গুণ অব্দি বেশি ওজনের ভার বহন করতে সক্ষম ?

১৩. পৃথিবীতে একমাত্র একটি বই আছে যার পাঠোদ্ধার আজ পর্যন্ত সম্ভবপর হয়নি । এই বইটি যথেষ্ঠ বড় এবং পাতায় পাতায় অসংখ্য ছবি সহ প্রচুর লেখা আছে সম্পূর্ণ অজানা ভাষায় যার একটি মাত্র শব্দও আজ অব্দি কেউ পড়তে পারেনি । ধারণা করা হয়ে থাকে এটা এলিয়েনদের বই । বইটির নাম কি ?

১৪. হেনরি রাইডার হ্যাগার্ডের "অ্যালান কোয়াটারমেইন" সিরিজের সর্বাধিক আলোচিত উপন্যাস কোনটি ?

১৫. টিনটিন কমিক্সে কোন গল্পে টিনটিনের সাথে সর্বপ্রথম ক্যাপ্টেন হ্যাডকের পরিচয় হয় ?

১৬. ইন্দোনেশিয়ার বিখ্যাত কোমোডো ড্রাগন যেমন হিংস্র ঠিক তেমনই বিপজ্জনক একটি প্রাণী । তাদের দাঁতে বিষ না থাকলেও এতো বেশি পরিমাণে ব্যাকটেরিয়া থাকে যে কামড়ানোর জায়গা সঙ্গে সঙ্গে বিষিয়ে যায় এবং প্রাণীটি অসাড় হয়ে পড়ে । হরিণ, ছাগল আর মহিষ হলো এদের খাদ্যতালিকাভুক্ত । অতি সম্প্রতি একটি ভিডিওতে দেখা গিয়েছে যে একটা কোমোডো ড্রাগন আস্ত একটা হরিণকে জাস্ট ১০-১২ সেকেন্ডে গিলে ফেলছে । ভয়ানক হিংস্র এই কোমোডো ড্রাগন আসলে কি প্রাণী ?

১৭. প্রেমেন্দ্র মিত্রের ঘনাদা সিরিজের একটি অনবদ্য গল্প "ধুলো" । এটি একটি বিজ্ঞানআশ্রিত কল্পকাহিনী । এই গল্পের প্রধান বিষয়বস্তু হলো - ধুলোর গোলা ছুঁড়ে ঘনাদা লরা নামের এক ডাইনীকে পর্যুদস্ত করেছিলেন । এই লরা আসলে কি ছিল ?

১৮. সুন্দরবনের বাঘের সাহস, বীরত্ব ও সৌন্দর্য্যে মুগ্ধ হয়ে তাকে "রয়্যাল বেঙ্গল টাইগার" নামে প্রথম অভিহিত করেন কে ?


------- ধন্যবাদ -------


পরিশিষ্ট


আজকের টার্গেট : ৫১০ ট্রন জমানো (Today's target : To collect 510 trx)


তারিখ : ০৪ মে ২০২৩

টাস্ক ২৫৫ : ৫১০ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron


আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx

৫১০ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :

TX ID : fcd6085ca1eb9bcb4d1124b947ba185b06691f80264808b14ee4589056da14ad

টাস্ক ২৫৫ কমপ্লিটেড সাকসেসফুলি


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code

TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png












Sort:  
 2 years ago 

১.ইউনিকর্ন
২.লুই পাস্তর,কুকুর
৩.সামুদ্রিক স্যালাম্যান্ডার
৪.ক্রিপ্টোজুলজি
৫.রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুতে কাজী নজরুল ইসলাম।
৬.কুট্টুস /স্নোয়ি
৭.খ=খ
৮.অ্যানাইহিলিন গান যে কোন কিছু কে নিশ্চিহ্ন করে দিতে পারে মুহুর্তে আর মিরাকিউরল সব রোগ নাশ করতে পারে।
৯.আলকেমি এবং ধাতুটি সোনা।
১০.ট্রাঞ্জেকশন রেট ধীরগতি সম্পন্ন
১১.আমেরিকায়।
১২.পিপড়া
১৩.ভয়নেচ পান্ডুলিপি
১৪.কিং সলোমনস মাইন
১৫.কাকঁড়া রহস্য বইতে।
১৬. গুইসাপ। টিকটিকি জাতীয় সরীসৃপ প্রাণী
১৭.ঝড় বা ঘুর্ণিঝড়
১৮.রাণী ভিক্টোরিয়া।

 2 years ago 

১.উত্তর:ইউনিকর্ন।
২.উত্তর: লুই পাস্তুর ,পাগলা কুকুরে কামড়েছে।
৩.উত্তর: সামুদ্রিক স্যালাম্যান্ডার।
৪.উত্তর: মিথুন বিজ্ঞান বা ক্রিপ্টোজোলোজি।
৫.উত্তর: লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর কে নিয়ে,আর লিখেছেন কাজী নজরুল ইসলাম।
৬.উত্তর:কুট্টুস।এটা ওয়ায়ার ফক্স টেরিয়ার (Wire Fox Terrier) প্রজাতির কুকুর।
৭.উত্তর:খ = c + k, যেখানে c হলো আলোর গতিবেগ আর k বস্তুর গতিবেগ।খ=খ হবে।
৮.উত্তর:এনাইহিলিন যেকোনো কিছু সম্পূর্ণ ভাবে নিশ্চিহ্ন করে ফেলা। আর মিরাকিউরল বড়ি দিয়ে যেকোনো রোগ নিরাময় করা যায়।
৯.উত্তর:বিদ্যাটির নাম Alchemy(আলকেমি) ,সোনা।
১০.উত্তর:it's scalability।
১১.উত্তর:ইউনাইটেড স্টেটস এ।
১২.উত্তর: পিপড়া।
১৩.উত্তর:বইয়ের নাম - Voynich Manuscript.
১৪.উত্তর: কিং সলোমনস মাইন।
১৫.উত্তর: কাকঁড়া রহস্য বইতে।
১৬. উত্তর: গুইসাপ,টিকটিকি জাতীয় সরীসৃপ প্রাণী
১৭.উত্তর: ঝড় বা ঘুর্ণিঝড়।
১৮.উত্তর: রাণী ভিক্টোরিয়া।

 2 years ago 

১.ইউনিকর্ন।
২.লুই পাস্তুর, আর পাগলা কুকুর কামড়েছে।
৩.সামুদ্রিক স্যালাম্যান্ডার।
৪.মিথুন বিজ্ঞান অথবা ক্রিপ্টোজোলোজি।
৫.রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুতে কাজী নজরুল ইসলাম লিখেছেন।
৬.কুট্টুস,এটি ওয়ায়ার ফক্স টেরিয়ার প্রজাতির কুকুর।
৭.খ = c + k, যেখানে c= আলোর গতিবেগ, k=বস্তুর গতিবেগ। অতএব,খ=খ হবে।
৮.এনাইহিলিন কোনো কিছু সম্পূর্ণ ভাবে নিশ্চিহ্ন করতে পারে। আর মিরাকিউরল বড়ি দিয়ে যেকোনো রোগ নিরাময় করা যায়।
৯.বিদ্যাটির নাম Alchemy(আলকেমি) এবং ধাতুটির নাম সোনা।
১০.it's scalability।।
১১.ইউনাইটেড স্টেটস।
১২.পিপড়া।
১৩.বইয়ের নাম হলো "Voynich Manuscript".
১৪.কিং সলোমনস মাইন।
১৫.কাকঁড়া রহস্য বইয়ে।
১৬.গুইসাপ ও টিকটিকি জাতীয় সরীসৃপ প্রাণী।
১৭.ঝড় বা ঘুর্ণিঝড়।
১৮.রাণী ভিক্টোরিয়া।

 2 years ago 

১.ইউনিকর্ন।
২.লুই পাস্তর,কুকুর।
৩.সামুদ্রিক স্যালাম্যান্ডার।
৪.ক্রিপ্টোজুলজি।
৫.রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুতে কাজী নজরুল ইসলাম।
৬.কুট্টুস /স্নোয়ি।
৭.খ=খ
৮.অ্যানাইহিলিন গান যে কোন কিছু কে নিশ্চিহ্ন করে দিতে পারে মুহুর্তে আর মিরাকিউরল সব রোগ নাশ করতে পারে।
৯.আলকেমি এবং ধাতুটি সোনা।
১০.ট্রাঞ্জেকশন রেট ধীরগতি সম্পন্ন।
১১.আমেরিকায়।
১২.পিপড়া।
১৩. ভয়নেচ পাণ্ডুলিপি ( Voynich Manuscript)।
১৪. কিং সলোমনস মাইনস (King Solomons Mines)।
১৫. (কাঁকড়া রহস্য বইয়ে)।
১৬. টিকটিকি, গুইসাপ জাতীয় সরীসৃপ প্রাণী।
১৭. ঝড় বা ঘুর্ণিঝড়।
১৮. রানী ভিক্টোরিয়া।

This contest has been included in the daily Active Contest List

Contest Alerts: Active Contest List on 04th May 2023 - Win 750+ STEEM

Follow & Resteem for more updates.
#ContestAlerts #winwithsteem

 2 years ago 

01/ ইউনিকর্ন ।
02/ লুই পাস্তুর আর পাগলা কুকুর কামড়েছে।
03/ সামুদ্রিক স্যালাম্যান্ডার।
04/ ক্রিপ্টোজোলোজি ।
05/ রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুতে কবি কাজী নজরুল ইসলাম লিখেছেন।
06/ স্নোই।
07/ খ=খ হবে।
08/ এনহিলিন গান" তাৎক্ষণিকভাবে যেকোন কিছুকে মেরে ফেলতে পারে এবং "মিরাকল পিল" সমস্ত রোগকে ধ্বংস করতে পারে।
09/ আলকেমি। ধাতুটির নাম সোনা।
10/ স্কেলেবিলিটি।
11/ মার্কিন যুক্তরাষ্ট্রে।
12/ পিঁপড়া।
13/ দ্যা ভয়নিচ পান্ডুলিপি।
14/ কিং সলোমন মাইনস।
15/ দ্য ক্র্যাব উইথ দ্য গোল্ডেন ক্লজ-এ।
16/ গুইসাপ। টিকটিকি জাতীয় সরীসৃপ প্রাণী।
17/ ঝড় বা ঘূর্ণিবায়ু।
18/ রাণী ভিক্টোরিয়া।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

১. ইউনিকর্ন ।
২.লুই পাস্তুর আর পাগলা কুকুর কামড়েছে।
৩.সামুদ্রিক স্যালাম্যান্ডার।
৪.ক্রিপ্টোজোলোজি ।
৫.রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুতে কবি কাজী নজরুল ইসলাম লিখেছেন।
৬.কুট্টুস /স্নোয়ি
৭.c + k, যেখানে c হলো আলোর গতিবেগ আর k বস্তুর গতিবেগ।খ=খ হবে
৮. এনহিলিন গান" তাৎক্ষণিকভাবে যেকোন কিছুকে মেরে ফেলতে পারে এবং "মিরাকল পিল" সমস্ত রোগকে ধ্বংস করতে পারে।
৯.আলকেমি। ধাতুটির নাম সোনা।
১০.স্কেলেবিলিটি।
১১.মার্কিন যুক্তরাষ্ট্রে।
১২.পিঁপড়া।
১৩.দ্যা ভয়নিচ পান্ডুলিপি।
১৪.কিং সলোমন মাইনস।
১৫.দ্য ক্র্যাব উইথ দ্য গোল্ডেন ক্লজ-এ।
১৬.গুইসাপ। টিকটিকি জাতীয় সরীসৃপ প্রাণী।
১৭.ঝড় বা ঘূর্ণিবায়ু।
১৮.রাণী ভিক্টোরিয়া।

 2 years ago 

১.ইউনিকর্ন
২. লুই পাস্তুর, পাগলা কুকুর
৩. টিকটিকি
৪. ক্রিপ্টোজুলজি
৫. রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুতে, কাজী নজরুল ইসলাম লিখেছেন
৬. Wire fox terrier ওয়াইর ফক্স টেরিয়ার প্রজাতির
৭. খ = খ
৮.অ্যানাইহিলিন সব কিছুকে সম্পূর্ণ ভাবে নিশ্চিহ্ন করতে পারে, মিরাকিউরল বড়ি দিয়ে সব রোগ ঠিক করা যায়।
৯. আলকেমি ও ধাতু হলো সোনা
১০. Scalability
১১. আমেরিকায়
১২. পিঁপড়া
১৩. ভয়নেচ পাণ্ডুলিপি ( Voynich Manuscript)
১৪. কিং সলোমনস মাইনস (King Solomons Mines)
১৫. (কাঁকড়া রহস্য বইয়ে)
১৬. টিকটিকি, গুইসাপ জাতীয় সরীসৃপ প্রাণী
১৭. ঝড় বা ঘুর্ণিঝড়
১৮. রানী ভিক্টোরিয়া