আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ৩৪৭
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।
এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।
আজকের অনু কবিতা
কিছু প্রত্যাশা খুবই গুরুত্বপূর্ণ
কিছু প্রত্যাশা অবাঞ্ছিত,
সময়- অসময়ের টানাপোড়েনে
ফিকে আর মলিনতার গড়নে,
শুধুই পাল্টে যায় আমাদের মন
প্রবাহিত হওয়া চঞ্চল আচরণ।
লেখক
লেখকের অনুভূতি:
অনেক সময় আমরা গুরুত্বপূর্ণ আর অনাকাঙ্ক্ষিত কিছুর পার্থক্য না বুঝেই কাজ করে ফেলি।কিন্তু সময় তো থেমে থাকে না, ভুল নিয়েই এগিয়ে যায়।।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
| আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
|---|





সব আশা পূরণ হয় না কখনো,
কিছু থাকে মনে, বলা হয় না ওগুলো।
সময় বদলায়, বদলায় মন,
হারায় হাসি, আসে নতুন ক্ষণ।
চাওয়া-পাওয়ার খেলায় শেষে,
থেকে যায় শুধু কিছু স্মৃতির ছোঁয়ায়।
সুন্দর লিখেছেন ভাইয়া।
শেষে রয়ে যায় কিছু নীরব প্রশ্ন
যার উত্তর খুঁজে পাই না কখনো স্পষ্ট
হয়তো সবকিছুই সময়ের খেলায় হারিয়ে যায়
অপেক্ষার ঘরে জমে থাকে নিঃশব্দ হাহাকার
তবু মন চায় আবার নতুন শুরু করতে
ভালো লাগার সেই পুরোনো আলোয় ফিরতে।
দারুণ লিখেছেন।
কখনও আশা জাগে হঠাৎ,
আবার হারায় অনাকাঙ্ক্ষিত রাত,
মন চায় ছুঁতে দূরের স্বপ্ন,
বাস্তব টানে দেয় কঠিন যাপন।।
চাওয়ার ভেতর লুকায় ভয়,
অপেক্ষারও থাকে অবিরত জয়,
তবু জীবন থামে না কভু,
চলেই যায় নীরব সময়ের কবু।।
কখনো আশা জাগায় নতুন ভোর,
কখনো তা নিঃশব্দে আনে ভাঙা ঘোর।
মেঘলা আকাশে রোদ উঠলেও হঠাৎ,
মন হারায় নিজেরই কোনো গতিপথ।
প্রত্যাশা কখনো স্বপ্নের মতো মধুর,
আবার তা হতে পারে বেদনাময় সুর।
তবুও মানুষ আশা আঁকে প্রতিক্ষণে,
কারণ বাঁচার মানে—বিশ্বাস রাখে জীবনে।
হঠাৎ আসা নীরবতা,
ভেঙে দেয় যত নীরবতা।
অবাঞ্ছিত স্মৃতিরা ভিড় করে,
মন খোঁজে তার পুরোনো ঘর।
সময় বাঁকে বাঁকে পথ ভোলায়,
পুরোনো হাসি আজ শুধু মিলায়।
আলো-আঁধারের খেলা,
কখনও তারা জ্বলে, কখনও ভেলা।
প্রত্যাশার রেশ ধরে,
মন শুধু চেয়ে রয় বহুদূর।
নিঃশব্দে ঝরে পড়া জলবিন্দু,
মিথ্যে মায়ার ছন্দ-বিন্দু।
কখনো আশা দেয় ডানার ছোঁয়া,
কখনো তা আনে অবহেলার কাঁটা,
মন চায় উড়তে, থেমে যায় হঠাৎ,
সময় যেন খেলে নিরব নাট্য।
ভরসার দীপ জ্বলে আবার নিভে যায়,
চেনা মুখও হয়ে যায় অচেনা একদিন,
তবু হৃদয় খোঁজে সেই আলো ঝলমল পথ,
যেখানে প্রত্যাশা মানে নতুন প্রেরণার দিন।