আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ৩৪৯
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।
এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।
আজকের অনু কবিতা
সময়ের দেয়ালে বন্দী জীবন
ভাবনাগুলো হচ্ছে নির্জীব,
ভালোবাসার আড়ালে বিব্রত জীবন
সম্পর্কগুলো হচ্ছে বিলীন।
লেখক
লেখকের অনুভূতি:
সময় সত্যি সব কিছু বদলে দেয়, হৃদয়ের আবেগ হতে জীবনের অনুভূতি-আকাংখার সব।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
| আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
|---|





সময়ের ঘরে বন্দী আমি,
স্বপ্নগুলো নিভে যায় চুপচাপ।
ভালোবাসা যেনো অচেনা স্রোত,
চোখে জমে শুধু নীরবতা।
সম্পর্ক জমে থাকে ধূসর ছায়ায়,
হৃদয় বেঁচে থাকে নিঃশব্দে।
সময়ের স্রোতে ভেসে যায় দিন
অপেক্ষা থাকে শুধু স্মৃতির বিনিময়
চেনা মুখগুলো হয় অচেনা ধীরে
মন হারায় দূর কোথাও নিঃশব্দ নীলে।
তবু আশা জাগে নতুন ভোরে
মুছে যাবে সব ব্যথা একদিন আলো ঘোরে
জীবন যেমনই হোক চলতে হয় নিরন্তর
কারণ থেমে গেলে থেমে যায় অন্তর।
স্বপ্নগুলো আজ কাঁদে নীরবে স্মৃতির শূন্য প্রাঙ্গণে,
হৃদয় হারায় পথ, মিশে যায় ব্যথার সংগীতে।
অচেনা সময় ছুঁয়ে যায় অবহেলার ছায়াতে,
বেঁচে থাকা মানে যেন হারিয়ে যাওয়া প্রতিক্ষণে।
প্রবাহমান সময়ের মাঝে অবরুদ্ধ জীবন
ভাবনারা সব শিথিলতার পথে লীন,
ভালোবাসার অন্তরালে বিষাদময় জীবন
একঘেয়েমি এক বেড়াজালে অবচেতন।
সম্পর্কগুলি পাড়ি জমাচ্ছে অবিশ্বাসে
দূর সীমানা জুড়ে শুধুই ঘোলা বাঁধন,
জীবনের মায়াগুলি উধাও রাজপথের সংগ্রামে
অবসাদের দুনিয়ায় কড়া নাড়ছে মানুষের মন।
সময়ের দেয়ালে বন্দী জীবন,
হাসির আড়ালে জমে থাকে কান্না,
যে চোখে ছিল একদিন আলো,
আজ সেখানে কেবল ছায়া ঘুরে বেড়ায়।
সম্পর্কগুলো হচ্ছে বিলীন,
যেন বালুর ঘরে আঁকা কিছু নাম,
এক মুহূর্তে উড়ে যায়,
থেকে যায় শুধু শূন্যতার ধূলিকণা।
সময়ের স্রোতে হারিয়ে যাওয়া স্বপ্নগুলো ,
মনে পড়ে নীরব প্রহর গুলো শুধু।
ভালোবাসা আজ প্রতারণা ঢাকা
সত্য অনুভব হয় ভালোবাসা বেলীন।
সময় দেয়ালে মানুষের জীবনবন্দি থাকে
ভাবনাগুলো কষ্টের মধ্যে নীরব থাকে।
ভালোবাসার আড়ালে লুকিয়ে থাকে ভিন্ন মন।
সম্পর্ক গুলো স্বার্থপরের জন্য হয় বিলীন।
সময়ের স্রোতে হারিয়ে যায়
জীবনের রঙিন সময়
কখনো বা দুঃখের তীরে
কুল হারিয়ে নিঃস্ব হৃদয়,
সময়ের কাছে হার মেনেছে সব
ভালোবাসা মায়া মমতায় স্বার্থ এখন,
সময়ের কাছে বন্দী সবাই
শূন্যতার ঘরে সম্পর্ক গুলো ছিন্ন রয়।