PUSS ইউটিলিটি হিসেবে আমাদের নতুন একটা সার্ভিস - STEEM ID চালু করা হয়েছে

in আমার বাংলা ব্লগlast year

Steem-id - Copy.png


অবশেষে বহু প্রতীক্ষিত সেই steemit account creation utility এনেছে PussFi । এই টুলটি ইউজ করে আপনি সম্পূর্ণ অফলাইনে ইন্টারনেট সংযোগ ছাড়াই স্টিমিট একাউন্ট ক্রিয়েট করতে পারবেন । সিস্টেমটি দু ' ভাবে কাজ করে থাকে -

১) অফলাইনে steemit একাউন্টের key জেনারেশন করা এবং
২ ) অনলাইনে শুধুমাত্র একাউন্ট এবং পাবলিক কী গুলো এক্টিভেট করার ট্রানসাকশান ব্রডকাস্ট করা


একাউন্ট এক্টিভেশন এ যেহেতু শুধুমাত্র আপনার steemit username এবং পাবলিক কীগুলো সাবমিট করতে বলা হয়ে থাকে সেজন্য আমাদের এই সার্ভিসটি ইউজ করা ১০০% সেফ এন্ড সিকিউর ।

আমাদের সার্ভিসটি ইউজ করা একদমই সোজা । সর্বপ্রথমে আপনাকে স্টিমিট কীগুলো জেনারেট করে নিতে হবে (চাইলে আপনি স্ক্রিপ্ট ডাউনলোড করে অফলাইনেও এই কাজটি করতে পারেন ) । এরপরে ইউজারনেম আর তার সাথে সংশ্লিষ্ট চারটি পাবলিক কী নির্দিষ্ট ফর্মে ফিলাপ করে Activate বাটনে ক্লিক করবেন ।

এরপরে আপনাকে দু'টি অপশন দেয়া হবে - Free এবং প্রিমিয়াম । ফ্রি অপশন সিলেক্ট করলে আপনাকে একাউন্ট ক্রিয়েশন এর জন্য সর্বোচ্চ ৭২ ঘন্টা অপেক্ষা করতে হবে । আর প্রিমিয়াম সিলেক্ট করলে আপনাকে ৫০০ PUSS (প্রায় $3) পেমেন্ট করতে হবে । প্রিমিয়াম সার্ভিসের সুবিধা হলো মাত্র ১২ ঘন্টার মধ্যে একাউন্ট এক্টিভেট হবে, ১৫ STEEM ফ্রি ডেলিগেশন পাবেন ১ মাসের জন্য, একটা $২ ডলারের ওয়েলকাম ভোট পাবেন এবং সেই সাথে আপনাকে যিনি রেফার করবেন তিনি $১ এর একটা ভোট পাবেন ।


তো , আর অপেক্ষা কিসের ? স্টিমিট একাউন্ট খোলা এখন শুধুমাত্র এক তুড়িতে হয়ে যাবে ।


https://steem-id.com/


Screenshot 2025-01-27 160822.png

Sort:  
 last year 

পুসফাই প্রজেক্টের এই ইউটিলিটি সত্যিই দারুণ। এখন থেকে যে কেউ খুব সহজে স্টিমিট আইডি ক্রিয়েট করতে পারবে। আমার কাছে প্রিমিয়াম সার্ভিসটা বেশি ভালো লেগেছে। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।

 last year 

বাহ এক তুড়িতে স্টিমিট একাউন্ট। তাও আবার অফ লাইনে। কত সুযোগ এনে দিলো দাদা। এই নতুন সুযোগ টি নতুনদের জন্য বেশি কাজে লাগবে। কোন ঝামেলা ছাড়াই স্টিমিট একাউন্ট হাতে পাওয়ার সুযোগ। ধন্যবাদ দাদা।

 last year 

নিঃসন্দেহে এটি প্রত্যেকের জন্যই চমৎকার একটি নিউজ। অফলাইনে এবং অনলাইনে একাউন্ট ক্রিয়েট করা যদিও বা আগে শুনেছিলাম আজকে বিস্তারিত ভালোভাবে বুঝতে পারলাম। যদিও বা অফলাইন সিস্টেমটা ব্যবহার করেছি আমি। তাছাড়া পুশ ডোনেট করেও সহজেই অ্যাকাউন্ট ক্রিয়েট করা যাবে কিছু সুযোগও লুফে নেওয়া যাবে এবং রেফারার ও লাভবান হবে। টোটালি আপনার আজকের পোস্টটি প্রত্যেক ইউজারের জন্যই অনেক বেশি হেল্পফুল হবে, ধন্যবাদ দাদা ভালো থাকবেন সব সময়।

 last year 

এখন নতুনরা ঝামেলাহীন ভাবেই স্টিমিটে আসতে পারবে।

 last year 

এটা সত্যি দারুণ একটা সুবিধা চালূ হলো পুরো স্টিমিট প্লাটফর্মের জন্য এবং আশা করছি খুব দ্রুত সকলের নিকট এটা অনেক বেশী জনপ্রিয় হয়ে উঠবে।

 last year 

বাহ দারুণ খবর দিয়েছেন তো দাদা, অফলাইনে ইন্টারনেট সংযোগ ছাড়াই স্টিমিট একাউন্ট ক্রিয়েট করা যাবে,এটা নতুনদের জন্য খুব উপকারে আসবে। এখন থেকে যে কেউ চাইলেই নিজের একটা স্টিমিট একাউন্ট ক্রিয়েট করতে পারবে। ধন্যবাদ দাদা এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 last year 

বর্তমান স্টিমিট আইডি খুলতে খুবই কঠিন একটা ব্যাপার। আপনার এই উদ্যোগের মাধ্যমে সেই কাজটি সহজ হয়ে গেল। এই প্রাপ্তি গুলো সব সময় মনে রাখার মত। যেটা আপনার পরিশ্রমের মাধ্যমে আমাদের জন্য সহজ হয়ে গেল। সত্যি এই ধরনের কাজকে সব সময় সাধুবাদ জানাই দাদা।

 last year 

Steemit একাউন্ট তৈরি নিয়ে এমন দারুণ উদ্যোগের জন্য PussFi-কে ধন্যবাদ। অফলাইনে key জেনারেশন ও সুরক্ষিত অ্যাক্টিভেশন সিস্টেমটি সত্যিই ব্যবহারকারীদের জন্য খুবই ভালো হলো। নতুন ইউজার গুলোও খুব তাড়াতাড়ি একাউন্ট খুলে কাজ শুরু করতে পারবে।ধন্যবাদ দাদা এতো সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 last year 

নিঃসন্দেহে ভালো উদ্যোগ দাদা, নতুনদের জন্য ঝামেলাহীন একাউন্ট ক্রিয়েশন করে স্টিমিটে আসতে পারবে। সেটাও আবার খুব দ্রুত এবং অফ লাইনে। অসাধারণ ও তথ্যবহুল পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।

 last year 

ওয়াও! নিঃসন্দেহে একটা অসাধারণ টুলস। মাত্র ৫০০ পুশ খরচ করে প্রিমিয়াম ফিসারর্স গুলো পাওয়া যাবে। সত্যিই একটা দারুন ফিচার!

এগিয়ে যান।