এবিবি ফান প্রশ্ন- ৩৩১ || এই বছর ঈদে সবচাইতে সেরা স্মৃতি হিসেবে কোনটি তৈরী করলেন?
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
এই বছর ঈদে সবচাইতে সেরা স্মৃতি হিসেবে কোনটি তৈরী করলেন?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
উৎসবের সময় দারুন দারুন স্মৃতি তৈরী হয়। আপনাদের এইবারে তৈরী হওয়া সেরা স্মৃতি গুলো শুনতে চাই।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
ছোট দাদার বার্থডে সেলিব্রেশন এর মাধ্যমে, এই বছর ঈদে সবথেকে সেরা স্মৃতিটি তৈরি করলাম।
একদম ঠিক কথা বলেছেন দাদা আমি আপনার সাথে সহমত।
সহমত পোষণ করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে।
দুটো অনুষ্ঠান একসাথে। সত্যিই দারুন স্মৃতি হিসেবে থাকবে।
হ্যাঁ দাদা, একদম ঠিক কথা বলেছ ।
এই বছরের সবথেকে সেরা স্মৃতি হয়ে থাকবে আমাদের বড় দাদার কাছ থেকে ঈদের সেলামি পাওয়া। ঈদের সেলামি পাওয়া যে কতটা আনন্দের যেটা ছোটবেলায় উপভোগ করতাম। আর এখন বড় হয়ে শুধু দিতে হয়। বড় হয়েও দাদার কাছ থেকে সেলামি পাওয়া আনন্দটা সবথেকে সেরা স্মৃতি হিসেবে থাকবে।
দাদার কাছ থেকে উপহার অবশ্যই সেরা স্মৃতি।
এবার ঈদে সবচাইতে সেরা স্মৃতি হিসেবে আমি এবার আমার স্টিমেট এর ইনকামের টাকা দিয়ে পরিবারের সকলকে ঈদের গিফট করেছি। আর এটাই যেন আমার জীবনের সেরা স্মৃতি হয়েই থাকবে।
ধন্যবাদ দাদাকে, তার জন্যই আজকে এ প্রাপ্তি।
জি দাদা।আসলেই বড় দাদার অবদান অপরিসীম।
*সবথেকে বেশি খুশি ছিলাম থেকে বিশ হাজার টাকা অর্জন করে সকলের মাঝে ঈদের খুশি ছাড়াতে পেরেছি । অন্যান্য ঈদের চেয়ে এবার একটু আলাদা কারণ প্রিয় মানুষটি পাশে ছিল। ছোটবেলায় ঈদ আনন্দ ছিল বটে এখন আরও বেশি আনন্দের কারণ প্রিয় মানুষটার সাথে বিকেলে ঘুরতে পেরেছিলাম। প্রিয় মানুষটিকে নিয়ে মেহেরপুর রেস্টুরেন্টে চলে গেছিলাম। সামনে পুলিশ বেধে ছিল। তাও হাজারও চেষ্টা প্রচেষ্টা পর অলি গলির মাধ্যমে চলে গেলাম সেই রেস্টুরেন্টে। এই ছিল সবথেকে ভালো স্মৃতি তার মনটাকে খুশি করতে পেরে। 🙂
দুটোই বেশ দারুন স্মৃতি হিসেবে জমে থাকবে।
আমার এই বছর ঈদের দারুন স্মৃতি হলো আমার সন্তানের সাথে প্রথম ঈদ উদযাপন করলাম। এ যেন এক অন্যরকম অনুভূতি, যা মুখে প্রকাশ করে বোঝানো সম্ভব নয়।
দারুন একটা স্মৃতি।
এবার ঈদে আমি আমার জন্মদাতা পিতা এবং মাতাকে ঈদে পোশাক কিনে দিতে পেরেছি এটাই আমার কাছে সবচাইতে সেরা স্মৃতি।
সত্যি বলেছেন ভাই পিতা-মাতাকে কিছু দিলে নিজের কাছে অনেক বেশি ভালো লাগে। বেশ ভালো লাগলো আপনার সেরা স্মৃতি শুনে।
খুব ভালো ভাই ♥️
ধন্যবাদ ভাই 💞💞
এই বছর ঈদ উপলক্ষে হ্যাংআউটের শেষে দেওয়া গিফটগুলি ভালোভাবে সংগ্রহ করতে পেরেছি এটাই সবচাইতে সেরা স্মৃতি।কারন নেটের যা বেহাল দশা প্রতিদিন,☺️☺️.
কোটিপতি ফুফাতো ভাইয়ের কাছ থেকে বংশের সব ছেলে ও ছেলের বউদের জন্য ঈদের গিফট। যেটা আমরা কখনো আশা করি নাই।
বিয়ের প্রথম ঈদ উদযাপন করলাম। ঈদের দিন বিকেলে পরিবারের সবাইকে নিয়ে ঘুরতে গেলাম। ভাবলাম বউকে নিয়ে অনেক মজা করবো বাট পরিবারের সামনে চক্ষু লজ্জা দুইজন একসাথে ছবিও তুলতে পারলামনা।
এখন এই স্মৃতি রাখি কোথায়😜
ভাই আপনি দেখছি বেশ লাজুক ব্যক্তি। ভাই এই স্মৃতি পকেটে রেখে দেয়া ছাড়া আর কোন উপায় নেই।
বিয়ের পরেও একসাথে ছবি তুলতে লজ্জা কিসের
এবারের বড় স্মৃতি হল বাবার কাছ থেকে ঈদ সালামি না পাওয়া। যেটা প্রতিবছর পেয়ে থাকি এবার পায়নি। 😐
তাহলে বন্ধু এটা গিনিস ওয়ার্ল্ড বুকে নাম লেখানো হবে। এটা তো একটা ইতিহাস।