আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ২৩২
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।
এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।
আজকের অনু কবিতা
সময়ের স্রোতে ভেসে যায়
কত শত স্মৃতি,
অন্ধকারের আড়ালে হারিয়ে যায়
কত প্রিয় হাসি।
তবুও ভালোবাসার মিথ্যা মায়ায়
সম্পর্ক ধরে রাখি,
তবুও জীবনের অস্পষ্ট ছায়ায়
স্বপ্ন বুনে রাখি।
প্রশ্নকারীঃ
লেখকের অনুভূতিঃ
বাস্তবতা এবং ভালোবাসা দুটো বিপরীত মেরুর কিছু, আমরা যা ভাবি বেশীর ভাগ সময়ে তার উল্টোটা ঘটে থাকে। অনুভুতির ভিন্ন আবেগে হৃদয় বার বার ভেঙ্গে যায়।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
স্মৃতিরা আজ হারিয়ে গেছে
হারিয়ে গেছে সুর
দুঃখ তাপে বেঁচে আছি
কষ্টে ভরা মন।
মিথ্যা মায়ায় বেঁধে রেখেছি
করুণ যে সেই হাসি
দুঃখ সাগরে খুঁজে চলেছি
ভালোবাসার রাখি।
ভেঙ্গে যাওয়া হৃদয়ে আবেগগুলো খন্ডিত
সব প্রত্যাশার মাঝে ব্যর্থতা বাসা বাঁধে,
অনুভূতি ও স্মৃতির জোয়ারে
ভাসমান খুশিগুলি আঁধারের মাঝে।
তবুও ছুটন্ত জীবন মিথ্যা আশ্বাসে
সম্পর্কের দৃঢ়তায় ঘোর,
তবুও জীবনের বিপরীত প্রান্তে দাঁড়িয়ে
মন আবছা স্বপ্নে বিভোর।।
সত্যি আপু তবুও জীবন ছুটে চলে মিথ্যে আশ্বাসের পিছে। যেই পিছুটান কোনো একদিন জীবন আঁধারে ঢেকে দিবে। কবিতার লাইন গুলো দারুন হয়েছে আপু।
ধন্যবাদ আপু,আপনার সুন্দর অনুভূতি প্রকাশ করার জন্য।
ভেসে যাওয়াই পথ
তাই পথের ধারে গজিয়ে উঠেছে সভ্যতার আলপথ
ভালোবাসা বলে আঁকড়ে ধরে
মুঠোর মধ্যে দেখি মরুভূমি ভিড় করে
অথচ মহাসাগর ভেবে পা ডুবিয়েছিলাম
জল গলে যেতে পাথর তুলে নিলাম
অথচ, তুমিও জীবন, আমিও আলো
মেঘের ওপারে সব রাত্রিই শুধু কালো
তবুও জ্যোৎস্না আসবে
জীবনগুলো প্রেমের জোয়ারে ভাসবে৷
মাঝে মাঝে জীবনের আলো খুজতে গিয়ে শুধু আঁধারের মাঝে এই জীবন ঢেকে যায়। আর সেই আঁধার থেকে বের হতে হতে জীবনের সময় ফুরিয়ে আসে। দারুন লিখেছেন দিদি।
তবুও হৃদয়ের গোপন কোণায়
আশার প্রদীপ জ্বালাই,
তবুও ভাঙা স্বপ্নের ধ্বংসাবশেষে
নতুন স্বপ্ন সাজাই।
তোমার স্মৃতিরা আজও বেঁচে আছে
মনের গহীনে,
যেখানে ঝড় থেমে যায় অবশেষে
নীরবতার শব্দ মিশে।
স্মৃতির পাতা উল্টে দেখি
অতীতের যত কথা,
হাসির আড়ালে লুকিয়ে থাকে
অভিমান আর ব্যথা।
তবে একদিন সত্যের আলো
ফুটে উঠবে অজানায়,
ভেঙে যাবে সকল মিথ্যে বাঁধন
নতুন ভোরের আশায়।
এই পৃথিবীর তরে
কত স্মৃতি ঝরে পড়ে,
সময় ও ব্যস্ততার মাঝে,
জীবনের মূল্য টা কোথায়
তা কি কেউ বুঝতে পারে।
আজ যত মুখোশের আড়ালে
সম্পর্কের মায়াজাল ,
অর্থের ভালোবাসার কাছে
জীবন হয় উজ্জল।
মায়াবী এ ভালোবাসা
স্বপ্ন দেখাও অনেক হতাশা।
এ যেন প্রেম নয়, শুধু মোহ আলেয়ার।
এ যেন স্মৃতি নয়, অনুভূতি যন্ত্রণার।
এ যেন সময় নয়, ব্যগ্রতা ছুটে চলার।
এ যেন ভালোবাসা নয়, ভয় হারাবার।
এ সময় যেন ভালোবাসা আড়াল করার।
এ সময় যেন প্রিয়জন ভুলে থাকার।
এ সময় যেন কাছে নয়, দূরে থাকার।
এ সময় যেন ক্রন্দনের, তীব্র বেদনার।
সময়ের স্রোতে বদলে যায় ভালোবাসা
ফিকে হয়ে যায় মনের যত আশা।
স্মৃতিরা হাসায়, স্মৃতিরা কাঁদায়
স্মৃতির মাঝে বাঁচি আজ, মিছে এই ভুবন
স্বার্থের এই ভুবনে কেউ হলো না আপন।
মিথ্যে সম্পর্কের মায়ায় পড়ে
ভাসিয়েছি জীবনের ভেলা
বেলা শেষে শূন্য জীবন, আমি যে একেলা।
স্মৃতি সে তো চলেই যাবে
সময়ের আবর্তনে,
কত সুখের সময় চলে যায়
অন্ধকারের মায়াজালে।
তবুও সম্পর্ক গুলো খুঁজে ফিরি
মিথ্যে কোন ধোঁয়াশায়,
তবুও বেঁচে থাকার আশা খুঁজে ফিরি
সম্পর্কের মিথ্যা মায়ায়।