আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অনু কবিতার আসর - ১০
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।
এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।
আজকের অনু কবিতাঃ
আজকের আকাশটা খুব বেশী উদাসীন
আজকের হৃদয়টা খুব বেশী নির্জীব
তুমি জানো আকাশে কখন রংধনু ভাসে
তুমি জানো হৃদয়ের সজীবতা কখন হাসে
তোমার উষ্ণ ছোঁয়াতে রংধনু আকাশ রাঙায়
তোমার রাঙা ওষ্ঠদ্বয়ের হাসি হৃদয় সাজায়।
লেখকঃ
লেখকের অনুভূতিঃ
আকাশের সাথে হৃদয়ের দারুণ একটা মিল খুঁজে পাওয়া যায়, বৃষ্টির ছোঁয়ায় আকাশ যেমন চঞ্চল ও সতেজ হয়ে উঠে ঠিক তেমনি প্রিয়ার ছোঁয়ায় হৃদয় চঞ্চল ও জাগ্রত হয়ে উঠে। ভালোবাসার পরশে হৃদয়ের রংধনু সাজে নব আনন্দে।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
আকাশটা হয়েছে বড্ড দুরন্ত
বেখেয়ালিপনায় আজ মনটা শুষ্ক
তুমি জানো আকাশ কখন উতলা হয়
তুমি জানো মন কখন প্রেমে মাতাল হয়
তোমার হাসিতে মেঘেরা পাড়ি জমায়
দূর আকাশে জাগ্রত ভালোবাসার ঠিকানায়।।
বাহ! বাহ! বাহ! আপু সত্যি আমি মুগ্ধ, অসাধারণ লিখেছেন আর লাইনগুলোর ছন্দ ভালো হয়েছে।
অসংখ্য ধন্যবাদ ভাইয়া 🤗।
তোমার মিষ্টি মধুর চাহনিতে আমি
ভেসে বেড়াই ওই নীল আকাশের
সাদা মেঘের ভেলায়।।
তোমার এলোচুলের মসৃণতায় যেন,,
খুঁজে পাই আরেক দিগন্ত,
তোমাকে দেখলেই মনে ছুঁয়ে যায়
হাজারো বসন্ত।
নীলে নীলে নিলম্বরি হয়ে চলো
দুজনে আজ মিলেমিশে হই একাকার
ওই দূর নীল দিগন্তে।
♥♥
বাহ বাহ বাহ!
ছন্দগুলো মিলেছে ভালো
কবিতা হয়েছে সুন্দর।
ধন্যবাদ ভাইয়া,,,♥♥
তুমি কি জানো তোমার মিষ্টি হাসির স্পর্শে,
জোসনা ভরা রাতে আমি যাই হারিয়ে।
তুমি কি জানো এই হৃদয়ের গহীনে,
শুধু তোমারই বসবাস।
তুমি কি জানো তোমার হৃদয়ের মণিকোঠায়,
শুধু আমারই বসবাস।
তোমার হাসিতে সূর্য হাসেঁ
তোমার কান্নায় সূর্য ডুবে।
তোমার শূন্যতায় পৃথিবী কাধেঁ
তোমার কারনে এই ধরণী সাজে।
তুমি চাইলে হাজার বার মরতে রাজি।
তোমার তরে এই জীবন রেখেছি বাজি।
বিশাল এই নীল আকাশে বুকের আছে
সাদা রঙের মেঘ, সাত রঙের রংধনু।
প্রিয়া, তোমার নরম হাতের স্পর্শের,
বেতাল ঝড় হাওয়া মন প্রাণ জুড়িয়ে
সৃষ্টি হয় অজস্র ভালবাসা, তোমারি জন্য।
ঐ আকাশ পানে চেয়ে দেখি
শরৎ এর হাওয়া নিয়ে ও ভালই আছে
আমি না হয় ভিজবো
খোলা আকাশের জলে
চশমাটা ভিজে গেছে আকাশের জলে ...
চোখের পানিতে মিশে ..
আজকের আকাশটা অনেক বেশি সতেজ,
আমার হৃদয়ে আনন্দের আমেজ।
আকাশের বুকফাটা কান্না ঝরে বৃষ্টি হয়ে,
আমার হৃদয়ের কান্না ঝরে আবেগ হয়ে।
তুমি যেন নীল আকাশের সুন্দর সাদা মেঘ,
তুমি যেন আমার হৃদয়ের ভালোবাসার আবেগ।
তুমি যেন রাতের আকাশের সাদা চাঁদ,
কখনো দিওনাগো এই হৃদয়ে আঘাত।
খুব সুন্দর লিখেছেন এবং ছন্দগুলোও দারুণ মিলেছে, ভালো লেগেছে।
তোমার বিশাল আকাশ জুড়ে
আমি বৃষ্টি হয়ে ঝরে যাবো তোমারই কোমল স্পর্শে।
রাখিবো হৃদয়ে, রাখিবো গহীনে
ছাড়িবো না তোমায় জীবনও বিহনে।
রেখো গো মোরে তোমারি চরণে
তোমারী প্রেমের ভিখারী বানিয়ে।
প্রথম চার লাইন সত্যি অসাধারণ হয়েছে আপু, শেষের লাইনটি কিন্তু পূর্ণতা পায় নাই। তবে আপনার লেখা বেশ ভালো হচ্ছে।
ঠিক বলেছেন দাদা।তাইতো আমি আবার পোস্টটি এডিট করে দিলাম।
তোমায় দেখলে খুঁজে পায় রঙিন ভুবন।
ভুলে যাই শত বিরহ যন্ত্রণা ব্যথা
তোমাতেই খুঁজি আমি প্রেমের সার্থকতা।
আকাশের ঐ নীল দিগন্তে
যখন রংধনু ছবি একে যায়
আমার মনের গভীরে যেন
শুধু তোমার ছোঁয়া পায়
তোমার ওই মধুর হাসিতে
যেন রংধনু সাজে নতুন আভায়