এবিবি ফান প্রশ্ন-৭০৩ || শীত এলে নাক কেন সব সময়, ফ্রি পানি সার্ভিস দেয়?
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
শীত এলে নাক কেন সব সময়, ফ্রি পানি সার্ভিস দেয়?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
শীত এলেই নাক যেন সরকারি ফ্রি পানি সার্ভিস চালু করে দেয়। না চাইতেই টুপটাপ পানি ঝরে, রুমাল সবসময় ভিজে থাকে।গরম চা খেলেও লাভ নেই, নাকের এই শীতকালীন দায়িত্ব কিন্তু কোনোভাবেই বন্ধ হয় না।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
| আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
|---|





কারন শীতে সবকিছুর সোয়েটার, চাদর, টুপি থাকলেও নাকের থাকে না।তাই নাক সবসময় এতটাই বাতাস সরবরাহ করে যে কুলার হয়ে যায়। সেজন্যই শীতে ফ্রি পানি সার্ভিস দেয়।।
0.00 SBD,
0.01 STEEM,
0.01 SP
শীত আসলেই নাক বলে উঠে ভাই, পানি ফ্রি! নাও যতো খুশি নাও🤣🤣।
শীত এলে ঠান্ডা ও শুষ্ক বাতাসের কারণে নাকের ভেতরের শ্লেষ্মা বেশি তৈরি হয়। শরীর নিজেকে সুরক্ষিত রাখতে এই তরল নিঃসরণ বাড়ায় তাই মনে হয় নাক যেন সারাক্ষণ ফ্রি পানি সার্ভি দিচ্ছে।
শীত এলে নাক কেন সব সময়, ফ্রি পানি সার্ভিস দেয়?
শীত আসলে নাক এবং টিস্যুর মধ্যে আজীবনের চুক্তি হয়ে যায়। এই কারণে নাক দিয়ে ফ্রি পানি পড়ে।
শীত এলেই নাক যেন নিজে থেকেই ফ্রি পানি সার্ভিস চালু করে দেয় 😄। কারণ ঠান্ডা বাতাসে নাকের ভেতরের রক্তনালি ফুলে যায়।শরীর নিজেকে বাঁচাতে বাড়তি মিউকাস তৈরি করে। আর ভাইরাস আটকাতেই এই অটো “ওয়াটার ফিল্টার” সিস্টেম অন হয়ে যায়। তাই শীত মানেই টিস্যু হাতে, নাক ঝরার সঙ্গে যুদ্ধ।তবু এটাই শরীরের প্রাকৃতিক সুরক্ষা ব্যবস্থা।
কারণ শীতকালে আমাদের নাক এক প্রকার প্রাকৃতিক ঝর্ণায় পরিনত হয় 😃😃😃।