এবিবি ফান প্রশ্ন- ৬৬৬ |আপনার কাছে ভালোবাসা মানে কি?
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
আপনার কাছে ভালোবাসা মানে কি?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
আমার কাছে তো কারো কাছে ভালো থাকাটাই ভালোবাসা!
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
| আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
|---|





আমার কাছে ভালোবাসা মানে না পাওয়ার গভীর যন্ত্রনা।আর পেলেও বর্তমানে বিশ্বাসের ঘড়িতে ঠক ঠক শব্দের আওয়াজ।😢☺️
একদম যৌক্তিক উত্তর এবং যথেষ্ট সত্য কথা বলেছেন আপনি। ভালো লাগলো আপনার উত্তর পড়ে।
তাই,ধন্যবাদ ভাইয়া☺️☺️.
এটা তো প্রেম! 🤔
☺️☺️.
ভালোবাসা মানে কারো ছোট ছোট তুচ্ছ বিষয়গুলোকেও গুরুত্বপূর্ণ মনে করা, আর তার সুখে নিজের সুখ খুঁজে পাওয়া।
ভালোবাসা মানে হলো সম্মান বিশ্বাস আর অনুভূতির যত্ন যেখানে হৃদয় কথা বলে নিঃশব্দে আর সম্মান থাকে প্রতিটি আচরণে।
ভালোবাসা মানে শুধু অনুভূতি নয়, এটি দায়িত্ব আর সম্মানের এক গভীর বন্ধন। ❤️
যেখানে স্বার্থের নয়, বোঝাপড়া আর বিশ্বাসের মূল্য বেশি।ভালোবাসা তখনই সত্যি, যখন দুজন মানুষ একে অপরের উন্নতিতে আনন্দ পায়।
ভালোবাসা মানে কারও সুখে খুশি হওয়া আর দুঃখে পাশে থাকা।ভালোবাসা মানে আত্মার সঙ্গে আত্মার সংযোগ, যেখানে বোঝাপড়া আর শ্রদ্ধাই প্রধান।ভালোবাসা মানে যখন কেউ দূরে থেকেও আপনার হাসি, কান্না বা স্বপ্নের প্রতিটি মুহূর্ত অনুভব করতে পারে।
ভালোবাসা মানে, এক প্লেটে খাবার ভাগ করে খাওয়া। কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইয়ের শেষ টুকরাটা নিয়ে বিশ্বযুদ্ধ শুরু করা 🤣🤣।
আমার কাছে ভালোবাসা মানে হচ্ছে, একে অপরের ওপর রাগ, অভিমান, ঝগড়া সব কিছু করেও, শেষে আবার বলা, “ঠিক আছে, এবার চা বানাও😀😁।
যে কাজ বা মানুষকে আমি ভাবনা-চিন্তা, লোভ, বাঁধা, স্বার্থ ব্যতিরেকে করতে পারবো বা আপন করে নিতে পারবো, সেটাই ভালোবাসা।