আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ৮৬
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।
এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।
আজকের অনু কবিতা
তুমি হৃদয়ে ভাসা কল্পনা
তুমি আকাশে ভাসা মেঘকনা।
তুমি স্বপ্নে থাকা চঞ্চলতা
তুমি হৃদয়ে জাগ্রত ভালোবাসা।
তুমি কবিতায় ভাসা কল্পকথা
তুমি নীলিমায় হারানোর আকাংখা।
লেখক
লেখক এর অনুভূতি:
ভালোবাসা কবিতা মানেই তার ছবি হৃদয়ে ভাসা, ভালোবাসার অনুভূতি মানেই তাকে নিয়ে রঙিন আকাশে ভাসা।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
তুমি আমার মেঘলা দিনের রামধনু রং,
তুমিই আবার তীব্র গরমের শান্ত বাতাস।
তুমি আমার ভোরের সূর্যোদয়,
তুমিই আবার গোধূলির সূর্যাস্ত।
তুমি আমার অন্ধকারের আলোর দিশা,
তুমিই আবার হলির দিনের রঙ্গিন নেশা।
তুমি আমার ক্লান্ত দিনের চনমনে রোদ,
তুমিই আবার তীব্র রোদের হিমেল পরশ।
তুমি আমার হৃদয়ের রাঙ্গা রংধনু
তোমাকে ছাড়া জীবন হবে ধুধু মরু।
তুমি আমার হৃদয়ের আকাশে ধ্রুবতারা
আমার জীবনের যত জল্পনা-কল্পনা।
তোমাকে নিয়ে আমি আঁকি সারাক্ষণ
আমার হৃদয়ের মাঝে যত আলপনা।
তুমি আমার জীবনের বেঁচে থাকার অঙ্গীকার
তুমি আমার এই জীবনের সমস্ত অলংকার।
তুমি কল্পনার দেব জ্যোতি
তুমি ডুব সাগরের নীল বাতি।
তুমি মনে থাকা এক খন্ড চিঠি
তুমি সুরের ছন্দে ভোরের গীতি।
তুমি কেড়ে নেওয়া স্বপ্নের অপূর্নতা
তুমি মেঘমালার মতো রক্তিম উড়ন্ত ডানা।
তুমি ভালোবাসার আবেগে দোদুল্যমান,আপ্লুত
তুমি ক্ষুধার্ত পাশানের মতো দারুণ উচ্ছ্বাসে অস্থিরত।
তুমি হৃদয়ের কল্পনা
তুমি হৃদয়ের ভাবনা
তোমাকে নিয়ে সারাক্ষণ
করি শুধু ভাবনা।
তুমি তো আকাশ
তুমি আমার মেঘকনা
তুমি আমার স্বপ্ন
তোমাকে নিয়ে যত জপনা।
তুমি মনের শত আশা
তুমি প্রেমের তীব্র নেশা।
তুমি কল্পনার শত রং
তুমি মুখ ভেংচির ঢং।
তুমি নিঃশ্বাসের যেন ভরসা
তুমি স্নিগ্ধতার এক পসলা বর্ষা।
তুমি আকাশে ভাসা সন্ধ্যা তারা
তুমি হৃদয়ের মুগ্ধ প্রজাপতি
পথ হারানো মরুভূমির মাঝে,
তুমি তৃষ্ণা মেটানোর তৃপ্তি ।
তুমি স্বপ্নের মধ্যে বন্ধুত্বের রঙিন গান,
অকাট্য কথার বাজারে এক অদৃশ্য কাব্য।
তুমি ভোরের আলোয় সঙ্গীতের করুণাময় ছায়া,
তুমি নীলিমায় ছুঁয়ে যাওয়া বিকেল,
তুমি মনকে প্রশান্ত করে দেওয়া প্রেমের কাব্য,
হৃদয়ের মরুভূমির মাঝে তুমি সঙ্গীতের সুর।
তোমার কল্পনায় ভাসে হৃদয়
তোমাতে বিভোর মন
তুমিহীন চঞ্চল হৃদয়
তোমায় খুঁজে সারাক্ষণ।
তুমি আমার এই জীবনে
একটুকরো নতুন আশা
তোমায় ভেবে খুঁজে পাই
কবিতার অজস্র ভাষা।
হঠাৎ করে অন্ধকার
এসে হৃদয় করে যায় নিরাশ
তোমার বিরহে হৃদয় মাঝে শুধুই দীর্ঘশ্বাস।
তোমায় হারানোর আশঙ্কায় ভীত এই মন
আগলে রাখতে চাই প্রিয়
তোমায় আমি সারা জীবন।
বিধাতার এক অপরুপ মায়া তুমি,
লাগে তোমায় ভিষন মায়াময়।
মাঝে মাঝে খুজে না পেলে,
থাকে শুধু হারিয়ে পেলার ভয়।
অন্ধকার রাত্রিতে একেলা আমি,
বসে আছি কোন এক অজানা মায়াটানে।
জোনাকির মিটি মিটি আলোর মাঝে,
মন আমার হারিয়ে জায় অনেক গহিনে।
তুমি কি জানো তুমি আমার কাছে কি?
তুমি আমার হৃদয়ে থাকা এক সুপ্ত বাসনা।
এক অপূর্ন ইচ্ছে একটি বারের জন্য
আমার অস্তিত্বকে খুব কাছে থেকে উপলব্ধি করার।
তোমাকে ঠিক ততোটাই ভালোবাসি,
যতোটা ভালোবাসলে নিজেকে ভোলা যায়।
তোমাকে ঠিক ততোটাই চাই,
যতোটা চাইলে পরকালে ও পাওয়া যায়।