এবিবি ফান প্রশ্ন- ৪১০ || নেশা করলে কি সত্যি দুঃখ কষ্ট ভোলা যায়?
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
নেশা করলে কি সত্যি দুঃখ কষ্ট ভোলা যায়?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
আমি তো কখনো নেশা করে দেখিনি, তাই আমার জানা নেই।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
আগে নেশা করে অভিজ্ঞতা অর্জন করতে হবে তারপর বোঝা যাবে দুঃখ কষ্ট ভোলা যায় কিনা।তবে আমার মনে হয়, কিছুটা দুঃখ কষ্ট বিড়ি কিংবা সিগারেটের ধোঁয়ার সঙ্গে বের হয়ে যায়☺️☺️.
শুনেছি নেশার ঘোর থাকা পর্যন্ত দুঃখ কষ্ট একেবারেই থাকে না। বরং তখন নাকি তাদের কাছে মনে হয় পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ এবং তারা আকাশে উড়তেছে। কিন্তু নেশার ঘোর কেটে যাওয়ার পর,তারা নাকি উড়ন্ত অবস্থায় আকাশ থেকে মাটিতে পড়ে যায় 🤣🤣। সেজন্য আবারও নেশা করে এবং আকাশে উড়তে থাকে 😂😂।
আপনি ঠিক বলেছেন ভাই, নেশা কেটে গেল উড়ন্ত অবস্থায় আকাশ থেকে মাটিতে পড়ে যায়😁।
নেশা করলে নর্দমার ধারে পড়ে থাকতে হয়। তখন পাড়ার লোকে ধরে পেটায়। সেই কষ্টে বাকি সব দুঃখ আর মনে থাকে না। 🤣🤣
এর জন্য তো আগে নেশা করে দেখতে হবে, তবেই তো বলতে পারবো😂। যারা প্রতিনিয়ত নেশা করে তাদেরকে জিজ্ঞেস করলেই বুঝতে পারা যাবে এটি আসলে সত্যি কিনা। আর না হলে নিজেকেই এক্সপেরিমেন্ট করতে হবে নিজে নেশা করে🤣🤣।
ভাইয়া আপনার জীবনে তো কোন দুঃখ কষ্ট নেই কেন নেশা করবে? 😁।
প্রচলিত একটি গান যেটা আমরা সবাই শুনেছি সেটা হল “গাঁজার নৌকা পাহাড় বাইয়া যাই” যদি নেশা করার পর মানুষ এমন গান গাইতে পারে তাহলে অবশ্যয় নেশা করার পর তার দুঃখ কষ্ট মন থেকে বাহির হয়ে পাহাড়ে,আকাশে, বাতাসে অবস্থান করিবে। তাই অবশ্যয় নেশা করার পরে দুঃখ কষ্ট ভোলা যাই।
ভাই আপনার যুক্তি অসাধারণ 😧 ।
Thanks Ah-agim Vai.
নেশা করলে দুঃখ কষ্ট ভুলে যাওয়া যায় কিনা জানি না, তবে নিজের ঠিকানা ভুলে যেতে বেশি সময় লাগে না!
নেশা করে দুঃখকে ভোলার জন্য, বউ বা গার্লফ্রেন্ড যে পরিমাণ দুঃখ দিয়ে থাকে,আর প্যারা দিতে থাকে, সেটা ভোলার জন্য নেশা করে ধোয়ার সাথে সেই মুহূর্তটা উড়িয়ে দিয়ে ভুলে থাকতে চায়।
হায়রে কপাল! কি যে বলে এসব? নেশাতে যদি দুঃখ চলে যেত তাহলে তো নেশার জিনিস কে স্বস্তা করে দেওয়া হতো। আর সবাই নেশা করে দুঃখ ভুলে যেত। তবে আমার মতে নেশাত দুঃখ কমাতে না পারলেও দুঃখ কে বাড়িয়ে দিতে পারে।
সত্যি বলতে কখনোই নেশা করা হয়নি তাই কষ্টটা ভোলা যায় কিনা সে সম্পর্কে কোন ধারণা নেই তবে সিনেমায় ভোলা যায় এটা জানি হা হা হা।
নেশা করলে নাকি দুঃখ কস্ট মনে থাকে না। মনের সুখে আকাশে উড়া যায় পাখা ছাড়া। আকাশ থেকে নিচের দিকে তাকাতে তো বেশ আনন্দ হয়। কিন্তু নেশা কেটে গেলেই ধপাস করে মাটিতে পড়ে বুঝতে পারে নেশায় কাস্ট কাটে না,বরং বেড়ে যায়।