১৮ নভেম্বর।।২০ নভেম্বর ২০২৩
হ্যালো বন্ধুরা,
কেমন আছেন?আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন।সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার পোস্ট লেখা শুরু করছি।১৮ নভেম্বর আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন হয়ে রইলো।নতুন জীবনের পথ চলা শুরু।ভালোবাসার মানুষ যখন অর্ধাঙ্গিনী হয়ে আসে তার থেকে সৌভাগ্যের আর কিছু নেই।আর স্বাগতা যেমন মেয়ে সেটা আমাদের পরিবারে আগের দুটো বউয়ের মতোই লক্ষ্মী।
নতুন মানুষ নতুন জীবন একদম নতুন পরিবেশ।জানি একটা মেয়ের পক্ষে ভীষণ কষ্টকর সব কিছু ছেড়ে নতুন করে সবাইকে আপন করে চলা।কিন্তু মেয়েরা মহামায়া সব পারে।আর এতো অবিশ্বাস্য ভাবে এতো সুন্দর ভাবে পারে যে অবাক হওয়া ছাড়া আর কিছুই করার নেই।আশা রাখছি স্বাগতা সবাইকে নিয়ে খুব ভালো থাকবে। আমার বিশ্বাস ও পারবে।কারণ ও এমন একটি পরিবার চেয়েছিল।
নতুন পরিবেশে মানিয়ে নিতে একটু সময় লাগে।সেটা ওকে অবশ্যই দিতে হবে।এই সময়টা খুব কঠিন।এই কঠিন সময়ে আমি ওকে স্বামী হিসেবে একজন বন্ধু হিসেবে পাশে রইলো।আমার পরিবার ওকে ঘিরে রাখবে।আমার দুই বৌদি ওকে নিজের ছোট বোনের মতোই আগলে রাখবে আমি সে বিষয়ে সুনিশ্চিত।এখন থেকে আমৃত্যু আমি স্বাগতার সাথেই থাকবো।ওর সব কিছুতেই আমাকে পাবে।আমরা দুজন অনেক চড়াই উৎরাই পেরিয়ে আজকের এই মহেন্দ্র ক্ষণে পৌঁছেছি।তোমাকে সিঁদুর পরিয়ে আমার করে নিলাম।তুমি তো এটাই চেয়েছিলে সব সময়।অনেকে তোমাকে ভুল বুঝতে পারে কিন্তু আমি জানি তোমার মত করে মানুষ কে ভালোবাসার ক্ষমতা খুব কম লোকেরই আছে।তুমি সেরার সেরা আমার কাছে।আর সারাজীবন সেটাই থাকবে।তোমার কোনো বিকল্প নেই।
VOTE @bangla.witness as witness
OR
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Take it out and let it go.
Creativity and Hard working. Discord
দাদা, দিদি আপনাদের নতুন জীবন খুব সুন্দর হয়ে উঠুক এটাই কামনা করি।অনেক শুভেচ্ছা দুজনের জন্য।এটা ঠিক বলেছেন যে ,নতুন পরিবেশে মানিয়ে নেওয়া কষ্টকর যে কারো পক্ষেই।তবে দাদা বৌদি সবাই যেহেতু আছেন দিদির কোনো কষ্টই হবেনা।ভালোবাসার মানুষকে নিজের করে পেয়েছেন এটা সত্যি খুব আনন্দের বিষয়।ভালো লেগেছে পোস্টটি।দুজনকেই খুব সুন্দর লাগছে।ধন্যবাদ ভাইয়া দাদা সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।
This post has been upvoted by @italygame witness curation trail
If you like our work and want to support us, please consider to approve our witness
Come and visit Italy Community
কথাগুলো দারুন লাগলো, প্রতিটা স্বামী যদি এরকম তার স্ত্রীর প্রতি খেয়াল রাখত তাহলে হয়তো এই পৃথিবীতে বিচ্ছেদ নামের শব্দটা বিলীন হয়ে যেত। আপনাদের দুজনের জন্যই অনেক অনেক শুভকামনা রইল দাদা।
সত্যিই এই পূর্ণতা অফুরন্ত আনন্দের । দুজনকে এক ফ্রেমে কতই না সুন্দর লাগছে!!
চিরকাল এভাবেই দুজন দুজনের সুখের সাথী দুঃখের সাথী হয়ে থাকবেন। অনেক অনেক ভালোবাসা প্রিয় ভাই আর দিদির জন্য। 💞💝
wow nice https://steemit.com/@catholicinfo
দাদা ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনাদের বৈবাহিক জীবন অনেক সুন্দর হোক। আপনি সত্যি বলেছেন দাদা নারীরা হলো মহামায়া। যতো কষ্টই হোক না কেন সবকিছু মানিয়ে নিতে পারে। অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
দাদা আপনাদের দুজনের জন্য অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। দুজনকে মাশাল্লাহ অনেক সুন্দর লাগছে।নতুন একজন পরিবারে এলে তখন সবার সহযোগিতার দরকার হয়।আপনার পরিবারের সবাই ভীষণ ভালো। দিদির কোন সমস্যাই হবে না মানিয়ে নিতে।আশাকরি দুজনের বন্ধন আজীবন অটুট থাকবে।শুভকামনা রইলো দাদা।🥰🥰
প্রথমের দাদা আপনাদের জন্য শুভেচ্ছা ও ভালোবাসা রইল। এই বন্ধন যেন আমৃত্যু পর্যন্ত যেন রয়ে যায় এবং প্রতিটা পথ যেন একে অপরের ভালোবাসায় পরিপূর্ণ হয়ে যায়। আসলে এটি খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। আর এখান থেকে যেন নতুন ভাবে জীবন শুরু। দুয়া ও ভালোবাসা রইলো দাদা আপনাদের জন্য।
প্রিয় দাদা নতুন জীবনে পদার্পণ করার জন্য আপনার প্রতি রইল অফুরন্ত দোয়া ও শুভকামনা। আমি আশা করি আপনার দাম্পত্য জীবন অত্যন্ত মধুর এবং সমৃদ্ধময় হবে। পরিবার পরিজন নিয়ে সুখে থাকবেন এবং দীর্ঘজীবী হবেন এমনটাই আমি প্রত্যাশা করি।
একদম ঠিক বলেছেন দাদা বউ হয়ে নতুন পরিবারে আসলে মেয়েদের এডজাস্ট করতে অনেকটা কষ্টকর হয়। কিন্তু এক্ষেত্রে স্বাগতা দিদির একটা সুবিধা আছে যে আপনাদের পরিবার আগে থেকেই তার চেনা জানা। তাছাড়া সব সময় আপনিতো সাথে আছেনই বন্ধু হয়ে। আপনার মত একজন বন্ধুকে হাসবেন্ড হিসেবে পাওয়া অনেক সৌভাগ্যের বিষয়। শুভকামনা রইল দাদা আপনাদের নতুন জীবনের জন্য।