আমার বাংলা ব্লগ- সাপ্তাহিক হ্যাংআউট রিপোর্ট-১৬৯ || ABB Weekly Hangout Report-169

in আমার বাংলা ব্লগ24 days ago

Hangout Format 169.png

ভূমিকাঃ

“আমার বাংলা ব্লগ”- এখন শুধু একটি কমিউনিটির নাম না বরং সকলের নিকট জনপ্রিয় মাধ্যম, নিজের ভাষায় আবেগ, অনুভূতি ও ভালোবাসা প্রকাশের। দিন দিন যার জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে এবং শীর্ষে উঠে আসছে র‌্যাংকিং এ। আসলে আমার বাংলা ব্লগ এর যাত্রা শুরু হয় মাতৃভাষায় মনের ভাব প্রকাশে স্টিম ব্লকচেইন এ সুযোগ সৃষ্টি করার লক্ষ্য নিয়ে। পুরো পৃথিবীতে ছড়িয়ে থাকা বাংলা ভাষাভাষী কমিউনিটিকে এক প্লাটফর্মে নিয়ে আসা এবং পারস্পরিক সম্পর্ক সৃষ্টির মাধ্যমে ভাষার প্রতি ভালাবাসা সৃষ্টি করা এবং নিজেদের বন্ধনকে আরো মজবুত করা। আমাদের বিশ্বাস আমরা খুব দ্রুততম সময়ের মাঝে আমাদের লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবো। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে এখন পর্যন্ত ৮৩৭৪ জন সদস্য হয়েছেন এবং বর্তমান এ্যাকটিভ পোষ্টের সংখ্যা ১৮০। এই সপ্তাহে হ্যাংআউটে উপস্থিতির সংখ্যা ছিলো ৬৪জন।

হ্যাংআউট-১৬৯

আমার বাংলা ব্লগের এ্যাডমিন @shuvo35 ভাই সময়ের পূর্বে চলে আসেন এবং শীতের অনুভূতি ও কুয়াশার শীতল পরিবেশের কথা শেয়ার করেন। পরিবেশ ও প্রকৃতি নিয়ে নিজের অনুভূতি শেয়ার করেন এবং অন্যদের অনুভূতিও শুনতে চান। তারপর বিটমার্ট এ আজকে পুশ লিষ্টিং হয়েছে, তাই সকলের অনুভূতি জানতে চান, কে কি পরিমান পুশ সেল দিয়েছেন সেটা জানার আগ্রহ প্রকাশ করেন। তারপর সকলের উদ্দেশ্যে বলেন বেশী বেশী পুশ হোল্ড করার জন্য কারন সামনে আরো নতুন ফিচার আসছে পুশকে কেন্দ্র করে। তারপর সবাইকে নিয়ে সুন্দর কিছু সময় উপভোগ করার প্রত্যাশা ব্যক্ত করেন। সবাইকে অনুরোধ করেন তাকে কাংখিতভাবে সহযোগিতা করার জন্য এবং হ্যাংআউট এর মূল পর্ব শুরু করেন।

এরপর কথা বলি আমি @hafizullah, যথারীতি সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার বাংলা ব্লগের ১৬৯তম সাপ্তাহিক হ্যাংআউটে, আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। শুরুতে গেষ্ট ব্লগারদের নিয়ে বলছি, এই মুহুর্তে কমিউনিটিতে ২৩জন গেষ্ট ব্লগার আছে তাদের মাঝে ১৫জন ইনএ্যাকটিভ, ২জন ইরেগুলার এবং ৬জন রেগুলার। গেষ্ট ব্লগারদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, টানা ত্রিশ দিনের মাঝে কোন পোষ্ট না থাকলে ইনএ্যাকটিভ তালিকায় চয়ে যাবেন। এছাড়া কাংখিতভাবে কাজ করার চেষ্টা করছেন তাদের যথাযথভাবে সাপোর্ট দেয়ার চেষ্টা করা হচ্ছে।

যে সকল এ্যাকটিভ ইউজার এই সপ্তাহে আমার অধীনে ছিলেন তাদের মাঝে ৪ জনের এ্যাকটিভিটিস ছিলো বেশ খারাপ, তাদের উদ্দেশ্য ছিলো শুধুমাত্র এ্যাকটিভ তালিকায় থাকা। বাকি যারা ছিলেন তাদের সকলেরই ডিসকর্ড এনগেজমেন্ট বেশ ভালো ছিলো কিন্তু কমিউনিটির এনগেজমেন্ট আবার ভালো ছিলো না। তবুও যোগ্যদের সুপার এ্যাকটিভ তালিকায় সুযোগ দেয়ার চেষ্টা করেছি। আর একটা কথা,য দিও এটা নিয়ে ইতিপূর্বে বহুবার বলেছি আমরা, কমেন্ট এর সাথে সাথে মিনিমায় % এর একটা ভোট দেয়ার অনুরোধ করছি সবাইকে। অনেকেই কমেন্ট করছেন কিন্তু ভোট দিতে চাচ্ছেন না, এটা আমাদের জন্য সত্যি অনাকাংখিত একটা বিষয়। এটা দেখতেও অনেক খারাপ লাগে, একজন ভেরিফাইড ইউজারের পোষ্টে ১০-১২ টা কমেন্ট আছে কিন্তু একটাও ভোট নেই। ধন্যবাদ সবাইকে।

এরপর কথা বলেন আমার বাংলা ব্লগের এক্সিকিউটিভ এ্যাডমিন @winkles ভাই, এই সপ্তাহে যারা এ্যাকটিভ তালিকায় ছিলেন, তাদের এ্যাকটিভিটিস মোটামুটি ভালো আছে। এছাড়া কমিউনিটির এ্যাডমিন @swagata দিদির আন্ডারে যারা ছিলেন তাদের ডিসকর্ড এবং কমিউনিটির এনগেজমেন্ট খুবই খারাপ ছিলো। @rongginসহ আরো কয়েকজন ইউজার আছে তাদের এ্যাকটিভিটিস বাড়াতে বলেন। এই সপ্তাহে কিছুটা কনসিডারেশনে নিয়ে সুপার এ্যাকটিভ তালিকায় সুযোগ দিয়েছেন, পরবর্তীতে সেটা কনসিডার নাও করতে পারেন। সুতরাং এই বিষয়ে আরো যত্নশীল হওয়ার পরামর্শ দেন। আর নতুন করে কিছু বলার নেই, ধন্যবাদ।

Untitled-7-00.png

এরপর কথা বলেন কমিউনিটির অ্যাডমিন (রেগুলেটরি কমপ্লায়েন্স) @rex-sumon সুমন ভাই, স্টিম এর প্রাইস কম, এসবিডিও নেই তাই অধিকাংশ ইউজারদের কোয়ালিটি বেশ ড্রপ করেছে, সবাইকে কোয়ালিটি ধরে রাখার পরামর্শ দেন। তারপর সকলের উদ্দেশ্যে বলেন এখান হতে যা আর্ন হয় প্রতি সপ্তাহে তা হতে অল্প কিছু সরিয়ে রেখে পুশ কিনতে পারেন, পরবর্তীতে সেগুলোর স্টেকিং এর মাধ্যমেও সাপোর্ট এর একটা সুন্দর ব্যবস্থা করা যেতে পারে, বাড়তি আয়ের সুযোগ হতে পারে। এই ধরনের সুযোগ তৈরী করতে চাইলে নিয়মিত কিছু কিছু পুশ কিনে রাখতে পারেন। যদিও পুশে বিনিয়োগ করার জন্য উৎসাহ দেয়া হচ্ছে না। শুধুমাত্র একটা সুযোগের পথ দেখানোর চেষ্টা করলাম।

দাদা গত সপ্তাহে বলেছিলেন এই বিষয়ে সেটা নিয়ে তিনিও কথা বলেন, ইতিমধ্যে এই ধরনের কয়েকটি কেস দেখেছেন তিনি, বিশেষত ক্রিপ্টেচা মাকের্টটা সব সময়ই এমনটা হয়ে থাকে, আপনারা হয়তো আপনাদের পরিচিত কাউকে উৎসাহ দিয়েছিলেন এখানে বিনিয়োগ করার জন্য। আমরা কিন্তু শুরু হতেই এই ব্যাপারে আপনাদের নিরুৎসাহিত করে আসছি। এখন যেহেতু প্রাইস অনেক কম তাই তারা কিছুটা হতাশাজনক কথা শুনছেন। সে বিষয়ে সুমন ভাই কথা বলেন এবং সবাইকে সতর্ক করেন, লস বেয়ার করতে না পারলে আমরা নিরুৎসাহিত করি সব সময়। ইনকামের কিছু অংশ বিনিয়োগ করা যেতে পারে। তারপর বলেন পাওয়ার প্রতিযোগিতার ফলাফল একটু পরেই প্রকাশ করা হবে। কারো কোন সমস্যা থাকলে তাকে জানাতে অনুরোধ করেন।

তারপর কমিউনিটির এ্যাডমিন (উইটনেস এবং ডেভ টীম) @moh.arif আরিফ ভাই কথা বলেন, গুরুত্বপুর্ণ কিছু কথা বলবেন বলে সবার দৃষ্টি আকর্ষণ করেন। তারপর একটা পোষ্ট লিংক শেয়ার করেন, সবাইকে সেটা দেখার অনুরোধ করেন। স্টিমিট হতে ট্রন ভাগ হয়ে গেছে। আগে সহজেই যে এড্রেসগুলো চেক করতে পারতাম সেটা এখন আর করতে পারছি না। তাই আমরা নিজেরাই একটা ডাটাবেজ প্রস্তুত করার চেষ্টা করছি। গত সপ্তাহে বলার পরও অনেকেই এটা এখনো করেন নাই, সেটা মানা যায় না। যদিও অনেকেই ভুল করেছেন কিন্তু তবুও তারা চেষ্টা করেছেন। তাই সবাইকে সতর্ক করে বলেন, এখানে লিংকআপ না করলে আপনাদের পোষ্ট আর কিউরেশনে যাবে না।

কমিউনিটির এ্যাডমিন (সোশ্যাল মিডিয়া এবং মার্কেটিং) @shuvo35 শুভ ভাই কথা বলেন এরপর, গত কয়েক সপ্তাহের থেকে এ সপ্তাহে সকলের টুইটার এক্টিভিটিস বেশ ভালো ছিল , সক্রিয় সদস্য সংখ্যা আগের থেকে অনেকটাই বেড়েছে। তাছাড়া পোস্ট প্রমোশন অনেকটাই বৃদ্ধি পেয়েছে। সব মিলিয়ে বলতে গেলে সকলের কার্যক্রম ছিল যথেষ্ট। এছাড়া পুস মার্কেট এখনো কিছুটা ডাউনে আছে, যারা আগ্রহী আছেন, তারা চাইলে নিজেদের সংগ্রহে আরো কিছু পুস কয়েন রাখতে পারেন। কেননা এই কয়েন ঘিরে সামনে আরো উদ্যোগ আসতে যাচ্ছে। ধন্যবাদ সবাইকে।

এরপর কমিউনিটির মডারেটরগণ কথা বলেন, শুরুতে মডারেটর @alsarzilsiam ভাই বলেন, প্রথমে লেবেল তিন সম্পর্কে কিছু কথা বলতে চাই। এই সপ্তাহে লেভেল তিনের ক্লাস নেওয়া হয়েছিল এবং ভাইভা পরীক্ষাও ইতিমধ্যে নেওয়া হয়েছে। তিনজন ভাইভা পরীক্ষায় পাস করেছেন তারা লিখিত পরীক্ষা দিলেই লেভেল ৪ এ উত্তীর্ণ হয়ে যাবে। লেভেল ৪ কিছু ইউজার রয়েছে তাদের একসাথে ক্লাস নিয়ে নেওয়া হবে। ক্লাসের সময় এবং তারিখ এনাউন্সমেন্ট এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

কমেন্ট মনিটরের নিয়ে কিছু কথা বলতে চাই, এ সপ্তাহে আমার লিস্টে যারা ছিলেন তারা মোটামুটি অনেকটা ভালোই কাজ করেছেন। তবে বেশ কিছু জায়গায় বেশ কিছু ভুল দেখতে পেয়েছি। এছাড়াও কিছু কিছু ইউজারের কমেন্টের তুলনায় রিপ্লাই এর সংখ্যা অনেক বেশি ছিল। সেই বিষয়গুলো রিপোর্টে উল্লেখ করা রয়েছে। আপনারা সবাই রিপোর্টটি ভালোভাবে দেখবেন এবং আপনাদের সমস্যা গুলো সমাধান করার চেষ্টা করবেন।

আপনারা ইতিমধ্যে জেনেছেন আজ বিটমার্টে $PUSS লিস্টিং হল। সেই বিষয়ে আপনারা সবাই নিজ নিজ জায়গা থেকে প্রচার প্রচারণা চালিয়ে যাওয়ার চেষ্টা করবেন। চেষ্টা করবেন প্রতিনিয়ত আপনাদের কাছ থেকে যেন প্রমোশনের বিষয়টা অনেক ভালোভাবেই এগিয়ে যায়। দেখুন সবার কাছেই কিন্তু $PUSS রয়েছে, $PUSS এর দাম যদি বৃদ্ধি পায় সে ক্ষেত্রে আমরা সকলেই লাভবান হবো। নিজের কথা চিন্তা করে হলেও প্রমোশনের দিকগুলো একটু সামলে নেওয়ার চেষ্টা করবেন, ধন্যবাদ।

Untitled-7-0011.png

তারপর কথা বলেন আমার বাংলা ব্লগের এ্যাডমিন @nusuranur আপু, @parul19 আপনার ছবির কোয়ালিটি অনেক বাড়াতে হবে।গতকাল একটা পোস্ট নমিনেশন দিতে পারিনি শুধুমাত্র ছবির কোয়ালিটি খুবই লো ছিলো তাই। @fasoniya আপনার কমেন্ট এংগেজমেন্ট খুবই কম ছিলো যা টায়ারে দেওয়ার মতোন নয়। তাও আমি দিয়েছি একেবারেই ইউজার নেই তাই। কিন্তু একটিভিটিস বৃদ্ধি করার চেষ্টা করবেন। আর ডিস্কোর্ড একটিভিটিস ও কম অনেক। আর @mohammad786 আপনার ও ডিস্কোর্ড এনগেজমেন্ট খুব কম ছিলো।

তা ছাড়া প্রায় ৫০% ইউজার এর একটিভিটিস ছিলো জিরো। যাই হোক, সেটা নিয়ে তেমন কিছু বলার নেই। আশা করি সকলের একটিভিটিস বৃদ্ধি করবেন। আর PUSS বার্ন কনটেস্ট সম্পর্কে তিনি বিস্তারিত বলেছেন। কনটেস্ট সম্পর্কে বিস্তারিত তথ্য আপনারা এই পোস্ট এ পেয়ে যাবেন - https://steemit.com/hive-165987/@puss.coin/daily-puss-burn-contest-burn-to-earn-strengthen-the-puss-ecosystem আর আপুদের কোনো সমস্যা হলে আমার সাথে নির্দ্ধিধায় যোগাযোগ করতে পারেন,যথাসম্ভব সাহায্য করার চেষ্টা করবো।

এরপর কথা বলেন কমিউনিটির মডারেটর @kingporos ভাই, নমস্কার সবাইকে। শুরুতেই টেম্পোরারি ইনএকটিভ লিস্ট নিয়ে কিছু কথা বলে নেবো। যারা বর্তমানে টেম্পোরারি ইন্যাকটিভ লিস্টে রয়েছেন তারা প্রতিনিয়ত পোস্ট করছেন ঠিকই তবে তাদের কমিউনিটি এক্টিভিটিস অত্যন্ত কম। যদি তারা সে বিষয়টার দিকে একটু নজর দিয়ে, কমিউনিটি অ্যাক্টিভিটিস কিছুটা বাড়ান তাহলে খুব সহজেই একটিভ লিস্টে চলে যেতে পারবেন।

লেভেল ২ এ যারা রয়েছেন তাদের দুজন প্রতিনিয়ত করছেন এবং দুজন মাঝে মধ্যে। যেটুকু করছেন সেটাই অত্যন্ত পজেটিভ। আসলে আপনারা যত বেশি পোস্ট করবেন আপনাদের পোস্টের কোয়ালিটি ততই ভালো হবে। চালিয়ে যান। সম্প্রতি লেভেল ওয়ান এর লিখিত পরীক্ষা দিয়েছেন দুজন। তাদের খুব তাড়াতাড়ি লেভেল ওয়ানের ভাইবা নিয়ে নাও হবে। আপনারা ভাইবা দেওয়ার পূর্বে ভালোভাবে সমস্ত লেকচার শিট গুলো পড়ে আসবেন। এবং ভাইভা দেওয়ার সময় ভালো ইন্টারনেট কানেকশনের মধ্যে থাকবেন।

এরপর শুভ ভাই ফিরে আসেন, তারপর কমিউনিটির মডারেটর @tangera তানজিরা ম্যাডামের কথা লিখে প্রকাশ করতে অনুরোধ করলে তিনি বলেন। আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আজকে তেমন কিছুই বলার নেই, মোটামুটি সব কিছুই ঠিক রয়েছে। তবে কমেন্টস এর ক্ষেত্রে দেখলাম এ সপ্তাহে অনেকেরই কমেন্টস এর সংখ্যা তুলনামূলকভাবে অনেক কম, এ ছাড়া ছোটখাটো ভুল ও ভয়েস টাইপিং এর ফলেও অনেকেরই ভুল রয়েছে। এছাড়া অনেকেরই দেখলাম রেসিপি, আর্ট ও ফটোগ্রাফি জাতীয় পোস্টে কমেন্টস এর সংখ্যা বেশি, কিন্তু বিভিন্ন ধরনের রাইটিং গুলোতে কমেন্টস খুবই কম, আবার কারও কোন কমেন্টস নেই বললেই চলে। এটিই ছিল বলার অনেক ধন্যবাদ সকলকে।

এরপর শুভ ভাই ফিরে আসেন এবং প্রমোশন নিয়ে কথা বলার শুরুতে নিজেদের ট্রন এড্রেস লিংকআপ করতে অনুরোধ করেন এবং বিষয়টি পুনরায় উপস্থাপন করেন। তারপর নতুন কনটেস্ট পুশ বার্ন করার বিষয়টিও উপস্থাপন করেন। সঠিক রোডম্যাপ অনুযায়ী আগাতে পারলে অনেক ভালো কিছু আশা করা যাবে। মার্কেট বাড়বে-কমবে এটাই স্বাভাবিক। তবুও যা কিছু করবেন নিজের চিন্তা ভাবনায় বিবেচনা করে করবেন, সেটা অনুরোধ করেন। তারপর গেষ্ট ব্লগারদের নিয়ে কথা বলেন নিজের অনুভূতি প্রকাশ করেন। তারপর গেষ্ট ব্লগার এবং নতুনদের উদ্দেশ্যে বলেন, যথা নিয়মে তিনটি কাজ যথাযথভাবে করতে হবে, আমার বাংলা ব্লগ সাবসক্রাইব করতে হবে, বাংলা ইউটনেসকে ভোট দিতে হবে এবং আরএমইকে প্রক্সি সেট করতে হবে। মিনিয়াম ৫ হাজার পুশ কিনে হোল্ড করতে হবে। তারপর এবিবি স্কুল নিয়ে কথা বলেন, যারাই স্কুলে আছেন সবাইকে এবিবি স্কুলকে ৫% বেনিফিশিয়ারি দিতে হবে এবং বাধ্যতামূলকভাবে সাইফক্সকে ১০% বেনিফিশিয়ারি দিতে হবে ।

এরপর ডেলিগেশন সার্ভিস নিয়ে কথা বলেন, হিরোইজম নিয়ে কথা বলেন শুরুতে, কারা কারা এখান হতে সুবিধা পাচ্ছেন সেটা জানতে চান? এবিবি কিউরেশন নিয়ে কথা বলেন তারপর, নিশ্চিত সাপোর্ট পেতে চাইলে এবিবি কিউরেশন এ ডেলিগেশন করতে বলেন। নিয়মিত ডেলিগেশন বৃদ্ধি করার পরামর্শ দেন সবাইকে। তারপর এবিবি ফিচার্ড পোষ্ট নিয়ে কথা বলেন, মূলত আপনাদের পোষ্টগুলোকে হাইলাইট করার চেষ্টা করা হচ্ছে। এরপর এবিবি ফান নিয়ে বলেন, ফান করে আর্ন করুন, এই কাজটি সবাই করার চেষ্টা করছেন বলে আশা প্রকাশ করেন। নতুনদের জন্য একটা বাড়তি সুবিধা আছে, কারো আরসি স্বল্পতার সমস্যা থাকলে আমাদের মডারেটরদের সাথে যোগাযোগ করে ডেলিগেশন সুবিধা নিতে পারবেন।

Untitled-7-001122.png

তারপর এবিবি চ্যারিটি নিয়ে বলেন, প্রতি বুধবার সবাইকে রিমাইন্ডার দেয়া হয়, ডোনেশন অথবা বেনিফিশিয়ারী দিতে পারেন আপনারা। তারপর এবিবি ফান অল চ্যানেল নিয়ে কথা বলেন সবাইকে সেখানে কাংখিত প্রশ্ন কিংবা অনু কবিতা জমা দেয়ার কথা বলেন। তারপর শুভ ভাই এবিবি স্টেজ শো নিয়ে কথা বলেন, খুব সুন্দরভাবে শো’টি চলছে, আমাদের প্রতিনিধি আপনাদের সাথে যোগাযোগ করবেন । যারা অতিথি হিসেবে থাকবেন তাদের জন্য সম্মানীর ব্যবস্থা থাকবে। এরপর সাইফক্স সপ্তাহ নিয়ে কথা বলেন। সবশেষে চলমান বার্ন কনটেস্ট নিয়ে কথা বলেন এবং সবাইকে যথা নিয়মে অংশগ্রহণ করার আহবান জানান।

এরপর কথা বলেন আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা @rme দাদা, শুরুতেই শুভ ভাই দাদার সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং বাড়ির সবাই কেমন আছেন সেটা জানতে চান। তারপর দাদা এই সপ্তাহের বেষ্ট ব্লগার অব দ্যা উইক এর নামগুলো ঘোষণা করেন। তারা হলেন, @monira999, @tasonya এবং @mohinahmed । এছাড়াও এই সপ্তাহের ফাউন্ডার'স চয়েস বিজয়ী হলেন @bijoy1 । এক্স (টুইটার) অব দ্যা উইক হলেন @neelamsamanta। এরপর দাদা বলেন শারদীয়া কনটেস্ট ১৪৩১ হোল্ড রাখতে চাচ্ছেন। এই কনটেস্ট সম্পর্কে একটু মিশ্র প্রতিক্রিয়া রয়েছে দাদার, কেউ খুব ভালো পোষ্ট করেছেন, কেউ খুব ভালো লিখেছেন, কেউ ভালো ফটোগ্রাফি করেছেন কিন্তু কেউ পুরোপুরি নিয়ম মানেন নি। কনটেস্ট এর নিয়ম শতভাগ কেউ মানেন নি। তবে হাতেগুনা যে কয়জন অংশগ্রহণ করেছেন সবারই কোয়ালিটি এক্সিলেন্ট। তাদের কয়েকজনের নাম বলেন দাদা, এরা প্রত্যেকেই কোয়ালিটিফুল কনটেন্ট রাইটার। প্রাইজটা যেহেতু মাত্র তিনজনের ছিলো, সেক্ষেত্রে কিছু পরিবর্তন আনতে পারি।

প্রাইজপুল কিছুটা বাড়াতে পারি কারন আমি কাকে ছেড়ে কাকে মনোনীত করবো এটা একটা সমস্যা দেখা দিয়েছে। সমস্যা হলো যে কয়জন পার্টিসিপেট করেছেন পুরোপুরি নিয়ম কেউ মানেন নি। একটু হলেও কেউ অনিয়ম করেছেন। প্রতিযোগিতা আসলে খুবই হাড্ডাহাড্ডি হয়েছে, তাই কাকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় করবো সেটা ডিটারমাইন্ড করতে পারছি না। তাই এক সপ্তাহ সময় নেন দাদা, পরবর্তী হ্যাংআউটে ফলাফল ঘোষনা করবেন। এরপর দাদা $PUSS Burn নিয়ে কথা বলেন। তারপর বলেন এখানে দুটো ভিডিও লিংক শেয়ার করা হবে আজকে, সকলের বুঝার জন্য। তার আগে বলেন Burn জিনিষটা কি? বার্নিংটা হলো ট্রন এর এমন একটা ওয়ালেটে কিছু পুশ পাঠানো হলো যে পুশ বার্ন হয়ে যাবে মানে সার্কুলেশন হতে রিমুভ হয়ে যাবে। ঐ পুশ আর কেউ ব্যবহার করতে পারবে না। এখন আমি যে ওয়ালেট এড্রেসটা দিয়েছি, সেটা আমি খুলেছি এবং এর প্রাইভেট কি আমার কাছে আছে।

এখন প্রাইভেট কি যেহেতু আমার কাছে আছে হতে পারে সবাই এখানে কয়েক কোটি পুশ পাঠালেন কিন্তু পরবর্তীতে আমি সেটা সেল করে দিলাম। সেটা যেন না হয়, সেই জন্য আমি খুবই বিচক্ষণতার সাথে এই ওয়ালেটটা ক্রিয়েট করেছি। ট্রন এমন একটা সিস্টেম যেখানে কোন বার্নিং ওয়ালেট ক্রিয়েট করা অসম্ভব। সেটা আবার বিটকয়েন সিস্টেমে সম্ভব। কিন্তু ট্রন কি হলো এক্টিভিটেড করা যায়, ট্রন কিতে মাস্ট একটা প্রাইভেট কি তার সাথে বেয়ারে না থাকলে কোন এড্রেস ভেলিড হবে না। সেই এড্রেসে কেউ পুশ পাঠাতে পারবে না, টিআরএক্স পাঠাতে পারবে না, ইনভেলিড এড্রেস হয়ে যাবে। আর কোন ইনভেলিড এড্রেস এ কোন টিআরসি-২০ টোকেন পাঠানো যায় না। অর্থাৎ ট্রন ইকো সিস্টেম এ একটা এড্রেসে মাস্ট একটা প্রাইভেট কি লাগবে। এখন আমার কাছে প্রাইভেট কি থাকলে যে কোন সময় আমি সেটা উঠিয়ে নিতে পারি অথবা যে কোন হ্যাকার সেটা হ্যাক করেও সরিয়ে নিতে পারে।

আর এটা রোধ করার জন্য আমি দুটো সিস্টেম এপ্লাই করেছি। এক হলো ট্রন একটা এড্রেসকে তারা ঘোষণা করে ব্ল্যাকহোল এড্রেস হিসেবে তৈরি করেছে, ট্রন মানে ট্রন ফাউন্ডেশন। সেই এড্রেসে যদি কেউ কিছু পাঠায় তাহলে সেটাকে বার্ন হিসেবে ধরা হবে। সেটাতে প্রায় পাঁচকোটি ডলারের মতো ভিবিন্নি টোকেন আছে। কিন্তু এখানেও একটা সমস্যা আছে সেটা হলো থার্ড পাটিতে রিলায় করা। কিন্তু আমি চাচ্ছিলাম একদম পুশের নিজস্ব একটা বার্ন ওয়ালেট থাকবে। সেজন্য আমি কি করেছি, সেটা ভিডিও তে দেখতে পাবেন। এখন আগে মুখে বলছি, একটা নরমাল এড্রেস খুলেছি যার প্রাইভেট কি ছিলো আমার কাছে। প্রাইভেট কি দিয়ে শুরুতে আমি টিআরটি-২০ টোকেন ট্রান্সফারের পারমিশনটা রিমুভ করে দিয়েছি। অর্থাৎ এই এড্রেস হতে কোন টিআরটি-২০ টোকেন ট্রান্সফার করা যাবে না। এইবার কথা হলো যেহেতু আমার কাছে প্রাইভেট কি আছে, সেহেতু চাইলে আবারও তো পারমিশন সেটিংস পরিবর্তন করতে পারবো।

এটার সমস্যা সমাধানে আমি আবার করলাম কি, আমি টিআরটি-২০ টোকেন ট্রান্সফার পারমিশন সেটিংস অমিট করে দিয়ে আমি সরাসরি ওনার এড্রেসটাই পরিবর্তন করে দিলাম। এই ওয়ালেটের ওনার এড্রেস আমি সেট করলাম ট্রন ফাউন্ডেশনের ব্ল্যাকহোল এড্রেস। ট্রন ফাউন্ডেশনের ব্ল্যাকহোল এড্রেস এর কোন প্রাইভেট কি নেই। এটা তারা ঘোষনা করেই বলেছে যে তারা এর প্রাইভেট কি ধ্বংস করে ফেলেছে। যেহেতু আমাদের পুশের বার্ন এড্রেসের ওনার এড্রেসটা ট্রন ফাউন্ডেশনের ব্ল্যাকহোল এর এড্রেসটা ওনার হয়ে গেছে। কোন অবস্থাতেই, ইভেন হাজার চেষ্টা করেও এই ওয়ালেটের পারমিশন আর সেট করতে পারবে না। অর্থাৎ পারমিশন সেটিংস ফরএবার ডিসএবল হয়ে গেলো। কারন পারমিশন চেঞ্জ করতে গেলে ট্রন ফাউন্ডেমনের ব্ল্যাকহোল এর প্রাইভেট কি লাগবে, যেটা নেই।

Untitled-7-00112233.png

সেই কারণে আমাদের এই এড্রেসটা একটা ব্ল্যাকহোল এড্রেস এ পরিনত হলো। এরপর দাদা সেই দুটো ভিডিও দেখার অনুরোধ করেন সবাইকে। তারপর দাদা সেটা দেখানোর চেষ্টা করেন প্রাইভেট কি থাকা সত্বেও দাদা কোন পুশ ট্রান্সফার করতে পারছেন না। এরপর দ্বিতীয় ভিডিওর মাধ্যমে দেখান দাদা প্রাইভেট কি থাকা সত্বেও পারমিশন সেটিংস করতে পারছেন না। এটা ছিলো দাদার জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ। এরপর দাদা দ্বিতীয় ভিডিওটির ব্যাখ্যা করেন। পারমিশন ট্রন আছে কিন্তু টিআরটি-২০ টোকেন করতে দেয়া হবে না। এরপর দাদা ট্রন এর পারমিশন কেন রেখেছেন সেটা ব্যাখ্যা করেন। যদি কেউ ভুলে পুশ এর জায়গায় ট্রন পাঠিয়ে দেন, তাহলে সেটা আবার ফেরত দিতে পারবেন, এই জন্যই দাদা টিআরএক্স এর পারমিশন অন রেখেছেন। এটা শুধুমাত্র পুশ বার্ন করার জন্য খুলেছেন কিন্তু ট্রন বার্ন করার জন্য না। আবার এই প্রাইভেট কি এর কোন ব্যাকআপও নেই দাদার কাছে।

তারপর দাদা বলেন প্রাইস নিয়ে ভয়ের কিছু নেই, অনেক বিনিয়োগকারী ঢুকেছিলো, তারা মার্কেটে সেল দিচ্ছেন তাই এমনটা হয়েছে। তাছাড়া আমাদের ভেতরেও একজন ছিলো। কমিউনিটির মডারেটর রুপকও হিউজ সেল করেছেন, এখনো তার কাছে বেশ কিছু পুশ আছে। তারপর দাদা প্রাইস পড়ে যাওয়ার বিষয়টি ব্যাখ্যা করেন। যদিও রুপক একা নন অনেকেই এমনটা করেছেন। যদিও অল টাইম হাই হতে অল টাইম ফল এর তুলনায় পুশ এখনো বেশ ভালো অবস্থানে রয়েছে। অন্যান্য টিআরসি-২০ টোকেনের তুলনায় পুশ বেশ ভালো অবস্থানে আছে। জীবনে অর্থই সব কিছু না, আবার অর্থ ছাড়াও জীবনে কোন মূল্য নেই। তাই বলে অর্থের জন্য সব কিছু করা যাবে না। এরপর দাদা ভেষ্টিং লক এর বিষয়টি উপস্থাপন করেন। কিন্তু দাদা শুরুতে সেটা না করে সবাইকে সুযোগ দিয়েছিলেন। এখন যারা বেরিয়ে গেছেন, তারা প্রায় ৮-১০ কোটির মতো টাকা তুলে নিয়েছেন। তাদের বড়জোর বিনিয়োগ ছিলো ৫-১০ হাজার টাকা।

মার্কেটে এটা ন্যাচারাল বিষয়, সেটাও দাদা বিস্তারিত ব্যাখ্যা করেন। যে কোন কয়েনের ৯৫% পর্যন্ত প্রাইস ফল করতে পারেন। দাদা পুশকে ইউটিলিটি টোকেন করার চেষ্টা করছেন। স্টিমকে এমন একটা পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, পুশ হোল্ড করেই একটা ইনকাম করতে পারবেন। পুশ লক করে কিংবা হোল্ড করেও একটা ইনকাম করতে পারবেন আপনারা। পুশকে সেল না করে বরং হোল্ড করেই আপনি একটা রেগুলার ইনকাম করতে পারবেন। এমন কিছু সিস্টেম আনা হচ্ছে, তার সাথে গেমও থাকবে। গেম খেলেও আপনি পুশ ইনকাম করতে পারবেন। পুশকে আমরা মিম কয়েন হিসেবে আর রাখতে চাচ্ছি না। কারন মিম কয়েন এর কোন ভবিষ্যৎ নেই। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি, মিম হতে বেরিয়ে আসবো এবং এটাকে উইটিলিটি কয়েন করবো। এছাড়াও আরো দুটো নতুন সুযোগ আসবে সামনে, সে বিষয়েও দাদা বিস্তারিত তথ্য শেয়ার করেন। স্ক্রিপ্ট মোটামুটি রেডি হয়েছে, গেমটাও মোটামুটি রেডি করা হয়েছে। আর আমি কখনো কাউকে বলিনি যে এখানে বিনিয়োগ করতে হবে, শুধুমাত্র ৫ হাজার পুশ হোল্ড করতে বলেছিলাম কমিউনিটির স্বার্থে। এরপর ট্রনলিংক আপ এ সবার এড্রেস লিংকআপ করতে বলেন। সবশেষে দাদা বলেন তিনজন মডারেটর ইতিমধ্যে কমে গেছে, তাই মডারেটদের উপর বেশ চাপ বেড়ে গেছে, তাই সিদ্ধান্ত নেয়া হয়েছে এখন হতে এ্যাডমিন এবং মডারেটরদের সাপোর্টটা সেম থাকবে অতিরিক্ত কাজের জন্য।

তারপর কুইজ সেগমেন্টটি পরিচালনা করতে কমিউনিটির এ্যাডমিন আরিফ ভাইকে আহবান জানান। আর তাকে সহযোগিতা করেন মডারেটর সিয়াম ভাই, এ্যাডমিন সুমন ভাই এবং আমি। যেহেতু কুইজ পর্বের নিয়মগুলো একই রয়েছে তাই দ্রুত কুইজ শুরু করা হয়। পর পর চারটি কুইজ শেয়ার করা হয় এবং পরবর্তীতে বিজয়ীদের রিওয়ার্ডস পাঠিয়ে দেয়া হবে বলে জানানো হয়। এরপর আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা দাদার পক্ষ হতে তিনটি কুইজ শেয়ার করা হয় এবং বিজয়ীকে সাথে সাথে রিওয়ার্ডস পাঠিয়ে দেয়া হয়। এরপর শুভ ভাই সুপার এ্যাকটিভ তালিকা প্রকাশ করেন এবং সবাইকে কাংখিতভাবে এ্যাকটিভ থাকার আহবান জানান।

তারপর শুভ ভাই গানের আসরটি শুরু করেন। তারপর একে একে @neelamsamanta গান, @kausikchak123 ভাই গান, @ah-agim কবিতা আবৃত্তি, @saymaakter কবিতা আবৃত্তি এবং সব শেষে @selinasathi1 কবিতা আবৃত্তি করেন । সবাই এই আসরটি বেশ মুগ্ধতা নিয়ে উপভোগ করেন।

তারপর সবাইকে ধন্যবাদ জানিয়ে অফিসিয়ালি হ্যাংআউটের সমাপ্ত ঘোষণা করেন শুভ ভাই।

ধন্যবাদ আমার বাংলা ব্লগের এ্যাডমিন এবং মডারেটদের, যারা রিপোর্টটি তৈরী করতে সার্বিকভাবে সহযোগিতা করেছেন।
@hafizullah

break .png

Community TEAM

@rme ADMIN ✠ Founder 🔯
@blacks ADMIN Co-Founder & Operations Head ♛【IND】
@winkles ADMIN Executive Admin 🇮🇳 ✨
@hafizullah ADMIN Executive Admin 🇧🇩 ✨
@swagata21 ADMIN Community Admin 【IND】
@nusuranur ADMIN Community Admin 🇧🇩 ✨
@rex-sumon ADMIN Regulatory compliance Admin ✨
@moh.arif ADMIN Witness & Dev Team Admin ✨
@shuvo35 ADMIN Social Media & Marketing ✨
@kingporos MOD Community Moderator 🇮🇳 ✨
@alsarzilsiam MOD Community Moderator 🇧🇩 ✨
@tangera MOD Community Moderator 🇧🇩 ✨
@abb-school MOD Steem School ✍
@shy-fox MOD Extreme Curator
@amarbanglablog MOD Primary Curator ♛♝
@curators MOD Secondary Curator ♝
@photoman MOD Secondary Curator ♝
@royalmacro MOD Secondary Curator ♝
@abuse-watcher MOD Steem Watcher

break .png
Banner 3 years.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Support @Bangla.Witness by Casting your witness vote


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Witness Banner 2.png

Banner PUSS0.png

Sort:  
 24 days ago 

প্রতি বারের ন্যায় এবারও খুব সুন্দর ভাবে হ্যাংয়াউট রিপোর্ট করেছেন ভাইয়া।আপনি বরাবর খুব সুন্দর উপস্থাপন করেন।অনেক ধন্যবাদ সুন্দর ভাবে সব কিছু উপস্থাপন করার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



 24 days ago 

এই সপ্তাহের হ্যাংআউট অনেক ভালোভাবে উপভোগ করেছিলাম প্রত্যেকটা সপ্তাহের মতো। অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়েছিল। সব মিলিয়ে অনেক ভালো লেগেছিল আমার কাছে হ্যাংআউট। প্রত্যেকটা সপ্তাহে এই দিনটার জন্যই অপেক্ষায় থাকি। যারা উপস্থিত ছিল না তারা ভালোভাবে পুরোটা জানতে পারবে পোস্টটি পড়ে।

Hi @hafizullah,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Come and visit Italy Community

 24 days ago 

এই সপ্তাহের হ্যাংআউট ভীষণ উপভোগ করেছি। বিশেষ করে দাদা অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন। পুস বার্ন এর ব্যাপারে বিস্তারিত আলোচনা করেছেন। দাদা আসলেই জিনিয়াস। এতকিছু দাদার মাথায় থাকে কিভাবে, কথাগুলো শুনে তখন সেটাই মনে হয়েছিল হা হা হা। যাইহোক এই রিপোর্টটি আমাদের মাঝে তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

 24 days ago 

গত সপ্তাহে পুরোটা সময় হ্যাং আউট অনুষ্ঠান উপভোগ করেছিলাম।দাদার গুরুত্বপুর্ণ কথাগুলো খুবই জরুরি ছিল মার্কেট বিষয়ক।আপনি পুরো বিষয় বেশ সুন্দর করে উপস্থাপন করেছেন বরাবরের মত,ধন্যবাদ।

 24 days ago 

কত সুন্দর ভাবে আপনি পুরো হ্যাংআউটের ডিটেলটা তুলে ধরেন ভাই। পড়লেই যেন সম্পূর্ণ ছবির মত ফুটে ওঠে সেই দিনের ঘটনাগুলি। আবার একটি সুন্দর রিপোর্টিং করলেন। পড়তে পড়তে আবার পৌঁছে গিয়েছিলাম বৃহস্পতিবার এর হ্যাংআউটের আড্ডায়। এগিয়ে চলুক আমার বাংলা ব্লগ। আড্ডা জমে উঠুক প্রতি সপ্তাহে।

 24 days ago 

শ্রদ্ধেয় দাদা সহ সকল এডমিন এবং মডারেটর গণ দারুন কিছু কথা বলেছিলেন গত হ্যাংআউটে। তারপরেও সমস্ত বিষয়গুলোকে আপনি খুবই সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে সাবলীল ভাষায় আমাদের মাঝে লিখে উপস্থাপন করলেন। তাই আরো একবার সমস্ত বিষয়গুলো পড়তে পারলাম। হ্যাংআউট এর বিষয়গুলি পুনরায় আমাদের মাঝে উপস্থাপন করার জন্য ধন্যবাদ ভাইয়া।

আমি সাপ্তাহিক হ্যাংআউট জয়েন্ট হয়েছিলাম অনেক মজা হয়েছিল।