পুরোনো বাংলোতে লুকানো রহস্য ( পর্ব ১৬ )
Image Created by OpenAI
"পুরোনো বাংলোতে লুকানো রহস্য" গল্পটির ষোলো তম পর্বে দেখবো এরপরে কি হয় কাহিনীতে। তো অন্ধকার রুমের ভেতর থেকে শুধু ওই মেয়েটির চিৎকার ভেসে আসলো-তাকে থামাও, নাহলে আর কেউ বেঁচে ফিরতে পারবে না। কিছুক্ষন পরে আবারো একটা ভয়াবহ ঘটনা ঘটলো সম্রাটের সাথে। মেয়েটির আত্মা সেই ঘরের মধ্যে সম্রাটকে চারিদিক থেকে ঘিরে ধরেছে। মেয়েটির চিৎকারের প্রতিদ্ধনি বারবার শোনা যাচ্ছে আর একটাই শব্দ-না না। আবারো কিছুক্ষন পরে সব আলো নিভে গেলো এবং চারিদিকে নীরবতা নেমে আসলো। সম্রাট মনে মনে ভাবতে থাকে, আজ মনে হয় সব শেষ হয়ে গেলো। আবারো ওই মুহূর্তে মেয়েটির কণ্ঠস্বর আবারো ভেসে আসলো এবং সম্রাট একটু নড়েচড়ে অবাক হয়ে গেলো।
সে সম্রাটকে বলতে চাইছে-এখনও শেষ হয়নি, এখনো জানার অনেক কিছুই বাকি আছে। ফলে তুমি যা জেনেছো তা অর্ধেক, বাকিটাও তোমাকে জানতে হবে। আরো বলে যে-আমার মৃত্যু কোনো দুর্ঘটনা ছিল না, পরিকল্পিতভাবে আমাকে খুন করা হয়েছে। এই কথার পরে আবারো অন্ধকার কেটে আলো জলে উঠলো আর সম্রাট জ্ঞান হারিয়ে মেঝেতে পড়ে আছে। আর সেই আলোর মধ্যে ধীরে ধীরে মেয়েটি তার আকার নিতে লাগলো। সম্রাট পরোক্ষনে উঠে তাকে সামনে দেখতে পেলো এক অদ্ভুত মায়ার দৃশ্যে। মেয়েটির চোখ দুটো ব্যাথায় ভরা, আর তার কাঁপা কণ্ঠে বললো-সম্রাট!আজ যদি তুমি এখানে না আসতে, তাহলে আমি চিরকাল এই অন্ধকারে বন্দি হয়ে থাকতাম।....
