এবিবি-ফান প্রশ্ন-০৭ এর উইনারদের লিস্ট ও পুরস্কার প্রদান সম্পর্কে বিস্তারিত
এবিবি ফান (@abb-fun) অর্থাৎ, "আমার বাংলা ব্লগ ফান" হলো একটি মজাদার ইনিশিয়েটিভ । মূলতঃ প্রতিদিন এই আইডি থেকে একটা করে ফানি প্রশ্ন রাখা হয় । এবং "আমার বাংলা ব্লগ" ইউজাররা সেই ফানি প্রশ্নের উত্তরটা কমেন্টের মাধ্যমে পোস্ট এর কমেন্ট বক্সে প্রদান করে থাকেন । উত্তরগুলো হতে হবে মজাদার এবং ক্রিয়েটিভ । অর্থাৎ, সঠিক উত্তর দিলে হবে না । দিতে হবে কল্পিত কোনো মজার উত্তর যাতে সৃষ্টিশীলতা প্রকাশ পায় । উদাহরণ স্বরূপ :
এবিবি ফান থেকে প্রশ্ন : আকাশের রং নীল কেনো ?
এর উত্তরে যদি কেউ লেখে - "সূর্য্যের আলো আসলে সাতটি রঙের সমষ্টি - বেগুনি, নীল, আসমানী, সবুজ, হলুদ, কমলা এবং লাল । এর মধ্যে বেগুনি রঙের আলোর তরঙ্গ দৈর্ঘ্য সব চাইতে কম এবং এর পরেই হলো নীল আলোর তরঙ্গ দৈর্ঘ্য । যে আলোর তরঙ্গ দৈর্ঘ্য যত কম সে আলোর বিক্ষেপণ সব চাইতে বেশি । তাই বেগুনি আর নীল রঙের বায়ুমণ্ডলে সব চাইতে বিক্ষেপনের হার বেশি । কিন্তু, আমাদের চোখের রড ও কোনের বেগুনি রঙের চাইতে নীল রঙের প্রতি বেশি সংবেদনশীল হওয়াতে আমরা নীল রংটাকেই দেখি । আর এই কারণেই আমরা পুরো আকাশটা শুধু নীল দেখি । কিন্তু, বায়ুমণ্ডলের বাইরের আকাশটা নিকষ কুচকুচে কালো ।"
এই উত্তরটি একদম সঠিক একটি উত্তর । কিন্তু, এটা বিজ্ঞানের কথা হলো । এর মধ্যে না আছে কোনো মজা, আর না আছে কোনো রস কষ, সৃষ্টিশীলতা । শুধু জ্ঞানের কচকচানি । তাই যদি কেউ এমন উত্তর লেখে তবে তার উত্তরটা সঠিক হবে -
"আগে আকাশের রং সাদা ছিল । মনে হয় আমাদের পূর্বপুরুষের মধ্যে কেউ উড়তে পারতো । তার কোনো কাজ কাম না থাকাতে উড়ে উড়ে শুধু আকাশটা নীল রঙ করে করে গিয়েছে। সেই থেকে আকাশের রং নীল ।"
এবিবি ফান ইনিশিয়েটিভ চালু হওয়ার পরে আমার প্রথম প্রশ্নটি ছিল ৭ নাম্বার - "শুধু কেনো ছেলেরাই সত্যিকারের ভালোবাসতে পারে? মেয়েরা কেনো পারে না?"
দারুন দারুন মজাদার উত্তর পাওয়া গিয়েছে আমার বাংলা ব্লগের ইউজারদের থেকে । তাদের মধ্যে থেকে পাঁচ জনকে সিলেক্ট করে $২ করে মোট ভোট না দিয়ে একটু স্পেশ্যাল কিছু করতে চেয়েছিলাম । সে জন্য বেস্ট উত্তরদাতাদের মধ্যে থেকে অ্যাডমিন/মডারেটর ছাড়া মোট ৩৩ জনকে সিলেক্ট করেছিলাম । পরে যেহেতু অ্যাডমিন/মডারেটররাও পুরস্কার পাওয়ার যোগ্য বলে সিদ্ধান্ত নেওয়াতে মোট উইনার এর সংখ্যা এখন ৪২।
এই ৪২ জনকে $১০ করে মোট $৪২০ এর শাই ফক্স আপভোট প্রদান করা হবে । যাঁরা নিয়ম মেনে শাই ফক্স ভোট পাবেন তাঁরাও এক্সট্রা $১০ ভোট পাবেন শাই ফক্স থেকে । অর্থাৎ, অ্যাডমিনরা ডেইলি ৩০% শাই-ফক্স ভোট পান তাঁরা উইনার হিসেবে একটা পোস্টে ৪০% শাই-ফক্স ভোট পাবেন । ঠিকই, একই ভাবে বিজয়ী মডারেটররা ৩০% এবং সুপার এক্টিভ ইউজাররা ২৫% শাই ফক্স ভোট পাবেন ।
এবিবি-ফান প্রশ্ন-০৭ : শুধু কেনো ছেলেরাই সত্যিকারের ভালোবাসতে পারে? মেয়েরা কেনো পারে না?
মোট উত্তরদাতা : ৬৪ জন
মোট কমেন্ট এর সংখ্যা : ৯৪ টি
মোট বিজয়ী : ৪২ জন
বিজয়ীদের তালিকা :
@rafi4444
@haideremtiaz
@monira999
@wahidasuma
@tania69
@rayhan111
@hafizullah
@shopon700
@sadiahaque
@rex-sumon
@shimulakter
@alsarzilsiam
@emon42
@jibon47
@moh.arif
@emranhasan
@mahir4221
@shuvo35
@mayedul
@rahnumanurdisha
@selinasathi1
@bdwomen
@rsalim
@shyamshundor
@joniprins
@rupok
@engrsayful
@nusuranur
@isratmim
@bidyut01
@green015
@ayeshasiddika18
@rahimakhatun
@tanuja
@tangera
@razuahmed
@azizulmiah
@tauhida
@mostafezur001
@finoyon
@mosarofhosen
@roy.sajib
পুরস্কার :
উপরের লিস্ট থেকে ক্রম অনুসারে সপ্তাহে তিনজনকে এক্সট্রা ১০% শাই ফক্স আপভোট প্রদান করা হবে । আপভোট প্রদানের পর আমাদের ডিসকোর্ড চ্যানেলের announcement সেক্শনে তাঁদের নাম উল্লেখ করা হবে ।
পরিশিষ্ট
প্রতিদিন ১৭৫ ট্রন করে জমানো এক সপ্তাহ ধরে - ২য় দিন (175 TRX daily for 7 consecutive days :: DAY 02)
টার্গেট ০৩ : ১,২২৫ ট্রন স্টেক করা
সময়সীমা : ০৭ আগস্ট ২০২২ থেকে ১৩ আগস্ট ২০২২ পর্যন্ত
তারিখ : ০৮ আগস্ট ২০২২
টাস্ক ২৩ : ১৭৫ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron
আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx
১৭৫ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :
TX ID : 678597819a0cf4063a5d739547adaf09bed8facb232c9613f1faabe2fc9eb7d2
টাস্ক ২৩ কমপ্লিটেড সাকসেসফুলি
Account QR Code
RME, Thank You for sharing Your insights...
সবচেয়ে বড়কথা মজার মজার মন্তব্য গুলো পড়তে খুবই ভালো লাগে। 😆😆
বিজয়ীদের জন্য অনেক অনেক শুভকামনা রইল।
কমেন্ট এডিটের ব্যবস্থা থাকলে সেইদিনের উইনার লিস্টে নাম থাকার একটা সম্ভাবনা ছিল।।সাধারণত কমেন্ট করার পরে মজার উত্তর মাথায় আসে। তবে এই ভেবে নিজেকে শান্তনা দিচ্ছি আমার হেল্প পেয়ে দুইজনকে বিজয়ী হতে দেখালম। 😍
Thank You for sharing...
আমার বাংলা ব্লগ কমিউনিটির প্রত্যেকটি উদ্যোগকে সাধুবাদ জানাই। সকলেই নিজের কাঙ্খিত মন্তব্যের মাধ্যমে নিজের প্রতিভা তুলে ধরার চেষ্টা করেছে। যারা বিজয়ী তালিকায় আসতে পেরেছে তাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি। নিজের নাম বিজয়ী তালিকায় দেখে খুবই ভালো লাগলো। দাদা আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।
Thank You for sharing Your insights...
ওয়াও দাদা উইনার লিস্টে নিজের নাম দেখে খুবই ভালো লাগছে। খুবই মজার একটি কনটেস্ট এই এবিবি ফান। এর কমেন্ট গুলো পড়লে এত হাসি পায় আর মন ভালো হয়ে যায়।
Thank You for sharing...
অনেক অনেক ধন্যবাদ দাদা সবাইকে এভাবে অনুপ্রাণীত করার জন্য। আসলে প্রতিদিন আর কিছু না পারলেও এবিবি ফানের প্রশ্নের উত্তরগুলো পড়ি এবং নিজেকে আরো বেশী উজ্জীবিত রাখার চেষ্টা করি। জয় হোক আমার বাংলা ব্লগের, জয় হোক বাঙালীর।
Thank You for sharing...
আমার বাংলা ব্লগ সর্বদাই আমাদের আনন্দ দিয়ে যাচ্ছে। আমাদের মজা দেওয়ার জন্য এবিবি ফান নামের সুন্দর একটি প্রজেক্ট এর আয়োজন করেছে। যার মাধ্যমে আমরা অনেক মজা করতে পারি। এই বিজয়ী তালিকায় আমার নাম দেখতে পেয়ে খুবই ভালো লাগছে।
Thank You for sharing...
এতো চমৎকার করে অনুপ্রেরণা দেয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ প্রিয় দাদা।উইনার লিস্ট এ নিজের নামটি দেখে বেশ ভালো লাগছে।
প্রিয় দাদা অনেক অনেক অনুপ্রাণিত হলাম এবং কাজ করার ক্ষেত্রে অশেষ উৎসাহ পেলাম। বিজয়দের তালিকায় আমার নামটি দেখতে পেরে সত্যি দাদা আমি তো আনন্দে আত্মহারা হয়ে গেছি। দাদা আপনার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল।
Thank You for sharing...
দাদা আপনি আমাকে বিজয়ী তালিকায় আসার সুযোগ করে দিয়েছেন এজন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আপনার জন্য অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা রইলো দাদা। যারা নিজেদের কাঙ্খিত মন্তব্যের মাধ্যমে বিজয়ী তালিকায় এসেছে তাদের সকলকে আমার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি।❤️❤️
Thank You for sharing Your insights...