আমার বাংলা ব্লগ কনটেস্ট ৫২ : "ভ্যালেন্টাইন্স ডে কার্ড তৈরি" এর স্পেশ্যাল অ্যাওয়ার্ড

in আমার বাংলা ব্লগ8 months ago


সপ্তাহ তিনেক পূর্বে ১লা ফেব্রুয়ারি "আমার বাংলা ব্লগ" কর্তৃক আয়োজিত ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে প্রিয়জনের জন্য কার্ড তৈরি নামে ৫২ নাম্বার এবিবি কন্টেস্টের ঘোষণা করা হয় । ঘোষণাটি করেন কমিউনিটির মডারেটর তানজিরা ম্যাডাম (@tangera) । পোস্ট লিংক । এই কনটেস্টটির সময়কাল ছিল দু'সপ্তাহ । এবারও যথারীতি যথেষ্ঠ ভালো সাড়া পেয়েছিলাম আমরা । সবাই নিজের তৈরী অদ্ভুত সুন্দর সব "ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে করা কার্ড" আমাদের সামনে তুলে ধরেছেন দেখে আমার খুবই ভালো লেগেছে । এবারের কন্টেস্টে সর্বমোট ১৮ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন ।


এবারের কন্টেস্টের বিষয়টি আমাদের সবার কাছেই খুব স্পেশ্যাল ছিল । কারণ ফেব্রুয়ারি মাস হলো ভালোবাসার মাস, ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ জুড়েই ছিল ভালোবাসার সাতটি দিন উদযাপন । আর সব শেষে ১৪ই ফেব্রুয়ারি তো ভ্যালেন্টাইন্স ডে, সারা পৃথিবীর সবাই পালন করে ভালোবাসার এই দিনটি । এই দিনটি ঘিরে তাই ভালোবাসার উন্মাদনা লক্ষ্য করা যায় সারা পৃথিবী জুড়ে । আমিও খুব এক্সসাইটেড ছিলাম এবারের কন্টেস্টে । ধন্যবাদ জানাই সকল পার্টিসিপেন্টদেরকে । "ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে প্রিয়জনের জন্য কার্ড তৈরি" কন্টেস্টে পার্টিসিপেট করে তাঁদের তৈরী সুন্দর সুন্দর কার্ড আমাদেরকে সাথে শেয়ার করে আনন্দ দানের জন্য ।


ইতিপূর্বে কমিউনিটির মডারেটর সিয়াম (@ayrinbd) মডারেটর প্যানেল থেকে যে ১৪০ স্টিমের পুরস্কার ঘোষণা করা হয়েছিল শুরুতে সেটা প্রদান করেছেন । পুরস্কার প্রদানের পোস্ট লিংক । আমি শুধু স্পেশ্যাল অ্যাওয়ার্ডটা প্রদান করলাম আজ । আর এরই সাথে শেষ হয়ে গেলো আমার বাংলা ব্লগ কনটেস্ট ৫২ : "ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে প্রিয়জনের জন্য কার্ড তৈরি"-র সকল পুরস্কার প্রদান ।


পুরস্কার


প্রথম দিকে এই কন্টেস্টের মোট পুরস্কার রাখা হয়েছিল ১৪০ স্টিম । এর পরে আমি দু'টো স্পেশ্যাল অ্যাওয়ার্ড অ্যাড করি । স্পেশ্যাল অ্যাওয়ার্ড হিসেবে মোট তিনজনকে বাছাই করে তাঁদের প্রত্যেককে ২৫ ডলারের আপভোট প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করি । এই তিনজন হলেন প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী ।এটাই হলো বিশেষ পুরস্কার ।


বিজয়ী এবং পুরস্কার ঘোষণা


ABB Contest 52 :: Places & Prizes


Winners

PlacesSteemit ID
1st@bristy1
2nd@tasonya
3rd@narocky71

পুরস্কার প্রদান সম্পন্ন


ABB Contest 52 :: Prize Distribution


DatePlaceUser IDPrizePost LinkStatus
2024-02-231st@bristy1$25 Upvoteডালিয়া ফুল-পাকন পিঠার রেসিপি
2024-02-232nd@tasonya$25 Upvoteস্বরচিত কবিতা : " লোড শেডিং "
2024-02-233rd@narocky71$25 Upvoteআর্ট : কেটলি এবং চায়ের কাপের ম্যান্ডেলা আর্ট

------- ধন্যবাদ -------


পরিশিষ্ট


আজকের টার্গেট : ৫৫৫ ট্রন জমানো (Today's target : To collect 555 trx)


তারিখ : ২৪ ফেব্রুয়ারি ২০২৪

টাস্ক ৫০৮ : ৫৫৫ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron


আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx

৫৫৫ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :

TX ID : 190c15d1fb96d49c147c5cfacd347582f83c722926ad111b2bc13e12f1272901

টাস্ক ৫০৮ কমপ্লিটেড সাকসেসফুলি


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code

TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


steempro....gif

»»——⍟——««

Sort:  
 8 months ago 

অনেকদিন পরে আবার একটা এনএফটি নিয়ে আপনাদের কাছে হাজির হলুম । এটি কিন্তু একটি photography NFT । মূল ফটোগ্রাফির কপিসত্ত্ব @bdwomen এর নিকট থেকে ক্রয় করে এই ফোটোগ্রাফির NFT টা করেছি আমি ।

একটি পুরোনো সানগ্লাস এর উপরে রং তুলি দিয়ে প্রাকৃতিক দৃশ্যের দারুন আর্ট করা হয়েছে । ফোটোগ্রাফটি অনেক সুন্দর একটি আর্টকে রিপ্রেজেন্ট করছে ।


Photography


Screenshot 2024-02-25 230855.png


Drawing in Sunglasses

Does anyone know any alternative to dlease? Is there any other way to delegate and earn?

দাদা কনটেস্টে সবাই যে দারুন সব কাজ নিয়ে হাজির হয়েছিল এটার মূল কৃতিত্ব কিন্তু আপনার। কারণ আমরা যতই পুরস্কার ঘোষণা করি না কেন সবাই আপনার দিকে তাকিয়ে বসে থাকে যে আপনি নিশ্চয়ই কোন স্পেশাল কিছু দেবেন। সেই আশাতেই সবাই অনেক পরিশ্রম করে। ধন্যবাদ দাদা আপনার এই চমৎকার উৎসাহ দেয়ার জন্য।

 8 months ago 

এই প্রতিযোগিতার মাধ্যমে আমরা অনেক সুন্দর সুন্দর কার্ড দেখতে পেয়েছিলাম। এই প্রতিযোগিতায় ৫ম স্থান অর্জন করতে পেরে ভীষণ খুশি হয়েছিলাম আমি। যাইহোক যারা এই প্রতিযোগিতায় প্রথম,দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জন করেছে, তাদেরকে স্পেশ্যাল অ্যাওয়ার্ড দিয়েছেন, এটা দেখে ভীষণ ভালো লাগলো দাদা। এই পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 8 months ago 

দাদা এবারের প্রতিযোগিতা সত্যিই অনেক বেশি স্পেশাল ছিল। বিশেষ করে এই প্রতিযোগিতায় সবাই খুব সুন্দর সুন্দর কার্ডগুলো তৈরি করেছিল, দেখতে খুবই ভালো লেগেছে। আর এমনিতেই এই প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করে খুবই আনন্দ পেয়েছিলাম। আর আপনার কাছ থেকে স্পেশাল এওয়ার্ড পেয়ে অনেক বেশি ভালো লাগলো দাদা। অনেক ধন্যবাদ সবসময় আমাদের পাশে থাকার জন্য।

 8 months ago 

ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে খুবই সুন্দর কার্ড তৈরি দেখতে পেয়েছি । সত্যিই ভালো লেগেছে প্রতিনিয়ত এই ধরনের কিছু তৈরি দেখতে পেয়ে ভালই লাগে। যারা পুরষ্কার পেয়েছে তাদেরকে অভিনন্দন জানাই ।যেটা দাদা প্রতিনিয়ত তাদেরকে মূল্যবান কাজের জন্য উপহার হিসেবে এই আপভোট দিয়ে থাকে।

 8 months ago 

দাদা ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে সবাই দারুন দারুন কার্ড তৈরি করেছে। কার্ড গুলো তৈরী করতে সময়ও লেগেছে। আপনি তাদেরকে স্পেশ্যাল অ্যাওয়ার্ড প্রদান করে উৎসাহিত করেছেন। আপনি যাদেরকে স্পেশ্যাল অ্যাওয়ার্ডের জন্য মননিত করেছেন,তারা খুবই সুন্দর কার্ড তৈরী করেছিল। আশা করি এর মাধ্যমে তাদের কাজের আগ্রহ বেড়ে যাবে। ধন্যবাদ দাদা।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 8 months ago (edited)

"ভ্যালেন্টাইন্স ডে কার্ড তৈরি" এই প্রতিযোগিতায় যারা বিজয়ী হয়েছেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আর বিজয়ীদেরকে স্পেশ্যাল অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে দেখে অনেক ভালো লাগলো দাদা। আশা করছি এই স্পেশাল এওয়ার্ড পাওয়ার মাধ্যমে সবার মাঝে উৎসাহ তৈরি হবে। দাদা আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।

 8 months ago 

valentines ডে উপলক্ষে সবাই বেশ দারুন দারুন কার্ড তৈরি করেছিল সেই ইউনিক কার্ড গুলো দেখতে পেয়ে সত্যিই অনেক ভালো লাগছিল। স্পেশাল অ্যাওয়ার্ড প্রদান করে বিজয়ীদের উৎসাহিত করেছেন দাদা। যারা পুরস্কার পেয়েছেন তাদেরকে অভিনন্দন জানাই।অনেক ধন্যবাদ পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য ।