টিভিতে জীবনের প্রথম মেগা সিরিয়াল দেখার অনুভূতিsteemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগ10 months ago

unnamed.png
ক্রিয়েটিভ কমন লাইসেন্স : সোর্স


আমি যখন একদম ছোট্টটি, স্কুলে যাওয়াই শুরু করিনি তখন টিভিতে শুরু হয়েছিল রামানন্দ সাগরের মেগা টিভি সিরিয়াল "আলিফ লায়লা" । আমার জীবনের দেখা প্রথম মেগা সিরিয়াল । সালটা খুব সম্ভবতঃ ১৯৯৫ হবে । ঠিক মনে নেই, একদিন সন্ধ্যায় হঠাৎই আমার এক মামার বাড়িতে টিভিতে প্রথম দেখি আলিফ লায়লা । সিন্দবাদের সমুদ্রযাত্রা ।

ওই একটি সন্ধ্যায় দেখা ৩০ মিনিটের সিরিয়াল আমার বিস্ময়তার রাজ্যে ছিল সে এক মুগ্ধতার আবেশ । একদম ক্ষুদে ছিলাম তখন । তাই প্রায় কিছুই বুঝতাম না কাহিনী । জাস্ট মনকাড়া মিউজিক, দৈত্য-দানব, রাক্ষস-খোক্কস, রাজা-বাদশা, জীন-পরী, রাজপুত্র-রাজকন্যা আর জাদুকর-জাদুকরীদের নানান রকম জাদু দেখে মনে এক অদ্ভুত ধরণের আনন্দ ও উত্তেজনা অনুভব করতাম ।

আমি যে গল্পটি দেখেছিলাম সেটি ছিল খুব সম্ভবত "সিন্দবাদের সমুদ্রযাত্রা" । এতকাল পরে সব ক্লিয়ার মনে নেই । মনে থাকতো যদি একটু বড় থাকতাম সেই সময়টাতে । সিন্দবাদ মোট সাতবার সমুদ্রযাত্রা করে । এর মধ্যে প্রথম ও দ্বিতীয় সমুদ্র যাত্রার কাহিনী নিয়ে আলিফ লায়লা টিভি সিরিয়াল ।

মনে পড়ে যেদিন এই টিভি সিরিয়ালটি শো করা হতো সেদিন সকাল থেকেই উত্তেজনায় ফুটতাম আমরা ছোটরা । আর সন্ধ্যেবেলায় যখন সিরিয়াল শুরুর মিউজিক শুরু হতো তখন যেন বুকের মধ্যে উত্তেজনা আর আনন্দের হাতুড়ি পেটা আরম্ভ হতো । গ্রামে থাকতাম তখন । সাদা কালো টেলিভিশন । তাতেই মুগ্ধতার কমতি ছিল না একরত্তিও ।

"আলিইইইফ লায়লা আ আ আ আ আ আ। .........." বলে যখন গানটি বাজতো তখন বুকের মধ্যে রক্ত ছলাৎ করে উঠতো । টানটান কাহিনী (যদিও ভালো বুঝতাম না তখন), অসাধারণ ব্যাকগ্রাউন্ড মিউজিক, দারুন সংলাপ আর অসম্ভব ভালো স্পেশ্যাল এফেক্টস সব মিলিয়ে অসম্ভব ভালো লাগার এক মোহময় পরিবেশ তৈরী হতো । যতক্ষণ ধরে সিরিয়াল চলতো একদম পিনড্রপ সাইলেন্স থাকতো চতুর্দিকে ।

আমার ভাসা ভাসা মনে আছে সিন্দবাদের প্রধান শত্রু ছিল জলদস্যু কেহেরমান । সিন্দবাদ তার সুলেমানি তলোয়ার দিয়ে কেহেরমানের এক চোখ কানা করে দেয় আর ডান হাতও কেটে ফেলে । সেই থেকে সে সিন্দবাদের ঘোরতর শত্রু বনে যায় । এক পরী সবসময় সিন্দবাদের সহায় থাকে । সিন্দবাদ একের পর এক অদ্ভুত সব অভিযানে জড়িয়ে পড়ে । সেসব দেখতে দেখতে আমার চোখ ছানাবড়া হয়ে যেতো ।

এই সময়টাতে টিভি দেখার একটা নেশা তৈরী হয়ে গিয়েছিলো আমার যেটা পরবর্তীতে আরো ৩-৪ বছর ধরে ছিল । এরপরে অবশ্য টিভির নেশা সম্পূর্ণ কেটে যায় । আর জীবনেও কোনোদিন টিভির নেশা তৈরী হয়নি । পড়াশোনায় জড়িয়ে যাই ভীষণভাবে । তবুও এখন যখন পুরোনো সে সব সোনালী অতীতের কথা মনে পড়ে, বিশেষ করে বাল্যজীবনের কথা তখন মনটা ভারী উদাস হয়ে পড়ে । মনের অজান্তেই একটা ভারী দীর্ঘনিঃশ্বাস বেরিয়ে আসে বুক চিরে ।

মানুষের জীবনে তার সর্বশ্রেষ্ঠ সময় হলো তার ছেলেবেলা । একবার হারিয়ে ফেললে আর তাকে পাওয়া যায় না । শুধু স্বপ্নের মধ্যে এসে মাঝে মাঝে কাঁদিয়ে দিয়ে যায় নিজের ছেলেবেলা ।


নিচে আলিফ লায়লার টাইটেল সংটি দেওয়া হলো আপনাদের নস্টালজিক হওয়ার জন্য--


------- ধন্যবাদ -------


পরিশিষ্ট


আজকের টার্গেট : ৫২৫ ট্রন জমানো (Today's target : To collect 525 trx)


তারিখ : ০৯ জুলাই ২০২৩

টাস্ক ৩১৯ : ৫২৫ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron


আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx

৫২৫ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :

TX ID : 9820ba7a79843d5afcf750a1ab05a38ed136811cb169604ca3aa6b7b06439773

টাস্ক ৩১৯ কমপ্লিটেড সাকসেসফুলি


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code

TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


steempro....gif

Sort:  
 10 months ago 

সেসময় সম্ভবত বৃহস্পতিবার কি শুক্রবার সন্ধ্যা বেলার দিকে বিটিভিতে আলিফ লায়লা দেখানো হতো। কি পরিমান উত্তেজনা যে নিজের ভিতরে কাজ করত তা বলে বোঝানো মুশকিল । লেখাটা যখন পড়ছিলাম আর নিচের ভিডিও লিংকটা ওপেন করে যখন মিউজিকটা শুনছিলাম তখন যেন কিছুটা হলেও শৈশব সামনে ভাসমান হচ্ছিল,আহারে সময়।

 10 months ago 

"আলিইইইফ লায়লা আ আ আ আ আ আ। .........." বলে যখন গানটি বাজতো তখন বুকের মধ্যে রক্ত ছলাৎ করে উঠতো।

দাদা ঠিক বলেছেন এই গানটি সব থেকে বেশি ভাল লাগতো। আমি দেখেছিলাম ২০০৫ অথবা ২০০৬ এর দিকে। সালটা ঠিক মনে নেই। আমাদের রাষ্ট্রীয় টিভিতে শুক্রবার সন্ধা সাড়ে সাতটার সময় শুরু হতো। ৩০ মিনিটে ৩ বার এড দিয়তো। সব মিলেয়ে ১৫ মিনিট দেখতে পারতাম। ধন্যবাদ দাদা।

 10 months ago 

দাদা আপনার অনুভূতিগুলো পড়ে নিজের সেই অনুভূতির কথা মনে পরে গেলো। আমিও ভীষন পছন্দ করতাম আলিফ লায়লা।কি সুন্দর ই না লাগতো সেই আলিফ লায়লার মিউজিক। আধা ঘন্টার মধ্যে ১৫ মিনিট মনে হয় বিজ্ঞাপনই দিতো। খুব রাগ লাগতো তখন।আর শেষ হলেও খারাপ লাগতো।তেষ্টা না মেটার মতোই।খুব ভালো লাগলো দাদা আপনার অনুভূতি গুলো পড়ে। অসংখ্য ধন্যবাদ দাদা শেয়ার করার জন্য।

 10 months ago 

অনেক চমৎকার একটি পোস্ট উপহার দিয়ে দাদা ছোটবেলার কথা মনে করিয়ে দিলেন। সেই সময় আলিফ লায়লা দেখার জন্য কত মানুষ বাসায় এসে ভিড় করতো।আর যখন কষ্টের
দৃশ্য আসতো তখনই সবাই কেঁদেই ফেলতো।
যেদিন আলিফ লায়লা সিরিয়াল থাকতো
সেই দিন তাড়াতাড়ি পড়ালেখা কমপ্লিট করে ফেলতাম কি যে আনন্দ লাগতো মনের ভিতর আলিফ লায়লা দেখবো বলে। অনেক ভালো লাগলো দাদা আপনার অনুভূতি গুলো পড়ে।

Hi @rme,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Come and visit Italy Community

Upvoted! Thank you for supporting witness @jswit.

 10 months ago 

অসাধারণ একটি ম্যাগা সিরিয়াল দাদা আসলে টিভিতে সিরিয়াল দেখার আনন্দ অন্য রকমের। এখন তো সবাই মোবাইলে দেখে সবকিছু তারপরেও মোবাইলের দেখা এবং টিভিতে দেখার মধ্যে অনেক ভিন্নতা রয়েছে। আমরাও দেখেছি এক সময় আলিফ লায়লা অনেক ভালো লাগতো দেখতে। কখন সিরিয়াল শুরু হবে টিভির সামনে জড়ো হয়ে সবাই অপেক্ষা করতাম। বেশ সুন্দর উত্তেজনা কাজ করত সবার ভিতর। আপনার তো দেখছি আলিফ লায়লা ম্যাগা সিরিয়াল থেকে অনেক অনুভূতি কাজ করছিল।

 10 months ago 

যখন আলিফ লায়লা শুরুর সময় কারেন্ট যেত কি যে খারাপ লাগতো। শুধু দোয়া করতাম যেনো শেষ হওয়ার আগেই কারেন্ট চলে আসে। আমি অবশ্য বড় হওয়ার পরও এই সিরিয়ালটি আরেকবার দেখেছি। সেজন্য সব পরিষ্কার মনে আছে। গানটি আসলেই নস্টালজিক করে দিলো।

দাদা তোমার পোস্ট পড়ছিলাম আমার মনে হচ্ছিল আমিও হয়তো সেই ছোটবেলায় ফিরে গেছি কিছু সময়ের জন্য। আমাদের বাড়িতে ওই সময়টাতে কোন টেলিভিশন ছিল না, তবে আমার দাদু বাড়িতে টেলিভিশন ছিল সাদাকালো একটা। আমাদের বাড়ি থেকে আমাদের দাদুর বাড়ি হেঁটে ১০ মিনিটের মত লাগতো। যেদিন আলিফ লায়লা শুরু হতো ওই দিন সন্ধ্যা থেকেই দাদু বাড়ি গিয়ে বসে থাকতাম। আমার সব থেকে ভয় লাগতো আলিফ লায়লার সুপানিসবা ডাইনি কে।

 10 months ago 

চমৎকার একটি পোস্ট উপহার দিয়েছেন দাদা। আপনার পোস্ট দেখে ছোটবেলায় স্মৃতি মনে পড়ে গেলো। আমাদের এলাকার কারেন্ট ছিলো না আমরা বাজার থেকে ব্যাটারি ভারা করে এনে তার পরে আলিফ লায়লা দেখেছি। আজকে মনে পড়ে গেলো। দাদা আপনার চমৎকার অনুভূতি গুলো পড়ে ভীষণ ভালো লাগলো। আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.12
JST 0.032
BTC 62613.51
ETH 3019.43
USDT 1.00
SBD 3.93