"আমার বাংলা ব্লগ" -এ নিউ কামারদের জন্য ফ্রি ডেলিগেশন সার্ভিস : ডেলিগেশন রাউন্ড ১২

in আমার বাংলা ব্লগ3 months ago


নতুন স্টিমিট ইউজাররা তাঁদের ব্লগিং জার্নি শুরু করার সাথে সাথেই যে প্রব্লেমটা ফেস করেন সেটি হলো রিসোর্স ক্রেডিট (RC) এর অপ্রতুলতা । এটি আসলেই বেশ বড় একটা প্রব্লেম নিউ কামারদের জন্য । বিশেষ করে "আমার বাংলা ব্লগ" এর নতুন ব্লগারদের জন্য বিশাল একটা প্রব্লেম এটি । কারণ, "আমার বাংলা ব্লগ" হলো সমগ্র স্টিমিট প্ল্যাটফর্মে একমাত্র কমিউনিটি যেখানে কমিউনিটি এনগেজমেন্ট এর জন্য ব্লগারদের সর্বোচ্চ ভাবে উৎসাহিত করা হয়ে থাকে । ফলশ্রুতিতে "আমার বাংলা ব্লগ" কমিউনিটি হলো স্টিমিট এর এক নাম্বার কমিউনিটি যেখানে ইউজার এনগেজমেন্ট সর্বাধিক । এর ধারে কাছেও কোনও কমিউনিটি নেই ।

এই জন্যই, নতুন ব্লগাররা "আমার বাংলা ব্লগ" এ জয়েন করেই বিপদে পড়ে যান । কারণ, কমিউনিটিতে এনগেজমেন্ট ঠিক রাখতে যে পরিমাণ কমেন্ট তাঁদেরকে করতে হয় তাতে প্রচুর রিসোর্স ক্রেডিটস এর দরকার হয় । অথচ, নতুন ব্লগার হওয়ার কারণে তাঁদের ওয়ালেটে ০-১৫ স্টিম পাওয়ার থাকে অনলি । যার জন্য অল্প কিছু কমেন্ট করেই দীর্ঘক্ষণ wait করতে হয় তাঁদেরকে রিসোর্স ক্রেডিট রিচার্জ এর জন্য ।

এই সমস্যা দূরীকরণে আমার বাংলা ব্লগ এর পক্ষ থেকে অ্যাডমিন @rex-sumon নিজের ওয়ালেট থেকে প্রায় এক বছর যাবৎ ফ্রি ডেলিগেশন সার্ভিস প্রদান করে আসছেন । এটা ছিল সম্পূর্ণ ফ্রী এবং নন-প্রফিট একটা সার্ভিস । বহুদিন ধরে @rex-sumon এর এই "ফ্রি ডেলিগেশন সার্ভিস" টি আমার নজরে ছিল । আমি রীতিমতো মুগ্ধ তাঁর এই মহৎ উদ্যোগটাতে ।

কিন্তু, ক্রমবর্ধমান নিউ ইউজারদের চাপে আমি নিজেই চেয়েছি এই চলমান "ফ্রি ডেলিগেশন সার্ভিস" @rex-sumon এর আন্ডারে সরাসরি কমিউনিটি একাউন্ট থেকেই পরিচালিত হোক । তাহলে, আমরা "আমার বাংলা ব্লগ" এর প্রত্যেক নিউ ইউজারকে ফ্রী ফ্রী ১০০ স্টিম পাওয়ার ডেলিগেট করতে পারবো । ১০০ স্টিম পাওয়ার ডেলিগেশন পেলে আপনি প্রতি ২৪ ঘন্টায় ১০০+ কমেন্ট করতে পারবেন । এটা হিউজ ।


ফ্রি ডেলিগেশন সার্ভিস থেকে ডেলিগেশন : রাউন্ড ১২


ডেলিগেশন পরিমাণ : @abb-fun থেকে আপ টু ১০০ স্টিম করে প্রত্যেককে


দ্বাদশতম রাউন্ডে সকল ফ্রি ডেলিগেশন পাওয়া এক্টিভ ইউজারদের আইডি নিম্নরূপ :

SerialDelegatorDelegateeBase AmountCurrent Active Amount
01@abb-fun@jannat0499100100.02

এই মুহূর্তে সকল ফ্রি ডেলিগেশন পাওয়া এক্টিভ ইউজারদের আইডি নিম্নরূপ :

SerialDelegatorDelegateeBase AmountCurrent Active Amount
01@abb-fun@redwanhossain10052
02@abb-fun@jannat0499100100.02

উপরের প্রত্যেক স্টিমিট ইউজারকে @abb-fun থেকে আপ টু ১০০ স্টিম করে ডেলিগেশন দেওয়া হয়েছে ।

কী ভাবে আপনি ফ্রি ১০০ স্টিম পাওয়ার ডেলিগেশন পাবেন ?


=> আপনাকে একদম নতুন ইউজার হতে হবে "আমার বাংলা ব্লগ" এ

=> আপনার ভেরিফিকেশন প্রসেস কমপ্লিট করতে হবে আমার বাংলা ব্লগ স্কুল লেভেল -০১ এর ফার্স্ট ক্লাসে

=> আপনার স্টিমিট ওয়ালেটে ৩০ স্টিম পাওয়ার এর কম পাওয়ার থাকতে হবে

=> আপনাকে "আমার বাংলা ব্লগ" এর ডিসকোর্ড চ্যানেল "free-delegation" এ ডেলিগেশন এর জন্য এপ্লাই করতে হবে



***আপনি লেভেল ৫ এ উঠলে অথবা, আপনার ওয়ালেটে যতক্ষণ অব্দি ইফেক্টিভ ১০০ স্টিম পাওয়ার না জমে ততক্ষণ অব্দি ডেলিগেশন এক্টিভ থাকবে । ৪৫ দিনের বেশি একটানা inactive থাকলে ডেলিগেশন ক্যান্সেল করা হবে ।

এখানে আপনার ওয়ালেটে আমরা স্টিম পাওয়ার ক্যালকুলেট করবো এই ভাবে -
আপনাকে দেওয়া ডেলিগেশন এমাউন্ট = 100 - (X + Y +Z)
এখানে,
X = আপনার ওয়ালেটে মোট লিকুইড স্টিমের পরিমাণ
Y = আপনার ওয়ালেটে মোট স্টিম পাওয়ার (SP) পরিমাণ
Z = আপনার ওয়ালেটে মোট STEEM BACKED DOLLAR (SBD) এর সমমূল্যের স্টিম***


------- ধন্যবাদ -------


পরিশিষ্ট


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code

TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


steempro....gif

»»——⍟——««








Sort:  
 3 months ago 

আশাকরি যে সকল সদস্য এই সুবিধাটি পেল, তারা অবশ্যই এর যথাযোগ্য প্রয়োগ করবে। আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি দাদা আপনাকে।

 3 months ago 

নতুনদের ভালোভাবে এই প্ল্যাটফর্মে টিকে থাকার জন্য এটা খুবই ভালো একটা উদ্যোগ। আমি বিগত সময়ে লক্ষ্য করে দেখেছিলাম যে সুমন ভাই এই কাজটা করতো। আপনি সুমন ভাইয়ের সেই উদ্যোগটা নিজেই গ্রহণ করেছেন এখন আর ভালোভাবে কাজটা চালিয়ে যাচ্ছেন এটা দেখে খুবই ভালো লাগলো।

Congratulations, your post has been upvoted by @nixiee with a 100 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.

 3 months ago 

অসংখ্য ধন্যবাদ দাদা আমাকে ফ্রি ডেলিগেশন প্রদান করার জন্য। আমি আমার সর্বোচ্চ দিয়ে কাজ করার চেষ্টা করব ইনশাআল্লাহ।

 3 months ago 

নতুনদের জন্য ফ্রি ডেডিকেশন সার্ভিস খুবই গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ। নতুন যারা রয়েছে তাদের কাজের যেন কোন অসুবিধা না হয় এজন্য দারুন একটি পদক্ষেপ গ্রহণ করেছেন দাদা। অনেক ভালো লাগলো আপনার এই পোস্ট দেখে।

 3 months ago 

যারা নতুন রয়েছে তাদের কাজের সুবিধার জন্য দাদা আপনি খুব সুন্দর উদ্যোগ নিয়েছেন। এই সুযোগ সুবিধা পেয়ে আশা করি তারা তাদের সৃজনশীলতা খুব সুন্দর ভাবে তুলে ধরতে পারবে। আপনার পোস্ট পড়ে অনেক ভালো লাগলো। ধন্যবাদ দাদা নতুনদের সুবিধার্থে ফ্রি ডেলিগেশন সার্ভিস চালু করার জন্য।

 3 months ago 

বেশ গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ। নতুনদের কাজের সুবিধার জন্য দাদা আপনি অনেক গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ নিয়েছেন। আশা করছি তারা এই সুবিধা পেয়ে তাদের সৃজনশীলতা খুব সুন্দর ভাবে তুলে ধরতে পারবে। অনেক ধন্যবাদ দাদা পোস্টটি শেয়ার করার জন্য।

 3 months ago 

আমার বাংলা ব্লগ কমিউনিটি থেকে নতুন মেম্বার দের কে স্টিম ডেলিগেশন দেয়া হয়। এটা আসলেই আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপনি দেখছি আজকে একজন নতুন মেম্বার কে স্টিম ডেলিগেশন করে দিয়েছেন। নতুন মেম্বার এই স্টিম ডেলিগেশন পাওয়ার মাধ্যমে খুবই সুন্দর ভাবে কাজ করতে পারেন।

 3 months ago 

এটা নিঃসন্দেহে দারুণ একটি উদ্যোগ। নতুন ইউজাররা ফ্রি ডেলিগেশন পেয়ে বেশ উপকৃত হয়। কারণ তারা এর মাধ্যমে কমিউনিটিতে যথাযথভাবে নিজেদের এনগেজমেন্ট ধরে রাখতে পারে। যাইহোক নতুন একজন ইউজারকে ফ্রি ডেলিগেশন দেওয়া হয়েছে, এটা দেখে ভীষণ ভালো লাগলো দাদা। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Upvoted! Thank you for supporting witness @jswit.