ফোটোগ্রাফি সিরিজ : "কক্সবাজার সমুদ্র সৈকতে মেরিন অ্যাকোয়ারিয়াম পরিদর্শন" - পর্ব ০৩steemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগlast year

IMG_20230109_125545.jpg


বাংলাদেশের কক্সবাজার সমুদ্র সৈকতে মেরিন অ্যাকোয়ারিয়াম পরিদর্শনের সিরিজ ফোটোগ্রাফি পোস্টের আজ আমার তৃতীয় পর্ব । আজকে আপনাদের সামনে হাজির করতে চলেছি সমুদ্রের তলদেশের কোরাল রীফের কিছু রঙিন মাছ, অশ্বক্ষুরাকৃতি কাঁকড়া (Horseshoe crab), সামুদ্রিক লবস্টার, এঞ্জেল ফিশ, ষ্টার ফিশ, কেলবেরি পিকক বাস এবং Black ghost knifefish (পিশাচ মাছ) ।

এদের মধ্যে সব চাইতে আমার কাছে আকর্ষণীয় প্রাণী দু'টি হলো - এক. অশ্বক্ষুরাকৃতি কাঁকড়া (Horseshoe crab) এবং দুই. ঘোস্ট ফিশ (পিশাচ মাছ) । আমি জীবনে প্রথম অশ্বক্ষুরাকৃতি কাঁকড়া দেখলাম নিজের চোখে । শুনেছি এই কাঁকড়ার রক্তের দাম অসম্ভব । দুরারোগ্য সব রোগের ভ্যাকসিন তৈরিতে ব্যবহৃত হয় এদের রক্ত । অশ্বক্ষুরাকৃতি কাঁকড়া একটি জীবন্ত জীবাশ্ম, আনুমানিক প্রায় ৪০ কোটি বছর আগে এদের উদ্ভব । এদের রক্তের রং নীলাভ, বস্তুত এদের রক্তে উল্লেখযোগ্যভাবে তামার উপস্থিতির জন্য এমন হয়ে থাকে ।

এদের রক্তের একটা অসামান্য গুণ পরিলক্ষিত হয়, সেটা হলো যে কোনো ব্যাকটেরিয়াজনিত ইনফেকশন প্রতিরোধ করা ও প্রায় চোখের নিমেষে রক্ত জমাট বাঁধতে পারা । এই একই কাজটি করতে যে কোনো স্তন্যপায়ীপ্রাণীদের কমপক্ষে ৪৮ ঘন্টা সময় লেগে যায় । এইসব অনন্যসাধারণ গুনের কারণে এদের রক্ত ব্যাপকভাবে চিকিৎসাক্ষেত্রে ব্যবহৃত হয় ।

পৃথিবীতে যত সব নামকরা ভ্যাকসিন নির্মাতা কোম্পানি আছে তারা প্রত্যেক বছর বিপুল পরিমানে এই কাঁকড়া ধরে তার থেকে রক্ত গ্রহণ করে আবার তাদের সমুদ্রে ছেড়ে দেয় । এই কাঁকড়ার রক্তের বেশ দাম আছে । এক লিটার অশ্বক্ষুরাকৃতি কাঁকড়ার নীল রক্তের দাম ভারতীয় মুদ্রায় ১২-১৫ লক্ষ টাকা ।

এরপরে দেখলাম আরেক বিস্ময়কর মাছ, পিশাচ মাছ (Black ghost knifefish) । এই মাছটি দেখতে অদ্ভুত । অনেকটা আমাদের দেশের ফলুই মাছের মতো, কিন্তু কুচকুচে কালো গায়ের রং । লেজের দিকটাতে দুটো সাদা রঙের ব্যান্ড আছে । দেহের আকৃতি অবিকল একটি ছুরির মতো, কিন্তু ছুরির থেকে ভূতের সাথেই এর চেহারার মিল আছে বলতে হবে । যদিও আমরা কেউ কোনোদিনও ভূত দর্শন করার সৌভাগ্য অর্জন করতে পারিনি ।

ষ্টার ফিশও দেখেছিলাম আমরা । তবে বালির মধ্যে প্রায় অদৃশ্য হয়ে ছিল তারা । খুঁজে দেখার জন্য চোখের জোর থাকা চাই ।


রক লবস্টার ও ব্যান্ডেড এঞ্জেল ফিশ ।

তারিখ : ০৯ জানুয়ারি ২০২৩

সময় : সকাল ১১ টা ৩৫ মিনিট

স্থান : কক্সবাজার সমুদ্র সৈকত, বাংলাদেশ ।


কোরাল রীফের রঙিন মাছের ঝাঁক ।

তারিখ : ০৯ জানুয়ারি ২০২৩

সময় : সকাল ১১ টা ৩৫ মিনিট

স্থান : কক্সবাজার সমুদ্র সৈকত, বাংলাদেশ ।


Horseshoe crab, Star Fish & Banded cichlid

তারিখ : ০৯ জানুয়ারি ২০২৩

সময় : সকাল ১১ টা ৩৫ মিনিট

স্থান : কক্সবাজার সমুদ্র সৈকত, বাংলাদেশ ।


Clown Loach আর কেলবেরি পিকক বাস ।

তারিখ : ০৯ জানুয়ারি ২০২৩

সময় : সকাল ১১ টা ৩৫ মিনিট

স্থান : কক্সবাজার সমুদ্র সৈকত, বাংলাদেশ ।


ভুতুড়ে মাছ Black ghost knifefish ।

তারিখ : ০৯ জানুয়ারি ২০২৩

সময় : সকাল ১১ টা ৩৫ মিনিট

স্থান : কক্সবাজার সমুদ্র সৈকত, বাংলাদেশ ।


ক্যামেরা পরিচিতি : OnePlus
ক্যামেরা মডেল : EB2101
ফোকাল লেংথ : ৫ মিমিঃ



✡ ধন্যবাদ ✡



পরিশিষ্ট


আজকের টার্গেট : ৫১০ ট্রন জমানো (Today's target : To collect 510 trx)


তারিখ : ০৪ এপ্রিল ২০২৩

টাস্ক ২২৫ : ৫১০ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron


আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx

৫১০ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :

TX ID : 6bfff587fdf09f44c523030eb255d920f49795ec8db3803ffa9cb5b1e773e941

টাস্ক ২২৫ কমপ্লিটেড সাকসেসফুলি


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code

TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

অশ্বক্ষুরাকৃতি কাঁকড়ার রক্তের কথা জানতাম না। এই কাঁকড়ার রক্ত থেকে ঔষধ ও ভ্যাকসিন তৈরি করা যায় তা জানতাম না। অশ্বক্ষুরাকৃতি কাঁকড়া আমি দেখতে পারলাম না। কোন ইমেজ শো করছেনা। 😓 শুধু লেখাগুলোই পড়ে নিলাম।

Hi!
Your pictures are not showing. In fact, I can't see any pictures on new articles.

 last year 

দাদা অনেক সুন্দর একটি পোস্ট করেছেন আপনি। আপনার পোস্টটি পড়ে আমার খুবই ভালো লেগেছে। বিশেষ করে অশ্বক্ষুরাকৃতি কাঁকড়া সম্পর্কে অনেক অজানা তথ্য জানতে পারলাম আপনার পোস্টটি পড়ে। দারুন একটি পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

দাদা দেখতে দেখতে কক্সবাজার সমুদ্র সৈকতে মেরিন অ্যাকোয়ারিয়াম পরিদর্শনের পর্ব ৩ দেখলাম ৷ আপনি বেশ কিছু সমুদ্রের তলদেশের কোরাল রীফের বেশ কিছু রঙিন মাছের ফটোগ্রাফি শেয়ার করেছেন ৷ এই সব মাছ আগে কখনই দেখা হয় নি ৷ ভালো লাগলো দাদা

 last year 

দাদা আপনার পোষ্টের মাধ্যমে অশ্বক্ষুরাকৃতি কাঁকড়ার সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম।এর আগে সকল তথ্য জানা ছিল না যে এই কাঁকড়া রক্ত দিয়ে ভ্যাকসিন তৈরি করা হয়। জেনে সত্যিই খুব ভালো লাগলো। তবে অশ্বক্ষুরাকৃতি কাঁকড়ার ফটোগ্রাফি তো দেখতে পেলাম না। আর ভুতুড়ে মাছের ফটোগ্রাফি গুলো দেখে সত্যিই অদ্ভুত লাগলো। সত্যিই দেখতে অনেকটা ভূতের মত। এই সকল মাছ আগে কখনো দেখা হয়নি। ধন্যবাদ দাদা এত সুন্দর সুন্দর অজানা মাছগুলোর সাথে আমাদেরকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য।

 last year 

মেরিন অ্যাকোয়ারিয়াম পরিদর্শনের ইতিমধ্যে আপনি আামাদের মাঝে দুটি পর্ব শেয়ার করেছেন। আজ আবার প্রায় ১৪-১৫ টি ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করলেন। আসলে দাদা আপনার এই পোস্টগুলোর মাধ্যমে জীবনে না দেখা অনেক কিছুিই আজ দেখলাম। ধন্যবাদ দাদা আপনাকে।

Coin Marketplace

STEEM 0.29
TRX 0.13
JST 0.033
BTC 63252.23
ETH 3035.50
USDT 1.00
SBD 3.73