আমার নতুন প্রজেক্ট - "Crypto Inheritance Wallet Card"steemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগlast year

Screenshot 2023-07-15 132304.png

প্রতীকী ছবি


আমরা বর্তমানে অনেকেই কিছু না কিছু crypto assets এর মালিক । এই সকল crypto assets আমরা অনেকেই খুব poorly ভাবে সংরক্ষণ করছি এবং এর প্রাইভেট কীগুলো ব্যাকআপ রেখেছি unsecure way তে । আবার অনেকেই প্রাইভেট কীগুলো unencrypted ফর্মেই ডিরেক্ট মোবাইল বা ল্যাপটপে সংরক্ষণ করছেন । এটি খুবই dangerous । যে কোনো সময় প্রাইভেট কীগুলো hacked হয়ে যেতে পারে ।

আবার অনেকে ভাবছেন গুগল ড্রাইভ বা অন্য যে কোনো ক্লাউড স্টোরেজে সরাসরি unencrypted ফর্মে প্রাইভেট কীগুলো রাখা সেফ । কিন্তু, এটা একটা মস্ত ভুল । কারণ, এগুলো হ্যাক হওয়া পসিবল । তাহলে ? কি ভাবে আপনার crypto assets এর প্রাইভেট কীগুলো খুব সিকিউর ওয়েতে সেভ রাখবেন ? আপনার মৃত্যুর পরে আপনার অনুপস্থিতে কীভাবে আপনার উত্তরাধিকারী এই সকল ক্রিপ্টো এসেট গুলো খুব সহজেই এক্সেস করতে পারে ?

আপনি কীভাবে কোন ওয়েতে আপনার ক্রিপ্টো এসেট এর প্রাইভেট কীগুলো ডিজিটাল এবং ফিজিক্যাল দুই ভাবেই অত্যন্ত সিকিউর ওয়েতে ব্যাকআপ রাখতে পারবেন ? হ্যাকার বা অন্য যে কেউ আপনার ব্যাকআপ রাখা ক্রিপ্টো এসেটগুলো হাতের নাগালে পেয়েও কিছুই করতে পারবে না, কোন উপায়ে এটা সম্ভব ?

সর্বোপরি এমন একটা সহজ সিস্টেম কি ইউজ করা যায় না যেখানে আপনার সকল ক্রিপ্টো এসেটগুলো ওয়ালেট হিসেবে সবার চোখের সামনে প্রিন্টেড, ডিজিটাল ফর্ম এবং ইভেন মেটালিক ফর্মে সেভ রাখা যায়, এবং যখনই দরকার হবে তখনই অত্যন্ত নিরাপদ উপায়ে এবং অত্যন্ত সহজে এই সকল ক্রিপ্টো এসেট আপনি একসেস করতে পারবেন । এমনকী আপনার মৃত্যুর পরেও আপনার উত্তরাধিকারী এই সকল ক্রিপ্টো এসেট একসেস করতে পারবে, কিন্তু তৃতীয় কোনো ব্যক্তির পক্ষে কোটিবার চেষ্টা করা সত্ত্বেও এগুলো একসেস করা সম্ভবপর হবে না ।

ঠিক এমনই একটা সিস্টেম তৈরী করার জন্য পরিকল্পনা করেছি আমি । এই প্রজেক্টটার নাম দিয়েছি "Crypto Inheritance Wallet Card" । আপনি অনেকগুলো এনক্রিপ্টেড QR code based ক্রিপ্টো ওয়ালেট তৈরী করতে পারবেন এই সিস্টেম এ । সেগুলো প্রিন্ট করে বা ডিজিটাল উপায়ে সেভ রাখতে পারবেন । আবার যে কোনো সময়ে সেগুলো খুব সহজেই decrypt করে ওয়ালেটে একসেস করতে পারবেন । গোটা প্রসেসটাই একটিমাত্র উইন্ডোজ এপ্লিকেশন এবং তার সাথে একটি android 2FA সফটওয়্যার ইউজ করে করতে পারবেন । পুরোটাই অফলাইনে । এই সিস্টেমের Encryption Algorithm হলো অ্যাডভান্সড টেকনোলজির । তাই এটা সম্পূর্ণ নিরাপদ । একটি সুপার কম্পিউটারও এই সিকিউরিটি break করতে পারবে না ।

আগামী কয়েকটা এপিসোডে আমার "Crypto Inheritance Wallet Card" প্রজেক্টটার অগ্রগতি সম্পর্কে ধারাবাহিকভাবে পোস্ট করবো ।


------- ধন্যবাদ -------


পরিশিষ্ট


আজকের টার্গেট : ৫২৫ ট্রন জমানো (Today's target : To collect 525 trx)


তারিখ : ১৫ জুলাই ২০২৩

টাস্ক ৩২৫ : ৫২৫ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron


আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx

৫২৫ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :

TX ID : f9d942044a3f728bbea6595f9ff205cc2a606ca89031c1301754704bd40fb168

টাস্ক ৩২৫ কমপ্লিটেড সাকসেসফুলি


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code

TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


steempro....gif

Sort:  
 last year 

দাদা আপনার অসাধারণ উদ্যোগ দেখে আমার কাছে অনেক বেশি ভালো লাগলো। আমাদের crypto assets সংরক্ষণের পাশাপাশি crypto assets এর নিরাপত্তার জন্য key গুলি সংরক্ষণ করা খুবই গুরুত্বপূর্ণ। আর সেই key গুলি সংরক্ষণের জন্য গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ গ্রহণ করেছেন আপনি। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি উদ্যোগ গ্রহণ করার জন্য।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Hi @rme,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Come and visit Italy Community

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

দাদা আপনার প্রত্যেকটা উদ্যোগ সত্যি প্রশংসা পাওয়ার যোগ্য। যেগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা যে কোন বিষয়ে অনভিজ্ঞ থাকলে আপনি সেটা নিয়ে চিন্তাভাবনা করে আমাদের জন্য সুবিধার দিকটা নিয়ে চলে আসেন। অনেক ভালো হবে আমরা এই বিষয়ে তেমন একটা জানিনা তবুও আপনার মাধ্যমে সতর্কতা অবলম্বন করতে পারব এটাই অনেক বড় পাওয়া।

 last year 

আলহামদুলিল্লাহ।
এটা অনেক চমৎকার একটি আইডিয়া এবং এর নিরাপত্তা দেখে অবাক হলাম। ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি এটা বাস্তবায়ন হোক এই কামনা করছি।

 last year 

দারুন একটা উদ্যোগ গ্রহণ করেছেন দাদা। নিজেদেরকে কিপটোকারেন্সি সংরক্ষণ করার জন্য এটা খুবই সুন্দর একটা উদ্যোগ বলে আমার কাছে মনে হচ্ছে। আমি চাই আপনি যেন এই কাজে দ্রুত সফলতা অর্জন করেন।

 last year 

জী দাদা ঠিক বলেছেন আমরা প্রায় সময় প্রাইভেট কীগুলো নিয়ে টেনশনে থাকি। কখন হ্যাক হয়ে যায়। আমাদের প্রাইভেট কীগুলোর নিরাপত্তার কথা চিন্তা করে আপনি যে প্রজেক্ট শুরু করতে যাচ্ছেন। আশা করি সেটা আমাদের জন্য অনেক উপকারে আসবে। ধন্যবাদ দাদা।

Very interesting my friend.
Thanks for sharing

 last year 

"Crypto Inheritance Wallet Card" প্রজেক্ট নিয়ে আপনি কাজ শুরু করেছেন জেনে সত্যিই ভালো লাগলো দাদা। অনেক সময় আমরা আমাদের ওয়ালেটের সুরক্ষার কথা ভেবে অনেক কিছু চিন্তা করি। অনেকেই হ্যাকারের কবলে পড়ে নিজের সবকিছু হারিয়েছে। দাদা আপনার এই উদ্যোগকে সাধুবাদ জানাই। আপনার এই উদ্যোগটি সত্যিই দারুণ ছিল দাদা। আশা করছি খুব শীঘ্রই সফলতা অর্জন করতে পারবেন।