আমার নতুন প্রজেক্ট - "Crypto Inheritance Wallet Card" - Update 04steemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগlast year (edited)

Screenshot 2023-08-05 133354.png


পড়ুন পূর্বের এপিসোডগুলো : [এপিসোড ০১] [এপিসোড ০২] [এপিসোড ০৩] [এপিসোড ০৪]



আজকের সংক্ষিপ্ত আপডেট এনাউন্সমেন্টে জানাতে চাই যে আমার শখের "Crypto Inheritance Wallet Card" প্রজেক্ট এর কোর কোডিং এর কাজ সম্পূর্ণ করা হয়েছে, এখন গ্যালারীর কোডিং চলছে । এই ওয়েব অ্যাপে একটা গ্যালারী সেকশন রাখা হচ্ছে যেখানে বেশ কয়েকটি ক্রিপ্টো পেপার ওয়ালেটের টেমপ্লেট রাখা থাকবে । যে কেউ এই গ্যালারি থেকে টেমপ্লেট ডাউনলোড করে নিজের মতো মডিফাই করে কাস্টম ক্রিপ্টো পেপার ওয়ালেট ডিজাইন করতে পারবেন ।

আজকের এই সংক্ষিপ্ত আপডেটে চলুন দেখে নিই কি কি ফিচার থাকছে আমাদের এই ওয়েব অ্যাপে ।


AES (Advanced Encryption Standard) Tool:


এই টুলটিই হলো আসল ফিচার এই ওয়েব অ্যাপের । টুলটি দিয়ে খুব সহজেই যে কোনো টেক্সট ডেটাকে AES 256 Bit Encryption Algorithm ব্যবহার করে এনক্রিপ্ট করা সম্ভব । অর্থাৎ, আপনার যাবতীয় ক্রিপ্টো ওয়ালেটের সব প্রাইভেট কীগুলোকে খুব সিকিউর ওয়েতে এনক্রিপ্ট করে ব্যাকআপ রাখতে পারবেন - প্রিন্টেড কপি অথবা ডিজিটাল কপি হিসেবে ।


Character encoding conversion Tool:


এই টুলটি দিয়ে খুব সহজেই যে কোনো এনকোডেড ডেটা বা টেক্সটকে অন্য ফর্মে কনভার্শন করা পসিবল । মোট ১০ টি কনভার্সন মেথড রাখা হয়েছে এই টুলটিতে । Hexadecimal, Text, Binary, Decimal, Base58, B58Check, Base64, Rfc1751, Poetry এবং Rot13 ।


Electrum Seed Generation:


আমরা সবাই বিটকয়েন ওয়ালেট Electrum এর সাথে কম বেশি পরিচিত । এটি একটি খুবই সিকিউরড ওপেন সোর্স বিটকয়েন ওয়ালেট সফটওয়্যার । এই ওয়ালেট অ্যাপ ইউজ করে Seeds এর মাধ্যমে HD Bitcoin Wallet জেনারেট করা হয়ে থাকে । Seeds হলো ফিক্সড ১২ টি ওয়ার্ডের একটি ক্রমানুযায়ী সেট ।একে mnemonic phrase-ও বলা হয়ে থাকে । যাই হোক এই টুলটি দিয়ে আপনি seeds জেনারেট করে তা দিয়ে আনলিমিটেড বিটকয়েন ওয়ালেট create করতে পারবেন । এই বিটকয়েন ওয়ালেটগুলোর প্রাইভেট কীগুলোকে আপনি AES Encryption টুলের Encryption Key হিসেবে ইউজ করতে পারবেন । মনে রাখবেন এই কীগুলো আনব্রেকেবল ।


Bitcoin Brain-wallet Private Key Generation:


ব্রেইন ওয়ালেট আইডিয়া একটি ইনোভেটিভ আইডিয়া । আপনি যে কোনো টেক্সট ইউজ করে একটি বিটকয়েন প্রাইভেট কী জেনারেট করতে পারবেন এই টুলটির মাধ্যমে । তবে অন্য কেউ যদি আপনার ইউজ করা টেক্সট সহজে বের করে ফেলতে পারে তবে কিন্তু আপনার জেনারেট করা বিটকয়েন এর প্রাইভেট কী সে বের করে ফেলতে পারবে । তাই এমন কিছু টেক্সট ইউজ করা উচিত যা দুনিয়ার কেউই বের করতে পারবে না কোনো ভাবেই । তাই সম্পূর্ণ ইউনিক কোনো নিজের লেখা কবিতা, গান বা লম্বা কোনো সেন্টেন্স ইউজ করতে হবে ব্রেইন ওয়ালেটের passphrase হিসেবে, তাহলে আপনি সম্পূর্ণ নিরাপদ ।


Bitcoin Salted Brain-wallet Private Key Generation:


এই টুলটি একদম সেম অ্যাজ ব্রেইন ওয়ালেট, শুধু একটা বাড়তি সিকিউরিটি লেয়ার অ্যাড করা হয়েছে এই টুলটিতে । সেটা হলো Salt । মোট দু'রকমের Salt ইউজ করতে পারবেন এই টুলে - এক. টেক্সট সল্ট এবং দুই. ইমেজ সল্ট । এরপর আবার সল্ট ইউজ করে যে হ্যাশটা হবে সেটাও দু'রকমের রয়েছে - এক. নরমাল হ্যাশ এবং দুই. অ্যাডভান্সড হ্যাশ । আপনি যদি অ্যাডভান্সড হ্যাশ অপশনটি চুজ করেন তবে আপনার জেনারেট করা বিটকয়েন প্রাইভেট কীটা ১০০% হ্যাকপ্র্রফ এবং ব্রুট ফোর্স এটাক প্রুফ হবে । তবে, ব্রেইন ওয়ালেটের passphrase খুব লম্বা একদমই ইউনিক কোনো সেন্টেন্স হতে হবে - এটা মাথায় রাখবেন ।


সিকিউরিটির কথা মাথায় রেখে প্রজেক্টটি সম্পূর্ণ আমি নিজেই কোডিং করেছি এবং সোর্স কোড সবার জন্য উন্মুক্ত করেছি । তাই এই ওয়েব অ্যাপটি একটি সম্পূর্ণ ওপেন সোর্স প্রজেক্ট ।

ওয়েব অ্যাপ লিংক : https://tintin.in/index.html


------- ধন্যবাদ -------


পরিশিষ্ট


আজকের টার্গেট : ৫২৫ ট্রন জমানো (Today's target : To collect 525 trx)


তারিখ : ০৫ আগস্ট ২০২৩

টাস্ক ৩৪৬ : ৫২৫ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron


আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx

৫২৫ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :

TX ID : b549fc2bf171a525bb128e822aabbd43a9a9507d9d2796eac6a346f5f8e752ae

টাস্ক ৩৪৬ কমপ্লিটেড সাকসেসফুলি


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code

TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


steempro....gif

Sort:  
 last year 

সত্যি দাদা আপনি প্রতিনিয়ত আমাদের সাধারণ ইউজারদের কথা ভেবে দারুন দারুন কিছু আইডিয়া আমাদের মাঝে শেয়ার করছেন। আপনার আইডিয়াগুলো বেশ অসাধারণ। আমাদের সাধারণ ইউজারদের অ্যাকাউন্টের সিকিউরিটির কথা চিন্তা করে আপনি নিজেই কোডিং এর কাজ করছেন জেনে বেশ ভালো লাগলো। আপনার পোষ্টের মাধ্যমে আজকে আমরা ওয়েব অ্যাপের লিংক ও পেয়ে গেলাম। ধন্যবাদ দাদা এত সুন্দর একটি প্রজেক্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

নিরাপত্তা সবথেকে গুরুত্বপূর্ণ। এই নিরাপত্তার জন্যই আপনি অনেক চমৎকার একটি টুলস আমাদের জন্য তৈরি করেছেন দাদা। এ জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আমরা সবাই এই টুলস ব্যবহার করে নিরাপত্তা নিশ্চিত করব।

 last year 

দাদা সিকিউরিটির কথা মাথায় রেখে নতুন প্রজেক্টের কাজ প্রায় চারটি পর্ব শেয়ার করেছেন।খুব ভালো লাগলো আপনার এই প্রজেক্টের বিষয়গুলো পড়ে। দাদা আপনি আছেন বলেই নিরাপদে কাজ করে সবকিছু নিরাপদে রাখতে পারবো আশাকরি।সব সময় ছায়া দিয়ে রাখবেন।কম বুঝলে ও কাজ করে যেতে চাই।আশাকরি আপনার মাধ্যমে সবকিছু সহজ হয়ে যাবে।অসংখ্য ধন্যবাদ দাদা সুন্দর একটি প্রজেক্ট নিয়ে কাজ এবং কোডিং এর কাজ ও আপনি নিজেই করেছেন তাই।

 last year 

দাদা সিকিউরিটির কথা ভেবে সম্পূর্ণ কোডিং এর কাজ আপনি নিজে করেছেন, এটা জেনে ভীষণ ভালো লাগলো। আপনি সবসময়ই আমাদের কথা ভাবেন। আশা করি এই টুলস ব্যবহার করে সবাই বেশ উপকৃত হবে। সবকিছুর জন্য অসংখ্য ধন্যবাদ দাদা। আপনার জন্য শুভকামনা রইল।

 last year 

সিকিউরিটির কথা মাথায় রেখে দারুন একটি প্রজেক্ট তৈরি করেছেন দেখে অনেক ভালো লাগলো দাদা। আপনি অনেক পরিশ্রম করে এই প্রজেক্টটি তৈরি করেছেন এবং কাজ করেছেন এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।

 last year 

সত্যি দাদা আপনি অসাধারণ। আমাদের সবার একাউন্টের সিকিউরিটির কথা চিন্তা করে আপনি নিজেই প্রজেক্টটি সম্পন্ন করেছেন এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা। এই প্রজেক্ট সম্পর্কে আগে তিনটি টিউটোরিয়াল এবং আজকের একটি দিয়ে মোট চারটি টিউটোরিয়াল থেকে আমরা সবাই ভালোভাবে নিজের একাউন্টে সুরক্ষিত রাখতে পারবো। দাদা আপনার জন্য শুভকামনা রইলো।

 last year 

নতুন এবং ভিন্ন ধরনের কিছু দেখলাম দাদা, সত্যি সিকিউরিটির বিষয়টি কতটা আপডেট এর আমরা কতটা পিছিয়ে। নতুনভাবে অনেক কিছু শেখার এবং জানার সুযোগ পাচ্ছি আমরা। ধন্যবাদ দাদা

 last year 

দাদা দেখতে দেখতে আপনার নতুন প্রজেক্ট এর চারটি পর্ব শেয়ার করে ফেললেন। আজকে ওয়েব অ্যাপের অনেক গুলো ফিচার সম্পর্কে জানতে পারলাম। সিকিউরিটির কথা মাথায় রেখে প্রজেক্টটি সম্পূর্ণ আপনি নিজেই কোডিং করেছেন সেটা জেনে খুবই ভাল লাগলো। আবার আজকে ওয়েব অ্যাপ লিংক ও পেয়ে গেলাম। ধন্যবাদ দাদা।

বর্তমান সময়ে তো নিরাপত্তা অনেক বেশি জরুরি হয়ে পড়েছে দাদা। সত্যি কথা বলতে নতুন এবং ভিন্ন ধরনের কিছু জানতে পারলাম আজকে। যেহেতু সিকিউরিটির কথা মাথায় রেখে প্রজেক্টটি সম্পূর্ণ তুমি নিজেই কোডিং করেছো। তার মানে এটা যে ভালো হবে সেটা নিয়ে কোন সন্দেহ নেই।