"এসো নিজে করি" সপ্তাহ ঘোষণা (DIY Events Week Announcement) [03 November to 09 November'24]

in আমার বাংলা ব্লগ2 months ago (edited)


"আমার বাংলা ব্লগের" প্রায় ৩ বছর পূর্বের এক ডিসকর্ড হ্যাংআউট-এ আমি ঘোষণা করেছিলাম প্রতি মাসের যেকোন প্রথম সপ্তাহ ব্যাপী "এসো নিজে করি" কর্মসূচি পালিত হবে । সেই মতো প্রায় ৬ মাস যাবৎ "এসো নিজে করি" সপ্তাহ পালিত হয়েছিল । তারপরে, ধীরে ধীরে সেটি বন্ধ হয়ে যায় । আবার দীর্ঘদিন পরে গত মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকে এই ক্রিয়েটিভ উইকটি চালু করা হয়েছে ।

English DIY শব্দটি হলো একটি abbreviation, এটির পূর্ণ রূপ হলো Do It Yourself. আমাদের কমিউনিটিতে আমরা এটিকেই "এসো নিজে করি" হিসাবে উল্লেখ করে থাকি ।

DIY এমন একটি event যেটি আমাদের প্রত্যেকের মধ্যকার সৃষ্টিশীলতাকে (creativity) পরিপূর্ণরূপে বিকশিত করতে সাহায্য করে । তাই স্বভাবতই, এটার প্রতি আমার নিজেরও বাড়তি একটা টান আছে । "আমার বাংলা ব্লগ" এ এখন ২০০+ ব্লগার অলটাইম এক্টিভ থাকেন, তাই, প্রত্যেক মাসের প্রথম সপ্তাহব্যাপী "DIY" বা "এসো নিজে করি" বা "ক্রিয়েটিভ উইক (Creative Week)" ইভেন্টটি চালু করার মাধ্যমে প্রত্যেক মাসে আমাদের কমিউনিটির ইউজারদের মধ্যে সৃজনশীলতার উন্মেষ হোক এমনটাই প্রত্যাশা রাখছি ।

নিম্নে নভেম্বর মাসের DIY Event Week এর বিস্তারিত নিয়ম কানুনগুলো তুলে ধরা হলো --

ইভেন্টের নাম :

DIY Event Week ("এসো নিজে করি" সপ্তাহ)

ইভেন্টে অংশগ্রহণের সময়কাল :

প্রত্যেক মাসের প্রথম সপ্তাহব্যাপী । কিন্তু, অনিবার্য কারণবশতঃ যদি প্রথম সপ্তাহে ইভেন্ট অনুষ্ঠিত না হয়ে থাকে তবে সেক্ষেত্রে মাসের দ্বিতীয়/তৃতীয়/চতুর্থ সপ্তাহব্যাপী ইভেন্ট অনুষ্ঠিত হতে পারবে। সেই নিয়মানুযায়ী নভেম্বর মাসের প্রথম সপ্তাহ অর্থাৎ, ০৩ তারিখ রবিবার থেকে ০৯ তারিখ শনিবার রাত ১২ টা অব্দি এই ইভেন্টের ব্যাপ্তিকাল ।

ইভেন্টে অংশগ্রহণের যোগ্যতা :

"আমার বাংলা ব্লগ" এর সকল "verified member"-এর প্রত্যেকেই এই ইভেন্টে অংশ নিতে পারবেন ।

DIY ইভেন্টের গ্রহণযোগ্যতা :

১. যে কোনো টাইপের craft building এই DIY ইভেন্টে eligible হিসাবে গণ্য করা হবে ।
২. Abstract আর্ট বাদে যেকোন ধরণের ফাইন আর্ট ও স্কেচ এই DIY ইভেন্টে যোগ্য বলে বিবেচিত হবে ।
৩. নিজে তৈরী করা যে কোনো ধরণের ভাস্কর্য (sculpture) ও শিল্পকর্ম এই DIY ইভেন্টে যোগ্য বলে বিবেচিত হবে ।
৪. আপনি সম্পূর্ণ নিজে যদি কোনো জিনিস রিপেয়ার করার প্রসেস স্টেপ বাই স্টেপ শেয়ার করেন তবে সেটিকেও DIY ইভেন্টে ভ্যালিড এন্ট্রি হিসাবে গণ্য করা হবে ।
৫. নিজের লেখা ও নিজের সুরারোপিত বাংলা গান নিজের গলায় গাইলে সেটিকেও DIY ইভেন্টে ভ্যালিড এন্ট্রি হিসাবে গণ্য করা হবে ।
৬. সম্পূর্ণ ইউনিক ও ক্রিয়েটিভ যে কোনো ধরণের "কুকিং রেসিপি"-কে এই DIY ইভেন্টে যোগ্য বলে বিবেচিত হবে ।

অগ্রহণযোগ্য DIY ইভেন্ট :

১. অন্যের তৈরী করা যে কোনো ধরণের ক্র্যাফট, আর্ট, স্ক্যাল্পচার এই DIY ইভেন্টে ভ্যালিড হিসাবে গণ্য হবে না ।
২. Abstract আর্টও এই DIY ইভেন্টে ভ্যালিড হিসাবে গণ্য করা হবে না ।
৩. যে কোন ধরণের ফোটোগ্রাফি এই DIY ইভেন্টে ভ্যালিড হিসাবে গণ্য হবে না ।
৪. কোনো ধরণের ক্রিয়েটিভ রাইটিংও এই DIY ইভেন্টে বৈধ বলে গণ্য করা হবে না ।
৫. নিজের লেখা ও সুর করা গান ব্যাতিত অন্য কোনও গান গাইলে সেটিকেও DIY ইভেন্টে ভ্যালিড হিসাবে গণ্য হবে না ।

ইভেন্টের অবশ্য পালনীয় নিয়মাবলী :

১. আপনার DIY প্রজেক্টের প্রত্যেক main ষ্টেপের ফটোগ্রাফ অথবা ভিডিও শেয়ার করতে হবে
২. আপনার নিজের তৈরী craft এর সাথে একটি সেলফি দেওয়া আবশ্যক । verified member অথবা Level-01 ব্যাজধারী ব্লগারদের অবশ্য এই নিয়মটি মানা বাধ্যতামূলক নয় ।
৩. নিজের পুরোনো DIY প্রজেক্ট শেয়ার করা যাবে না । সম্পূর্ণ নতুন DIY প্রজেক্ট চাই ।
৪. DIY পোস্টটি করার সময় "amarbanglablog-event" এবং "diy" ট্যাগ অবশ্যই use করতে হবে । অন্যথায় রচনাটি এই প্রতিযোগিতায় disqualified হিসাবে গণ্য করা হবে ।
৫. Plagiarism এবং copyright Infringement কঠোরভাবে নিষিদ্ধ ।
৬. DIY ইভেন্ট সপ্তাহে দিনে ম্যাক্সিমাম ১টি করে উইকে সর্বোচ্চ মোট ২টি পোস্ট করা যাবে ।

ইভেন্টের পুরস্কার :

১. প্রত্যেক ভালো মানের DIY ইভেন্ট পোস্টে আপভোট প্রদান করা হবে ।
২. ইভেন্টে বিজয়ী হিসেবে প্রথম স্থান অধিকারী৫০ স্টিম, দ্বিতীয় স্থান অধিকারী ৩০ স্টিম এবং তৃতীয় স্থান অধিকারী ২০ স্টিম পাবেন ।

ইভেন্টের বিচারক :

"আমার বাংলা ব্লগের" সকল অ্যাডমিন এবং মডারেটরবৃন্দ ।

পুরস্কার ঘোষণা :

DIY ইভেন্ট শেষে আমাদের পরবর্তী discord hangout -এ পুরষ্কার ঘোষণা করা হবে ।


------- ধন্যবাদ -------


পরিশিষ্ট


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code

TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


Drawing (11).png

»»——⍟——««

Sort:  
 2 months ago 

এসো নিজে করি সপ্তাহ মানেই অন্যরকমের উৎসবমুখর আয়োজন। সবাই নিজেদের সেরা পোস্টগুলোই উপস্থাপন করার চেষ্টা করবে। আমরা সকলে দারুন দারুন পোস্ট গুলো দেখার সুযোগ পাবো।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 months ago 

দাদা বরাবরের মতো আবারও ডাই ইভেন্ট সপ্তাহের ঘোষণা দিয়েছেন, জেনে খুব ভালো লাগলো। আশা করি এবারের ইভেন্ট সপ্তাহেও অনেক সুন্দর সুন্দর ডাই দেখতে পাবো। যাইহোক এতো চমৎকার একটি ঘোষণা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



Hi @rme,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Come and visit Italy Community

 2 months ago 

দাদা ডাই ইভেন্ট সপ্তাহ ঘোষণা দিয়েছেন জেনে অনেক ভালো লাগলো।ডাই ইভেন্ট সপ্তাহে অনেক সুন্দর সুন্দর ডাই দেখতে পাব আশা করছি। আমি নিজেও চেষ্টা করব ডাই ইভেন্টে অংশগ্রহণ করার জন্য। অনেক ধন্যবাদ দাদা পোস্টি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 2 months ago 

যে কোন ডাই করতে আমার বেশ ভালো লাগে। তাই প্রতিমাসে এই ইভেন্ট এর জন্য অপেক্ষা করি। এ মাসেও ঘোষনা দেখে বেশ ভালো লাগলো। চেস্টা করবো অংশগ্রহন করার। ধন্যবাদ দাদা ডাই সপ্তাহ প্রতিযোগিতা ঘোষনা করার জন্য।

 2 months ago 

খুব শীঘ্রই আবারো এসো নিজে করি সপ্তাহ ঘোষণা দেখে অনেক ভালো লাগলো। সবাই আশা করি এবারেও বেশ ভালো ভালো পোস্ট করার চেষ্টা করবে। আমি নিজেও চেষ্টা করব আপনাদের মাঝে ভালো কিছু পোস্ট শেয়ার করার জন্য। অসংখ্য ধন্যবাদ দাদা, আমাদের জন্য সব সময় এত বেশি চিন্তা করার জন্য। সবার ভালো ভালো পোস্ট দেখার অপেক্ষায় রইলাম।

Congratulations, your post has been upvoted by @nixiee with a 100 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.

 2 months ago (edited)

এসো নিজে করি ইভেন্টের ঘোষণা দেখে দারুণ লাগছে৷ আবার অনেক ধরণের হাতের কাজ দেখতে পাবো। বিষয়টিও বেশ অভিনব৷ এই ভাবে কমিউনিটিতে সকলেই ব্যস্ত থাকে সৃষ্টির কাজে।