আমার বাংলা ব্লগ কনটেস্ট ৬২ : "$PUSS কয়েন নিয়ে ব্যানার তৈরির প্রতিযোগিতা" এর স্পেশ্যাল অ্যাওয়ার্ড
মাস দুই পূর্বে ৫ই সেপ্টেম্বর "আমার বাংলা ব্লগ" কর্তৃক আয়োজিত $PUSS কয়েন নিয়ে ব্যানার তৈরির প্রতিযোগিতা নামে ৬২ নাম্বার এবিবি কন্টেস্টের ঘোষণা করা হয় । ঘোষণাটি করেন কমিউনিটির মডারেটর কিংপ্রোস (@kingporos) । পোস্ট লিংক । এই কনটেস্টটির সময়কাল ছিল এক সপ্তাহ । এবারও যথারীতি যথেষ্ঠ ভালো সাড়া পেয়েছিলাম আমরা । সবাই নিজের তৈরী দারুন সব "$PUSS কয়েন এর উপর তৈরী ব্যানার" আমাদের সামনে তুলে ধরেছেন দেখে আমার খুবই ভালো লেগেছে । এবারের কন্টেস্টে সর্বমোট ২০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন ।
এবারের কন্টেস্টের বিষয়টি আমাদের সবার কাছেই খুব স্পেশ্যাল ছিল । কারণ এই মাসটা ছিল $PUSS ক্রিয়েশন এর মাস । আমিও খুব এক্সসাইটেড ছিলাম তাই এবারের কন্টেস্ট দেখে । ধন্যবাদ জানাই সকল পার্টিসিপেন্টদেরকে । "$PUSS কয়েন নিয়ে ব্যানার তৈরির প্রতিযোগিতা" কন্টেস্টে পার্টিসিপেট করে তাঁদের তৈরী দারুন সব $PUSS ব্যানার আমাদের সাথে শেয়ার করে আনন্দ দানের জন্য ।
ইতিপূর্বে কমিউনিটির মডারেটর সিয়াম (@alsarzilsiam) মডারেটর প্যানেল থেকে যে ১৪০ স্টিমের পুরস্কার ঘোষণা করা হয়েছিল শুরুতে সেটা প্রদান করেছেন । পুরস্কার প্রদানের পোস্ট লিংক । আমি শুধু স্পেশ্যাল অ্যাওয়ার্ডটা প্রদান করলাম আজ । আর এরই সাথে শেষ হয়ে গেলো আমার বাংলা ব্লগ কনটেস্ট ৬২ : "$PUSS কয়েন নিয়ে ব্যানার তৈরির প্রতিযোগিতা"-র সকল পুরস্কার প্রদান ।
পুরস্কার
প্রথম দিকে এই কন্টেস্টের মোট পুরস্কার রাখা হয়েছিল ১৪০ স্টিম । এর পরে আমি একটি স্পেশ্যাল অ্যাওয়ার্ড অ্যাড করি । স্পেশ্যাল অ্যাওয়ার্ড হিসেবে কন্টেস্টের বিজয়ী প্রথম তিনজনের প্রত্যেককে ১,০০০ $PUSS প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করি । এটাই হলো বিশেষ পুরস্কার ।
বিজয়ী এবং পুরস্কার ঘোষণা
ABB Contest 62 :: Places & Prizes
Winners
Serial | Steemit ID |
---|---|
01 | @tasonya |
02 | @rahimakhatun |
03 | @nazmul01 |
পুরস্কার প্রদান সম্পন্ন
ABB Contest 62:: Prize Distribution
Date | Serial | User ID | Prize | Status | TX ID |
---|---|---|---|---|---|
2024-10-29 | 01 | @tasonya | 1000 $PUSS | ✅ | 64c8da748710e49c429d1312927bd54deaf000330ad72fc54d323832b1406c6b |
2024-10-29 | 02 | @rahimakhatun | 1000 $PUSS | ✅ | 226354970eaa121678d0152b6a1284522890bb4240eb93d7d7937b292c0e75be |
2024-10-29 | 03 | @nazmul01 | 1000 $PUSS | ✅ | 8aac28e5a0c4a17dccc4667d6c8d4e750911ff5e9904994c6e49ba70b42d1d86 |
------- ধন্যবাদ -------
পরিশিষ্ট
Account QR Code
VOTE @bangla.witness as witness
OR
Hey, you've got to check out this song! It's really catchy and I think you'll love it.
https://ouo.io/ofL4he
Congratulations, your post has been upvoted by @nixiee with a 100 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.
আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা। সেই কনটেস্টের বিজয়ী প্রথম তিন জনের মাঝে $PUSS কয়েন পুরস্কার দিলেন। সেই সাথে বিজয়ীদেরও অভিনন্দন জানাচ্ছি।
যারা এই পুরষ্কার পেয়েছে তারা সত্যিই ভাগ্যবান মানুষ। যারা পুরষ্কার পেয়েছে তারা হয়তো এখনো জানে না। তাদের একউন্টে পুরষ্কার চলে গেছে। দেখেই চমকে যাবে। আর কাজেও উৎসাহিত হবে। ধন্যবাদ।
Hi @rme,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.
Come and visit Italy Community
সকল বিজয়ীকে অভিনন্দন জানাই। পুসের ব্যানার তৈরি করে সকলে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। আমরাও সুন্দর সুন্দর ব্যানার দেখতে পেয়েছিলাম। তার মধ্যে বিজয়ীদের ব্যানার আলাদা করে দৃষ্টি আকর্ষণ করে। এই ব্যানার গুলি আমরা প্রত্যেকেই প্রায় প্রয়োজনে ব্যবহার করে থাকি। বিজয়ীদের জন্য রইল আগামীর অভিনন্দন।
দাদা এই প্রতিযোগিতার প্রথম স্থান হয়ে এমনিতেই অনেক বেশি আনন্দ লেগেছিল। আর আপনার কাছ থেকে আজকে $puss গিফট পেয়ে আরো বেশি ভালো লেগেছে। যারা যারা বিজয়ী হয়েছে তাদের সবাইকে জানাই অনেক অভিনন্দন। অনেক ধন্যবাদ দাদা আমাদেরকে পুরস্কৃত করার জন্য।
পুস কয়েন এর ব্যানার প্রতিযোগিতায় অংশগ্রহণ করে যারা স্পেশ্যাল অ্যাওয়ার্ড পেয়েছে, তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। তাদের ব্যানার গুলো জাস্ট অসাধারণ হয়েছিল। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
পুশ কয়েন নিয়ে ব্যানার তৈরি প্রতিযোগিতায় বিজয়ীদের স্পেশ্যাল পুরস্কার প্রদানের জন্য দাদা আপনাকে জানাই অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে যারা বিজয়ী হয়েছেন তাদেরকে জানাই অভিনন্দন।
অভিনন্দন রইল সকল বিজয়ী কে।