স্বরচিত নতুন একটি কবিতা " ফুলের বাগিচা"

in আমার বাংলা ব্লগ2 years ago

বন্ধুরা
আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে নতুন একটি কবিতা শেয়ার করবো। আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক।

IMG_20220219_171004.jpg
"ফুলের বাগিচা"

এলোমেলো মেঠো পথে যাচ্ছ তুমি চলে
প্রেমের ঘন্টা বাজে বুকে মিষ্টি করুন সুরে।
ফুলের বুকে কালো ভ্রমর যেমন করে উড়ে
আমি তেমন ঘুরতে চাই ,তোমার মনের ঘরে।
সুরে সুরে গাইবে পাখি তোমার নাম ধরে
বলবে তোমায় আমার কথা রেখো তুমি মনে।

ফুলের ডালা সাজিয়ে তারা ডেকে হবে পাগলপারা
না পাই যদি তোমার দেখা আমি বন্ধু যাব মারা।
ফুলের মধু যেমন করে মৌমাছিরা খায়
প্রেমের সুধা চাইগো আমি নির্জন নিরালায়।
নানান রঙের ফুল গো বন্ধু লাল ,সাদা আর হলুদ, কালো
তোমার প্রেমের জ্যোতির কাছে ফুলের জ্যোতি হার মানিলো।
কেমন করে করো বন্ধু প্রেমের প্রত্যাখ্যান
ফুল বাগিচায় রচিত হবে আমাদের উপাখ্যান।
তুমি আমি দুজন মিলে বাঁধবো ফুলের ঘর
কথা দিলাম কোনদিনও হবো না তোমার পর।

Sort:  
 2 years ago 

কেমন করে করো বন্ধু প্রেমের প্রত্যাখ্যান
ফুল বাগিচায় রচিত হবে আমাদের উপাখ্যান।
তুমি আমি দুজন মিলে বাঁধবো ফুলের ঘর
কথা দিলাম কোনদিনও হবো না তোমার পর।

বাহ! দারুণ লিখেছেন বৌদি, ছন্দগুলোর সাথে কথাগুলোও বেশ ভালো ছিলো। মনের ভাবটা দারুণভাবে ফুটিয়ে তুলেছেন। ধন্যবাদ

 2 years ago 

অসাধারণ একটি কবিতা লিখেছেন বৌদি। কবিতার প্রতিটি লাইন প্রতিটি সুন্দর সুন্দর অর্থ বহন করছে। এই ধরনের কবিতা গুলো পড়তে সত্যিই বেশ ভালো লাগে। আমিতো কবিতার নাম দেখে এবং কবিতার লেখক এর নাম দেখেই বুঝে গেছি কবিতাটি কতটা সুন্দর হবে। আপনার কবিতাগুলো আমার জন্য পড়তে এবং বুঝতে অনেক বেশি সহজলভ্য হয়। এটাই আপনার কবিতাগুলো পড়ার প্রতি আমাকে অনেক বেশি আকর্ষণ করে। এমনই আরো সুন্দর সুন্দর কবিতার অপেক্ষায় রইলাম বৌদি। অনেক ভালো থাকবেন। আমার পক্ষ থেকে আপনার জন্য অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা রইল 🥰❣️।

 2 years ago 

ফুলের বাগিচা নিয়ে খুবই সুন্দর কবিতা লিখেছেন বৌদি।আপনার প্রত্যেকটা কবিতা আমার খুবই ভালো লাগে। আজকে আপনার কবিতাটি সত্যিই অসাধারণ। পড়ে খুব ভালো লাগলো। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

বৌদি ফুলের বাগিচা নিয়ে অসম্ভব অসম্ভব একটি কবিতা লিখেছেন যতই পড়ি আরো পড়তে মন চায়। কবিতাটি খুবই ভালো লেগেছে আমার কাছে। আপনার প্রত্যেকটি কবিতায় বৌদি চমৎকার ভাবে ছন্দ মিলিয়ে লিখে থাকেন যা আমাকে খুবই মুগ্ধ করে। অসংখ্য ধন্যবাদ বৌদি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

দারুন হয়েছে এই কবিতাটি দিদি। বিশেষ করে ফুলের বাগিচার সাথে মিলিয়ে আপনি যেভাবে মনের মাধুরী মিশিয়ে কবিতাটি লিখেছেন তাই ভালো লাগতেছে। কিছু আবেগ আপনি কবিতার মাধ্যমে ফুটিয়ে তুলেছেন ।সত্যিই খুব সুন্দর হয়েছে সুন্দর । সুন্দর কবিতাটি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

বৌদি কবিতাটি আপনি আক্রান্ত চমৎকার ভাবে লিখেছেন। বিশেষ করে নিচের লাইন গুলো আমার কাছে অনেক ভালো লেগেছে।

ফুলের মধু যেমন করে মৌমাছিরা খায়
প্রেমের সুধা চাইগো আমি নির্জন নিরালায়।
নানান রঙের ফুল গো বন্ধু লাল ,সাদা আর হলুদ, কালো
তোমার প্রেমের জ্যোতির কাছে ফুলের জ্যোতি হার মানিলো।

 2 years ago 

আমার মনে হয় আপনারা দুজন ফুলের ঘরই তৈরি করেছেন এবং আসলেই আপনারা কেউ কাউকে ছেড়ে যাবেন না। জাস্ট দারুন একটি কবিতা বৌদি।

 2 years ago 

মিষ্টি বৌদির মিষ্টি কবিতা পড়তে খুবই মিষ্টি লেগেছে। প্রথম প্রথম যখন ভালোবাসার কড়া নাড়ে মনে তখন ঠিক এমনই অনুভূতিগুলো হয়। বৌদি অতীতের কথা মনে করিয়ে দিয়েছে আপনার কবিতা। আর আপনার এই কবিতা থেকে আমি কয়টা লাইন নিলাম।

এলোমেলো মেঠো পথে যাচ্ছ তুমি চলে
প্রেমের ঘন্টা বাজে বুকে মিষ্টি করুন সুরে।
ফুলের বুকে কালো ভ্রমর যেমন করে উড়ে
আমি তেমন ঘুরতে চাই ,তোমার মনের ঘরে।
সুরে সুরে গাইবে পাখি তোমার নাম ধরে
বলবে তোমায় আমার কথা রেখো তুমি মনে।

আমাদেরকে এত সুন্দর একটা কবিতা উপহার দেওয়ার জন্য, আপনার প্রতি রইল ভালোবাসা অবিরাম।

 2 years ago 

বাহ,প্রেমের কবিতাটি খুবই সুন্দর লিখেছেন বৌদি।সেটির অন্তমিল খুবই ভালো লেগেছে আমার কাছে।পুরো কবিতায় ছন্দগুলি দারুণভাবে সাজিয়েছেন, ধন্যবাদ আপনাকে।আপনাদের বন্ধন চিরজীবন অটুট থাকুক এটাই কামনা করি।শুভকামনা রইলো বৌদি আপনাদের জন্য।

 2 years ago 

বাহ্ চমৎকার লিখেছো বৌদি। মাঝে মাঝে আমিও ফুলের দিকে তাকিয়ে থাকতে থাকতে কোথায় যেন হারিয়ে যায় যাই। মনের অজান্তেই অনেক ভালবাসার কথা ভেবে ফেলি । আর তোমার লেখা পড়ে একটা কথা পরিষ্কার বলা যায়, তোমার মনে যে ভালোবাসা টা আছে বৌদি ওটা একদম শুদ্ধতম ভালোবাসা। তা না হলে এমন গভীর লেখা আসতো না গো। অনেক অনেক ভালো থেকো।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.12
JST 0.032
BTC 66940.80
ETH 3122.88
USDT 1.00
SBD 3.77