পুরোনো বাংলোতে লুকানো রহস্য ( পর্ব ৪ )
Image Created by OpenAI
"পুরোনো বাংলোতে লুকানো রহস্য" গল্পটির চতুর্থ পর্বে দেখবো এরপরে কি হয় কাহিনীতে। এরপর সম্রাট তো বাংলোর পেছনে যায় এবং সেখানে অদ্ভুত কিছু তার চোখে পড়লো। সেখানে একটা একটা জানালা ভাঙা অবস্থায় আছে, কিন্তু ভেতরটা একদম ঘুটঘুটে অন্ধকার। সেখানে সম্রাট তার ক্যামেরার লাইট ফেলে দেখার চেষ্টা করে, কিন্তু তার ভেতরে লাইট ফেলতেই যেন একটা বড়ো ধাক্কা তার বুকে এসে লাগে অর্থাৎ সে কেঁপে ওঠে। ঘটনা হলো-সেখানে সম্রাট একজন মানুষের ছায়া দেখতে পায়, কিন্তু সম্রাট যখন লাইট সেই ছায়ার উপর ফেলছে, তখন সেটা যেন তার উপর কোনো প্রতিক্রিয়া পড়ছে না।
যেন বারবার সেই আলোর মধ্যেই ছায়াটা হারিয়ে যাচ্ছে। আবারো সম্রাটের কানে একটা ফিসফিসানি আওয়াজ আসলো-ভেতরে এসো। এইবার আরো অদ্ভুত করা কান্ড ঘটলো, সম্রাট সেখান থেকে পিছিয়ে আসার চেষ্টা করলো, কিন্তু সেই মুহূর্তে সেই ভাঙা জানালাটা ধপ করে বন্ধ হয়ে গেলো। অথচ কিছুক্ষন আগেই এই জানালাটা ভাঙা অবস্থায় পড়ে ছিল। সম্রাট তো মনের মধ্যে বিশাল একটা ভয়ের ধাক্কা খেলো। চারিদিকে একটা মৃদু হাওয়া বইছিলো, সেটাও যেন হঠাৎ থমকে গেলো এবং চারিদিকে যেন একটা অস্বাভাবিক নিস্তব্ধতা।
আর বাংলোর ভেতর থেকে আরো জোরে কণ্ঠস্বর ভেসে আসলো-আজও এখানে কেউ এলে আর ফিরে যায় না। সম্রাটের ভয়ে গলা শুকিয়ে যায়, কপাল ঘেমে যায়। দ্রুত সে ওখান থেকে দৌড়ে দূরে চলে আসে। সম্রাট তখন ওখান থেকে চলে যাচ্ছিলো, কিন্তু যেতে যেতে আবারো সেই ঘটনা অর্থাৎ পেছনে বাংলোর সেই জানালা থেকে হঠাৎ আলো জ্বলে উঠলো। আর সেই জানালায় একটি মেয়ের ছায়া স্পষ্ট দেখতে পায়।.....
