শারদীয়া দুর্গাপুজো ২০২৫ ( পর্ব ৬ )
| হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। |
|---|

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles
আজকে আপনাদের সাথে দুর্গা পুজোর কিছু আলোকচিত্র শেয়ার করে নেবো। গত পর্বের পরে আমরা গড়িয়াহাট এর দিকে চলে গিয়েছিলাম। ওখানে বেশ কয়েকটা ভালো ভালো পুজো হয়ে থাকে। ওখানে হিন্দুস্থান ক্লাব নামের একটি পুজো ভালো হয়ে থাকে। একটা পার্ক আর একটা ক্লাব, এই দুটো স্থানের পুজো একপ্রকার বলতে গেলে দারুণ হয়ে থাকে। অনেক বছরের পুরোনো পুজো এখানের, বলা যায়, আদি দুর্গা পুজো। যাইহোক, এই হিন্দুস্থান ক্লাব এর পুজো এই বছর দারুণ চমক ছিল। যদিও গতবারের পুজোতেও অসাধারণ থিম ছিল।

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles
এইবার তাদের চিন্তাভাবনা ছিল "চেতনায় রঙ্গিন আল্পনা"। গতবার সম্ভবত আমি দেখিয়েছিলাম সাইকেল এইসব দিয়ে কি একটা যেনো অসাধারণ চিন্তার ভাবনা ফুটিয়ে তুলেছিল। এটার ব্যাকগ্রাউন্ড এর থেকে আরো বেশি ভালো আকর্ষণীয় ছিল। যদিও এই বছরের ব্যাকগ্রাউন্ড থিমের সাথে সমতুল্য রেখে ফুটিয়ে তুলেছিল। তবে তার আগে লাইট এর বিষয়ে বলি, লাইটিং ছিল অসাধারণ। এক একটা লাইট যেনো এক একটা বিষয়ের সৌন্দর্য ফুটিয়ে তুলেছিল। সবথেকে ভাল সারা রাস্তা জুড়ে যে লাইট এর ভিডিওগুলো করা হয়ে থাকে, সেখানে অনেক কিছু দেখার বিষয় আছে।

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles
এইগুলো ক্যাপচার করার থেকে যদি ভিডিও করা হয়, তাহলে দেখতে বেশি ভালো লাগবে। তবে এইসব ক্লাব এর পুজোতে ভিড় হয় অসম্ভব, দাঁড়িয়ে ভিডিও করতে গেলে চুরি হওয়ার ভয় থাকে আবার ঠিকমত তোলাও যায় না। এমনিতেও আমরা অনেকটা রাতের দিকেই গিয়েছিলাম, কিন্তু সাউথ কলকাতা আসলে সবসময় ভিড়ে টয়টম্বুর থাকে। সাধারণ লাইনের থেকে যেনো বেশি ভিআইপি লাইনে ভিড় ছিল। যাইহোক, লাইটিং মোটামুটি দেখার পরে আমরা প্যান্ডেল এর ব্যাক গ্রাউন্ড এর দিকে চলে গিয়েছিলাম। ব্যাক গ্রাউন্ড বেশ সুন্দর ভাবে সাজানো ছিল আর নব চেতনার আসলে যেসব বিষয়বস্তু, তা তুলে ধরেছিলো বিভিন্ন ডিজাইন এর মাধ্যমে।

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles
এছাড়া প্যান্ডেল এর উপরের ডিজাইনটা করেছিলো অসাধারণ স্টাইলে। দেখেই যেনো চোখ আটকে গিয়েছিলো। শুধু আমাদের না, এই ডিজাইনগুলো বাস্তবে সরাসরি দেখলে যে কারো চোখ আটকে যাবে। আসলে এইসব কারুকাজ যারা করে থাকে, খুবই দক্ষতা না থাকলে এইভাবে অরিজিনাল এর মতো ফুটিয়ে তোলা যায় না। যেনো কোনো বাড়ির ফ্রন্ট মুখের থেকে এই গোল্ডেন ডিজাইন তৈরী করা হয়েছে। যাইহোক, এইসব অসাধারণ ডিজাইন দেখতে দেখতে আমরা চলে গিয়েছিলাম একদম মণ্ডপ এর সামনে। এখানে মায়ের মূর্তি করেছিলো অসাধারণ, যেনো স্বয়ং মা দুর্গা স্বর্গের থেকে মর্তে অবতরণ করে বসে আছে। মুখমন্ডলটা করেছিলো দারুণ।
শুভেচ্ছান্তে, @winkles
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |




