কালো চোখের মেয়ে ( পর্ব ৩ )

in আমার বাংলা ব্লগ4 days ago
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

1000068871.png

Image Created by OpenAI

আজকে আপনাদের সাথে 'কালো চোখের মেয়ে' গল্পটির তৃতীয় পর্ব শেয়ার করে নেবো। তো এরপরে সংগ্রাম এর তো এইসব শুনে একদম গলা শুকিয়ে গেলো। বৃদ্ধ লোকটি আবার বললো- হ্যা, অবাক হওয়াটাই স্বাভাবিক আর ভয় লাগাটাও। আসলেই তার চোখ খুব কালো ছিল। বৃদ্ধ লোকটা আর তেমন কিছু বললো না, তবে ফিসফিস করে সংগ্রামকে বললো- এরপর থেকে ওকে যদি আবার দেখতে পাও, তাহলে খুব বেশি একটা তাকাবে না। সংগ্রাম তখন হুট করে মুখের উপর বলে বসলো- কেনো? লোকটা আর কিছু না বলে সাথে সাথে মুখটা ঘুরিয়ে নিলো। সংগ্রাম তখন চায়ের দোকান থেকে উঠে কোয়ার্টার এর দিকে এগিয়ে গেলো এবং ভাঙা দরজার সামনে দাঁড়াতেই হঠাৎ ঠান্ডা হাওয়ার ঝাপ্টা এলো।

কোয়ার্টার এর ভেতরটা হঠাৎ কেমন যেনো একটা অস্বাভাবিক অন্ধকারের মতো হয়ে এলো। ওই মুহূর্তে হঠাৎ পেছন থেকে একটা গম্ভীর আওয়াজ এলো- আপনি আবার এসেছেন? সংগ্রামের তো বুক কেঁপে উঠলো শুনেই, মনে হলো তার যেনো আজকেই শেষ দিন। রাহুল তখন কিছুক্ষণ কাঠ হয়ে দাঁড়িয়ে থাকল চুপচাপ। এরপর একটু সাহস জুগিয়ে পেছনের দিকে ঘুরে দাঁড়ালো। ঘুরতেই দেখলো একদম তার নাকের ডগায় দাঁড়িয়ে আছে অর্থাৎ একদম সামনে। সেই সাদা পোশাক, লম্বা চুল এবং কালো চোখ। কিন্তু মেয়েটা তাকে দেখে কোনো ক্ষতি করার চেষ্টা করলো না, হাসতে থাকল।

এই হাসিটা যেনো তার বহু প্রতিক্ষার পরে পাওয়া হাসি। সংগ্রামকে দেখে সে রেগে যায়নি বরং অত্যন্ত খুশি হয়েছে, আর এটা তার হাসির মাধ্যমে ফুটে বেরোচ্ছে। এরপর কিছুক্ষণ পরে মেয়েটি সংগ্রামকে বললো- আপনি তো আমাকে দেখতেই চেয়েছিলেন। কিন্তু সংগ্রাম আসলে খুবই ভয় পেয়ে গেছে। মেয়েটি তার সাথে স্বাভাবিক ভাবেই কথা বলছে ঠিকই, কিন্তু সংগ্রাম এর ভয়ে যেনো জায়গা থেকে পা নড়ছে না আর মুখ দিয়ে কোনো কথা সরছে না। মেয়েটি তার দিকে আরো এক পা এগিয়ে এলো, সংগ্রাম ভয়ে পুরো ঘেমে যাচ্ছে। যাইহোক সংগ্রাম পরে বিষয়টা বুঝলো যে, এই মেয়েটা শুধু একটা ছায়া নয়, সে আমার পিছনে লেগেছে।

সংগ্রাম তখন নিজেকে বলছে যে, আমি যে আসলে সেখানে কতক্ষণ দাঁড়িয়ে ছিলাম, নিজেও জানিনা। কোয়ার্টার এর ভেতরে সময় যেনো থমকে গিয়েছিল। তবে একটা অদ্ভূত বিষয় যে, মেয়েটার সামনে দাঁড়িয়ে থেকে তার দিকে তাকিয়ে থাকা অসম্ভব আবার তার দিক থেকে চোখ ফিরিয়েও নেওয়া যায় না, এ যেনো মেয়েটার সাথে অদ্ভূত একটা টান। মেয়েটাকে দেখে যেনো সংগ্রামের মনে ভয় আর কৌতুহল একসাথে ঘুরপাক খাচ্ছে। মেয়েটা তখনও ধীরে ধীরে তাকে জিজ্ঞাসা করছে- আপনি কি আমাকে দেখে ভয় পাচ্ছেন? মেয়েটার কন্ঠস্বর স্বাভাবিক, কিন্তু তাও যেনো একটা অদ্ভূত বিষয় আছে। মেয়েটা কথা বললেই সংগ্রামের মনের মধ্যে ভয়টা আরো গভীর হয়ে উঠলো।....


শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png