বহুদিন পর তাস খেললুম

in আমার বাংলা ব্লগlast month

playing-cards-1252374_1280.jpg
Copyright Free Image Source:Pixabay


তাস আমার খুবই প্রিয় একটা ইনডোর গেম । যেহেতু আমার বাবার যৌবন বয়সে বাবা তাস, দাবা আর ক্যারম খুবই ভালো খেলতো, এবং বলতে গেলে এই খেলাগুলো একরকম নেশাই ছিল তাঁর । তাই খুব ছোটবেলা থেকেই আমি তাস, দাবা আর ক্যারোমে বেশ ভালোই দক্ষতা অর্জন করি । তবে, আমার নেশা ছিল দাবা । তবে, তাস আর ক্যারমও খুবই ভালো লাগতো, খেলতামও প্রচুর । বড় হয়ে স্কুলে পড়ার সময়টাতেও প্রচুর খেলেছি তাস ।

তবে ধীরে ধীরে যত উঁচু ক্লাসে উঠেছি ততই পড়াশোনার চাপে তাস খেলার পরিমাণ কমে এসেছে । একটা সময় একদমই অফ হয়ে গেলো । এরপরে দীর্ঘ বেশ কয়েক বছর আর খেলাই হয়ে ওঠেনি । শেষ তাস খেলেছি ২০১৯ সালে টিনটিনের অন্নপ্রাশনের পর । অন্নপ্রাশন উপলক্ষে বাড়িতে অনেক আত্মীয় স্বজন এসেছিলো । তখন খেলেছিলাম । আর খেললাম গত পরশুদিন ।

আমি তাসের বেশ কয়েকটা ম্যাজিকও জানি । স্বাগতাকে তার মধ্যে থেকে একটা দেখলাম । ৫২ টা তাস হতে একটা টেনে নিতে বলি । এরপরে বাকি ৫১ খানা তাসের মধ্যে কোনো এক জায়গায় গুঁজে দিতে বলি । গোঁজার পরে কয়েকবার শাফল দিয়ে শেষমেশ সেই অদেখা তাসখানা বের করে দেই । কৌশলটা কিন্তু বেশ সহজ ।

গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছিলো । ভাবলুম রাতে পাতিহাঁস খেলে কেমন হয় ! তাই, সন্ধ্যায় বেরিয়ে পড়লুম পাতিহাঁসের সন্ধানে । বাইকে করে অনেকটা পথ যেতে হয় । সোদপুর রোডে এক জায়গায় হাঁস বিক্রি হয় । কিনে আনলাম গোটা দু'য়েক । রান্না শুরু হলো । রাঁধুনি আমার ভাই ।

বেশ একটা উৎসব উৎসব আমেজ । তাই প্রস্তাব দিলাম ডিনারের আগে এক রাউন্ড তাস খেলা হয়ে যাক । স্বাগতা তাস খেলা জানতো না । আমার ভাই শিখিয়ে দিয়েছিলো । তাও এখনো বেশ আনাড়ি । শুরু হলো খেলা । Chinese Bridge । আমি, স্বাগতা, আমার শালা আর নিলয় । এ খেলায় আমি তুখোড় । আমাকে হারানো একরকম অসাধ্যই । বিশেষ করে এরা তো ভালো পারে না । তবে নিলয় আর তনুজার ভাই মোটামুটি ভালোই খেলে । Call Bridge আর Chinese Bridge দু'টোই বেশ বুদ্ধি আর হিসেবের খেলা ।

খেলা শুরু হলো । শুরুর দিক থেকেই আমার পজিশন ভালই ছিল । প্রথম দিকে কম ডাক দিলাম, যাতে মাইনাস পয়েন্ট না আসে । খেলার নিয়ম কড়া ছিল । মাস্ট ওভার ট্রাম্প - অর্থাৎ, বড়র বড় খেলা ছিল মাস্ট পালনীয় নিয়ম । ডাকের দিকে নিয়ম ছিল "No Call" মানে দু'টো । আর যা Call দেবেন তার ডাবল উঠলে মাইনাস পয়েন্টস । অর্থাৎ, Call দিতে হবে দারুন হিসেবে নিকেশ করে ।

আমার হাতে খুব ভালো তাস একবারও আসেনি । রং তাস খুব কমই পেলাম । তবুও, প্রচুর হিসেবে নিকেশ করে শেষপর্যন্ত বুদ্ধি খেলিয়ে খেলে গেলাম । কয়েকবার টেক্কা মার্ গেলো আমার ।

একবারও মাইনাস পয়েন্ট না পেয়ে দেড় ঘন্টা পরে খেলা যখন শেষ হলো তখন আমি বিজয়ী । শুধু বিজয়ী নই, সেকেন্ড পজিশনে যে ছিল তার চাইতে ১০০ পয়েন্টস বেশি আমার ।

দীর্ঘদিন পরে তাস খেলে বেশ ভালো লাগলো আমার ।


------- ধন্যবাদ -------


পরিশিষ্ট


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code

TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


steempro....gif

»»——⍟——««

Sort:  
 last month 

এই তাস খেলার ত ও আমি পারি না।স্বাগতা আপু তো না পারলেও খেলতে পেরেছে আপনার সাথে।আর আমাকে তো আমার ছোটভাইগুলা জীবনেও খেলায় নেয় না।

 last month 

আপু আমিও আপনার দলে,তাস খেলার ত ও জানি না। চেয়ে চেয়ে দেখা ছাড়া আর কিছু পারি না,হা হা হা। 😜

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Congratulations, your post has been upvoted by @upex with a 41.05% upvote. We invite you to continue producing quality content and join our Discord community here. Keep up the good work! #upex

Congratulations, your post has been upvoted by @nixiee with a 100 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.

 last month 

আমারো প্রিয় খেলা দাদা। বন্ধুরা একজায়গায় হলেই,কার্ড নিয়ে বসে যাই সবাই। আমি অবশ্য কল ব্রিজ টাই ভালভাবে পারি। দুদিন আগেও খেললাম, ছোট ভাই বোনরা মিলে। আর ম্যাজিকের গোপন কথা টা আমিও জানি,কার্ড টা রাখার সময় একটু কৌশল করতে হয়। ধন্যবাদ দাদা সুন্দর মুহুর্ত গুলো তুলে ধরার জন্য।

Posted using SteemPro Mobile

 last month 

যদিও তাস খেলা সম্পর্কে কোন ধারণা নেই। তবে আপনি বেশ ভালো তাস খেলেন বুঝতেই পারছি দাদা। সবার সাথে তাস খেলে বুদ্ধিতে জিতে গেছেন মনে হচ্ছে। তাই তো বিজয়ী হতে পেরেছেন দাদা। আপনার পোস্ট পড়ে অনেক ভালো লাগলো।

 last month 

সবার সাথে তাল মিলিয়ে বুদ্ধি খাঁটি আপনি বিজয় হয়েছেন। আসলে দাদা আপনি সব দিক দিয়েই সেরা। কোন দিক দিয়ে আপনার ভিতরে কমতি নেই। তবে তাস খেলা আমি খুব একটা পারিনা, তবে বন্ধুদের সাথে যখন মেসে ছিলাম তখন হালকা খেলাধুলা করতাম। যাই হোক আজকে আপনার এই অনুভূতি আমাকে আরো অনুপ্রাণিত করেছে। তবে তাস খেলার ভিতরে অনেক আনন্দ রয়েছে।

Posted using SteemPro Mobile

When I was still very little, I enjoy playing cards a lot.

I play cards with my siblings and my friends and it used to be all fun.

And as we grew up, we didn't have time to play cards and I believe that one of this days, we will play cards again.

Thank you for sharing this post with us 😊❤️❤️❤️

 last month 

তাস খেলা নিয়ে সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন দাদা। আপনার লেখা পড়ে স্কুল জীবনের খেলাধুলার অনেক স্মৃতি মনে পড়লো। আউটডোর-ইনডোর উভয় খেলাতেই আমি ছিলাম পারদর্শী। তবে তাস খেলাটা ভাইবোনদের সাথে মাঝে মধ্য খেলতাম।Call Bridge আর Chinese Bridge দুটোই পারি। তবে অনেকদিন খেলা হয়নি। লাস্ট কবে খেলেছি ভুলে গেছি।আমার স্মৃতিকে নাড়িয়ে দেওয়া, পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার জন্য শুভ কামনা।

 last month 

তাস খেলা সম্পর্কে আমার তেমন কোন ধারণা নেই। আসলে দাদা তাস খেলা শুধু সবারই মুখে থেকেই শুনি। আপনার পোস্ট পড়ে অনেক ভালো লেগেছে। আসলে আপনি তো অনেক ভালো টিক্কা মেরে বিজয়ী হয়েছেন।যদিও সেকেন্ড জনের থেকে ১০০ পয়েন্টস বেশি ছিল। অনেক দিন পরে খেললে সত্যি অনেক মজা লাগে। ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.29
TRX 0.12
JST 0.034
BTC 63578.68
ETH 3314.57
USDT 1.00
SBD 3.94