আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ২২১
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।
এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।
আজকের অনু কবিতা
মনুষ্য হৃদয় ভস্মীভূত যেনো,
সৎ এর আড়ালে বিভীষিকা যতো।
তবুও আশায় বুক বাঁধি আজোও,
সত্যের জয় যেনো ঝকমকে আলো।
লেখক
লেখক এর অনুভূতি:
আমাদের চারপাশটাতে যেনো এখন শুধুমাত্র অসৎ লোকেদের আনাগোনা। তাও আমরা এটা আশা রাখতে পারি যে এতোগুলো খারাপ মানুষের মাঝেও আমাদের চারপাশে কিছু ভালো মানুষ অবশ্যই রয়েছে।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
মানব হৃদয় দগ্ধতায় ক্ষত,
সরলের আঁধারে অসত্যের অস্তিত্ব যতো।
তবুও আশাকে দিই বুকে আশ্রয়,
দিকে দিকে ছড়িয়ে যাক সত্য সজ্জায়।
আঁধারের মাঝেও একটুখানি বেঁচে আছে শিখা,
সত্যের পথে ঝংকার তোলে প্রতিবাদী মত্ততা।।
মুখোসের আড়ালে ঢেকে গেছে নীতি,
সবই যেন মনে হয় মেকি আর মেকি,
তবুও আজও মোরা আশায় বাধিঁ বুক,
সত্যের দিশারী নয় বহুদূর ।।
সাদা আর কালোতে কত ভেদাভেদ,
তবুও যেন সবার কাছে মনে হয় এক,
সত্যির বানী এখন কাঁদে ধুকে ধুকে,
অসত্যের কাছে তার পরাজয় ঘটে।।
সত্যের আলোতে জীবন গড়লে,
হবে যে তাই আলোকিত।
সত্যের পথে চলবো মোরা,
সকল বাঁধা তাই ভুলে।
এই সত্যকে ছিনিয়ে আনবো,
তাই হাতে হাত রেখে।
জীবনকে আলোকিত করবো মোরা,
স্বপ্নের আলোয় সেজে।
মোহনীয় এই দুনিয়ার মায়া ছাড়তে চায় না কেউ।
মাছেরা সব কূলে ভীড়ে না, যতই আসুক ঢেউ।
জগৎ বিনাশী, সর্বনাশী, যতই চালুক চাল।
আজকে না হোক, সত্যের বিজয় হবে আগামীকাল।
এখন যদিও থাকে অন্ধকার; তাতে নেই কোন ভয়।
সত্যের সেবক এখনও আছে, হবে সত্যের জয়।
নিঃশ্বাসে বিষ, তবু বাঁচতে চাই,
মিথ্যার জালে জীবনটা জড়ায়।
অন্ধকারে ছুটে, পথ খুঁজে ফিরি,
আলো আসবে, এই আশায় দৃষ্টি বাড়াই।
লক্ষ্য অটল, পা পিছলাতে পারে,
তবু থামবে না, লড়াই চলবে যে ধারে।
সত্যের ডাকে, নির্ভীক হয়ে দাঁড়াই,
যেখানে আলোর ঝলক, সেখানেই পথ পাই।
অন্ধকার যতই ঘনিয়ে আসুক,
আলোর পথিক হবো সর্বদা,
অসত্যের ছায়া যতই লম্বা হোক,
সত্যের দীপ্তিতে জ্বলবে ধ্রুবতারা।
মানবতা হবে আমার শক্তির উৎস,
পথ হারালেও ফিরবো আস্থার আলোয়।
সত্যের শিখা জ্বলে উঠবে জানি
আঁধার রাত্রি কাটবে এবার
সঠিক পথের জোয়ার বইবে
মিথ্যার বিনাশ হবে চিরকাল।
আজ ও আছি বিজয়ের ই আশায়
জানি হবে জয় সত্যের ই জয়
এসো মোরা গাহি বিজয়ের ই গান
দৃঢ় প্রত্যয় মন নিয়ে আজ ই।
মানুষ আছে ভালো কিছু
মানুষ আছে সাদা
তেমন মানুষ আছে মোদের
প্রাণের সঙ্গে বাঁধা
সব মানুষে হয় না খারাপ
মোদের সামনে এসে
আমরা পথে হাঁটব সেদিন
তাদের ভালোবেসে।
খারাপ যারা সরবে নিজে
সরবে সমাজ থেকে
আমরা তখন জীবন যাপন
রাখব ভালোয় ঢেকে
যতই আসুক আঁধারের কালো
তবুও উঠবে দিনের আলো,
মন্দ হোক ভালো হোক
তবুও চলে জীবন,
অসৎভাবে চললে পড়ে
জয় তার নাহি মিলে,
সত্যের পথে আলোয় আলোকিত হয়ে
জীবন যদি দেই পারি
তবে থাকবে না পরাজয়
থাকবে না কষ্টের গ্লানি।
বিষণ্ণ গোধূলি, অন্ধকারে ঢেকে যায়,
মিথ্যের ছায়া, সত্যকে ঠেলে দেয়।
তবু আশার প্রদীপ, হৃদয়ে জ্বলে রয়,
সত্যের পথে, আলোকিত হয় সেই ভয়।