শুভ জন্মদিন টুন্কু 💓💓💓

in আমার বাংলা ব্লগ2 months ago

আমার বড় ছেলের নাম সুপ্রতীম । তাই ছোটো ছেলের নাম রেখেছি বড় ছেলের নামের সাথে মিল রেখে সুপ্রতীক । আবার বড় ছেলের ডাক নাম দুটো - একটা হলো বাড়ির "গোলটু", আরেকটা বাইরের "টিনটিন" । তাই ছোটজনের ডাক নামও রেখেছি ঐভাবে বড়জনের সাথে মিলিয়ে - বাড়ির ডাকনাম "গাবলু", আর বাইরের হলো "টুন্কু" ।

আজ টুন্কুর শুভ জন্মদিন । জীবনের প্রথম জন্মদিন পালিত হবে । বাড়িতেও তাই সাজ সাজ রব । সন্ধ্যেবেলায় কেক কাটা হবে, জন্মদিনের পার্টি হবে । সেই মজা ।

জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা টুন্কু বাবুকে । মানুষের মতো মানুষ হও তুমি । দেশ ও দশের মুখ উজ্জ্বল করো ।



Many Many Happy Returns of The Day

Sort:  

মাশাআল্লাহ , আপনার দুই সন্তানের জন্যই শুভকামনা , মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাদেরকে সুপথে পরিচালিত করুক।

 2 months ago 

শুভ জন্মদিন টুন্কু সোনা। এই দিনটি বার বার ফিরে আসুক,জীবনটা আলোকিত হক, এই দোয়া করেন

 2 months ago 

টুন্কুর জন্য অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।দোয়া করি জীবনে অনেক বড় হবে।আর এমন দিন বারবার ফিরে আসুক টুন্কুর জীবনে। শুভ জন্মদিন টুন্কু সোনা।

 2 months ago 

শুভ জন্মদিন বাবু সোনা🥰🥰🥰

Happy Birthday 🥰

খুবই আনন্দের বিষয় যে। আপনার এই ছেলেটির আজ প্রথম জন্মদিন। পৃথিবীর প্রত্যেকটা মা-বাবার মুখে হাসি আসে সেই বাচ্চাটি যখন প্রথম জন্মদিন হয়। পৃথিবীতে আগমনের আগে দশ মাস খুব কষ্ট করে মা গর্ভধারণের রাখেন। এই পৃথিবীতে আনার জন্য। সেই কষ্টের পর যখন বাচ্চাটি এই পৃথিবীতে আলো দেখে তখন মা-বাবার মুখে অনেক হাসি ফোটে। আপনার সেই ছোট্ট বাচ্চা টুন্কু প্রথম জন্মদিন। এ ছোট্ট বাচ্চার মুখে হাসি দেখে খুবই ভালো লাগতেছে। আপনার এই ছোট্ট বাচ্চা আরো সুন্দরভাবে বড় হয়ে উঠুক তারপরে উজ্জ্বল হোক এবং জীবনে আপনার জন্য অনেক ভালো কিছু করবে। মামা ভাই হলো সবচেয়ে বড় অবদান নিজের সন্তানের পিছনে থাকা। থেকে বড় করা পর্যন্ত অনেক কষ্ট করে থাকেন। আপনার এই সন্তানের জন্য শুভকামনা রইল আরো ভালো হোক

 2 months ago (edited)

বাহ দাদা দুই সাহেবের নাম গুলো খুবই ইন্টারেস্টিং। আর আনকমন নাম। টুন্কু বাবুর সব গুলো ছবি দেখলাম। খুবই হাঁসি খুশি থাকে সবসময়। দেখতেও খুবই সুন্দর লাগছে। টুন্কু বাবুর জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন রইল। বাবার মত যেন মহান হয়।

 2 months ago 

শুভ জন্মদিন টুন্কু সোনা। জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা রইল। আশা করছি অনেক বড় হবে এবং বাবার মতো সহানুভূতিশীল মানুষ হবে।

 2 months ago 

জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল টুনকোর জন্য, শুভ জন্মদিন। আগামীর প্রতিটি দিন হোক এমন সুন্দর, উজ্জ্বল ও রঙিন। ভালোবাসা ও সফলতায় ভরে যাক জীবনের প্রতিটিক্ষন।

 2 months ago 

শুভ জন্মদিন টুনকু বাবু। দোয়া করি অনেক বড় মানুষ হও। মানুষের মতো মানুষ হয়ে মানবতার কল্যানে কাজ কর।জন্মদিনে অনেক ভালোবাসা আর আদর তোমার জন্য।