কবিতা "বিদ্রোহের আগুন অশ্রুজলে সিক্ত"

in আমার বাংলা ব্লগ2 months ago


hands-1926414_1280.jpg

কপিরাইট ফ্রী ইমেজ সোর্স : PixaBay


বিদ্রোহের আগুন অশ্রুজলে সিক্ত


০১

রাজার দিকে আঙুল তুলেছো ! এতো বড় স্পর্ধা !
জানো না রাজা হলো ভগবান, রাজার দোষ হয় না ?
কী বললে অন্যায়কারী রাজা হোক, বা হোক সে দেবতা,
ক্ষমা নেই তার, আদালতে আজ সাজা দেবে জনতা।

এতো বড় সাহস তোদের রাজার বিচার চাস ?
রাজা তোদের করবে না ক্ষমা এটাই মনে রাখ ।
হাঃ হাঃ কীসের ক্ষমা ? রাজা যেথায় নিজেই দোষী নিজের আদালতে,
জনতা সেথায় বিচারক, ক্ষমা নেই কোনোখানে ।

প্রজার রক্ত চুষে তুমি দেশের রাজা হায়,
আজ জেগেছে জনগণ তারা তোমার রক্ত চায় ।
রক্ত নিয়ে হোলি খেলার বিচার যখন নাই,
রক্তের দাম চোকাতে হবে, আজ রাজার রক্ত চাই ।


০২

একটি বুলেটের দাম কত ?
বিশ তিরিশ নাকি চল্লিশ রুপি !

টাকার মূল্যে কি যায় বোঝা ?
শত সহস্র মানুষের চোখের জলে কেনা একটি বুলেট ।

বিষাদমাখা মায়ের চোখের বাঁধভাঙা অশ্রুর দামে
কেনা একটি বুলেট ।

ক্ষুধার্থ নিরন্ন শত শিশুদের ক্রন্দন শুনি,
বুলেটের কেমন মূল্য তাই আজ আমি বুঝি ।

উদ্বাস্তু গৃহহীন মানুষের বেদনার্ত চিৎকার,
বুলেটের গর্জনে নিমেষে ঢাকা পড়ে সব হাহাকার ।

বুলেট এতটাই দামি, যে তার আজ মূল্য চোকাতে গিয়ে,
তোমার আমার ঘরে আজ ক্রন্দন ধ্বনি ওঠে ।

রক্তের দামে, ক্ষুধার দামে আর কান্নার দামে কেনা
একটি বুলেটের কেমন মূল্য তা যায় আজ বোঝা ।

এই স্বপ্ন ইমারত, ঘাম আর রক্তে গড়া তোমার আমার,
একটি বুলেটের আঘাতে ভেঙে হয় শত চুরমার ।

একটি প্রাণের দামে কেনা এই একটি বুলেট,
মানবতাকেই বিক্রি করে আজ কিনেছি বুলেট ।

[পুনঃপ্রকাশিত]

বাংলাদেশে শিক্ষার্থী আর সাধারণ মানুষদের ওপর পুলিশ ও সেনাবাহিনীর নির্মমভাবে গুলি চালানোর ঘটনার প্রতিবাদে লেখাটি উৎসর্গ করলাম ।


»»——⍟——««
Sort:  
 2 months ago 

প্রতিটা লাইন বাংলাদেশের।
নির্মমতার এক অন্তিম পর্যায়ে। যার যায় সেই বোঝে হারানোর যন্ত্রণা। বিজয়ের সূর্য উদয় হওয়ার অপেক্ষায় জাতি।

দারুণ লিখেছেন দাদা।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Congratulations, your post has been upvoted by @nixiee with a 100 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.

 2 months ago 

শিক্ষার্থীদের উপর গুলি চালানোর মর্মান্তিক দৃশ্যগুলো দেখে সত্যিই খুবই খারাপ লেগেছে দাদা। পুরো বিশ্ববাসী কষ্ট পেয়েছে। এরকম পরিস্থিতি কখনোই কাম্য নয়। দাদা আপনি আপনার লেখা কবিতার ভাষায় নিজের প্রতিবাদী মনোভাব তুলে ধরেছেন পড়ে অনেক ভালো লাগলো।

 2 months ago 

কবিতার মাঝে অনেক কথা লুকিয়ে আছে।মনের অনুভূতি গুলো চমৎকার ভাবে পৌঁছে দিলেন আমাদের মাঝে।কবিতা দুটো যেমন ভালো লেগেছে। তেমনি অনেক অনেক অনেক বেশী ভালো লেগেছে নীচের কথাগুলো।অসংখ্য ধন্যবাদ দাদা মনের অনুভূতি গুলো শেয়ার করার জন্য। 💞💞

 2 months ago 

দাদা আপনার লেখা কবিতায় বিদ্রোহের সুর খুঁজে পেয়েছি। বর্তমান পরিস্থিতিতে সবাই খারাপ সময় কাটিয়েছে। আপনার লেখা কবিতার লাইনগুলো অসাধারণ ছিল দাদা।

 2 months ago 

স্পন্দন আজ শিরায় শিরায়
বিদ্রোহের আগুনে হৃদয় পোড়ায়,
রিক্ত হাতে জমেছে মিছিল পথে পথে
বিলাতে জীবন বিজয়ের প্রশান্তিতে।

 2 months ago 

দাদা ডিসকোর্ডে দু লাইন পড়েই তো শরীরের রক্ত টগবগ করে উঠলো। আসলে খুব সুন্দর করে আপনি এ দেশের ছোট ছোট শিক্ষার্থীদের মনের ভাষা বুঝতে পারলেন। খুব কষ্ট লাগছে দাদা ওদের জন্য যারা অঝড়ে ঝড়িয়ে দিয়েছে নিজেদের জীবন। সত্যি আমি বিস্মিত। ধন্যবাদ দাদা এমন ‍সুন্দর করে কবিতাটি লেখার জন্য।

 2 months ago (edited)

সবাই ভাবে ,কিন্তু এতুটুকু মেরুদন্ড থাকে না যে ভাবছে সেটা অন্তত প্রকাশ করার মতোন।তাই এতো এতো মেরুদন্ডহীন মানুষের ভীড়ে আপনার মতো মানুষদের দেখেও শান্তি।আর লেখাটা!ভাষায় প্রকাশ করার মতোন নয়,তুলনাহীন ।
এ দেশে দেশ নিয়ে লেখার মতো মানুষের অভাববোধটা অনেক দাদা।

 2 months ago 

দাদা, বর্তমানে এমন একটা পরিস্থিতিতে বসবাস করছি। না পাচ্ছি কিছু বলতে না পারছি কিছু সহ্য করতে। কবিতার কথাগুলো সম্পূর্ণ আমাদের মনের কথাগুলো দাদা। যেগুলো আমরা হয়তো কখনো প্রকাশ করতে পারিনি তবে আপনি আমাদের অভিভাবক হিসেবে সেগুলো বুঝে খুব চমৎকার ভাবে উপস্থাপন করলেন দাদা। আপনার মতো অভিভাবক পেয়ে আমরা সত্যিই ধন্য । আপনাকে অসংখ্য ধন্যবাদ দুটি কবিতা উপস্থাপন করার জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.15
JST 0.028
BTC 62984.76
ETH 2472.53
USDT 1.00
SBD 2.55