ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস - উইক ৩২ (১৪-১২-২৩ থেকে ২০-১২-২৩)
বিগত ১১ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস চালু হয়ে আজ উইক ৩২ এ পদার্পণ করেছে । এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস" ? আসুন জেনে নেওয়া যাক ।
ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস : প্রত্যেক সপ্তাহের বৃহস্পতিবার থেকে শুরু করে বুধবার অব্দি আমার বাংলা ব্লগের সকল এক্টিভ ব্লগারদের মধ্য থেকে এক জন আমার পছন্দের ব্লগার হিসেবে বেছে নেওয়া হয়ে থাকে । ইনিই হন সেই সপ্তাহের "ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস" । এই নির্বাচনটি একদমই আমার নিজের খুশি মতো করা হয় । যাঁর লেখা আমার ভালো লাগে আমি তাঁকেই নির্বাচিত করি । প্রত্যেকের সামগ্রিক পোস্ট বিশ্লেষণ করে পোস্টের কোয়ালিটি, পোস্ট ভ্যারিয়েশন, বানান এবং মার্কডাউন এর ব্যবহার পর্যবেক্ষণ করে এই বিচারপর্ব সম্পন্ন করা হয়ে থাকে।
ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস - @hiramoni
পুরস্কার : $২৫ এর দুটি আপভোট
ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস পুরস্কার
SERIAL | AUTHOR | UPVOTE | POST LINK |
---|---|---|---|
01 | @hiramoni | $25 UPVOTE | রেসিপিঃ হাঁসের ডিম দিয়ে নতুন আলু ঘাটি🥘🥘 |
02 | @hiramoni | $25 UPVOTE |
অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ
পুরো নামঃহাবীবা সুলতানা হিরা। জাতীয়তাঃ বাংলাদেশী। পেশাঃ গৃহিণী। শখঃ নতুন নতুন রেসিপি করা, ফটোগ্রাফি করা, আর্ট করা, গান শোনা ও গাওয়ার চেষ্টা করা। তাছাড়া সৃজনশীল শিখতে ও জানতে ভালো ভালোবাসেন। স্টিমিট ক্যারিয়ারঃ ২০২০ সালের নভেম্বর মাসে স্টিমিটে যুক্ত হন।
এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :
তাঁর ব্লগ সম্পর্কে আমার অনুভূতি :
প্রিয় মানুষের জন্মদিনে কাটানো কিছু মুহূর্ত❤...... by @hiramoni • 15/12/2023
শুভ ভাইয়ের জন্মদিনের কথা তো অজানা নয়। তবে এতো সুন্দর মুহূর্ত কাটিয়েছেন উনারা যা দেখে বেশ ভালো লেগেছে। আসলে আমার বিশেষ করে জন্মদিন পালন করতে খুব একটা ভালো লাগে না। কিন্তু ও বাড়ির মানুষেরা অবশ্যই সেটা বেশ সুন্দরভাবে উদযাপন করে এবং কোথাও না কোথাও আসলে ব্যাপারটা বেশ ভালো লাগে। কারন আপনজনেরা একটা বিশেষ দিনকে এতো বিশেষ ভাবে উদযাপন করে। যা দেখলে মনটা ভালো হয়ে যায়। তবে শুভ ভাইয়ের একটা ব্যাপার আমার কাছে বেশ লেগেছে। কারণ উনি কিছু সুবিধা বঞ্চিত মানুষদের নিয়ে নিজের জন্মদিনটা পালন করেছেন। যা সাধারণত তেমন একটা কাউকে করতে দেখা যায় না। বিষয়টিকে আমি এপ্রিসিয়েট করছি। আর সে সাথে বেশ ভালোই খাওয়া দাওয়া হয়েছে দেখতে পাচ্ছি।
ছবিটি হিরামণি ম্যাডামের ব্লগ থেকে নেওয়া হয়েছে
পিকনিক❤...... by @hiramoni • 20/12/2023
ছোটবেলার পিকনিক আর বড় বেলার পিকনিক গুলো আলাদা হয়। কিন্তু দুই বেলাতেই যে ব্যাপারটি সবচেয়ে বেশি মিল থাকে। তা হলো, আনন্দ। যেটা কোথাও ই কখনো কম হয় না। আজকালকার যেমন দিনকাল চলছে। সেখানে আসলে প্রতিবেশীদের খোঁজখবর কজনই নেয় বা চেনে।এমনকি এমনও দেখা গিয়েছে যে অনেকে প্রতিবেশীদের ভালোভাবে চিনেও না। কিন্তু সেই জায়গা থেকে উনারা এতো সুন্দর ভাবে মিলেমিশে আনন্দ উদযাপন করছে,যা দেখে মুগ্ধ হয়েছি। প্রতিবেশীদের মাঝে সবসময় ভালোবাসা এবং বন্ধন থাকা খুব দরকার। আর তার জন্য মাঝেমধ্যে এসব পিকনিক, হ্যাংগআউট এসব বেশ কাজে দেয় এবং সবাই একসাথে উনারা খুব আনন্দ করেছেন দেখতে পাচ্ছি।
ছবিটি হিরামণি ম্যাডামের ব্লগ থেকে নেওয়া হয়েছে
ঐশির জন্মদিন 🎂🎉❤...... by @hiramoni • 21/12/2023
বৃষ্টিচাকী ম্যাডামের মেয়ে ঐশীকে মোটামুটি আমরা সকলেই চিনি তার সুমধুর কন্ঠের জন্য। কারণ প্রতিটি হ্যাংআউটেই সে আমাদের সুমধুর কন্ঠের গান শুনিয়ে মুগ্ধ করে থাকে এবং প্রতিটি গানই এতো বেশি চমৎকার হয় যে, শেষ না হওয়া অব্দি শুনে থাকতে হয়। আসলে সন্তান বাবা-মায়ের জন্য আশীর্বাদ। কারণ সন্তানেরা ঘর আলো করে রাখে। আর সে সন্তানের যেদিন জন্মদিন থাকে। সেদিন বাবা-মায়েরা খুব বেশি আনন্দে দিন কাটাবে তা বলার অপেক্ষাই রাখেনা।ছোট্ট ঐশীর জন্মদিন বেশ সুন্দরভাবে পালিত হয়েছে, তার জন্যে আর্শীবাদ রইলো যেনো মানুষের মতোন মানুষ হতে পারে।সে সাথে ফুলকো ফুলকো লুচি দেখে তো বুঝাই যাচ্ছে যে উনাদের সময় এবং খাওয়া দাওয়া বেশ জম্পেশ হয়েছে।
ছবিটি হিরামণি ম্যাডামের ব্লগ থেকে নেওয়া হয়েছে
গান কভারঃ সখি || জনমে জনমে তোমারে গো চাই ...... by @hiramoni • 23/12/2023
শুভ ভাইয়ের ওয়াইফ অর্থাৎ হিরামণি ম্যাডামের কন্ঠের গান যে অনেক বেশি সুন্দর তা আমরা সকলেই জানি,আমাদের হ্যাংগআউট গুলোর মাধ্যমে।সুন্দর কণ্ঠের অধিকারী হওয়ার চেয়ে বড় একটি ব্যাপার হলো সকলের মাঝে গান পরিবেশন করার মতো সাহস রাখা। যার দুটোই উনার মাঝে পরিলক্ষিত এবং বরাবরের মতো উনার এই পারফরম্যান্সটিও দুর্দান্ত ও শ্রুতিমধুর হয়েছে।শুনে বেশ ভালো লেগেছে।
ছবিটি হিরামণি ম্যাডামের ব্লগ থেকে নেওয়া হয়েছে
নানু ভাইকে দেখতে নানু বাড়িতে...... by @hiramoni • 24/12/2023
প্রথমেই উনার নানু ভাইয়ের সুস্থতা কামনা করছি। আসলে মানুষ বার্ধক্য জনিত কারণে নানারকম রোগে পরে যায় এবং সেই রোগগুলো খুব দ্রুত সেরেও যায় না। কিন্তু সেই রোগগুলো সেড়ে যাওয়ার মূল মন্ত্র হলো ভালো চিকিৎসা এবং ভালো দেখাশোনা করা। যা আশা করছি উনার নানু ভাই পাচ্ছেন। আসলে ছোটবেলায় মামা বাড়ি কিংবা নানা বাড়ি যাই বলি না কেনো, যেতে বেশ মজা হতো। কারণ সকলের জন্য নানাবাড়ি একটা আলাদা রকমের স্মৃতি বহন করে। কারণ ছোটবেলায় নানু বাড়িতে সবচেয়ে বেশি মজা হয়। তবে উনাদের এবার বেশ অনেকটা পথ হাঁটতে হয়েছে জেনে খারাপ লাগলো। কারণ সাথে যদি বাচ্চা থাকে তাহলে একটু মুশকিল হয় হাঁটাচলা বেশি করতে।
ছবিটি হিরামণি ম্যাডামের ব্লগ থেকে নেওয়া হয়েছে
------- ধন্যবাদ -------
পরিশিষ্ট
আজকের টার্গেট : ৫৫৫ ট্রন জমানো (Today's target : To collect 555 trx)
তারিখ : ২৭ ডিসেম্বর ২০২৩
টাস্ক ৪৫৫ : ৫৫৫ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron
আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx
৫৫৫ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :
TX ID : c6a45d06af89568cd7558560ef1755e698cb1633d9c8098c6babb1cc8a96a0b0
টাস্ক ৪৫৫ কমপ্লিটেড সাকসেসফুলি
Account QR Code
VOTE @bangla.witness as witness
OR
প্রতিদিনকার মতো আজকেও হাজির হলাম আমার করা দুটো NFT আর্ট নিয়ে । এবারের সাবজেক্ট হলো Indian princess, ভারতীয় রাজকণ্যা । প্রিন্সেস শব্দটার মধ্যেই একটা জাদু আছে । কারণ, প্রিন্সেস মানেই রাজকীয়, প্রিন্সেস মানেই অসামান্য রূপসী, প্রিন্সেস মানেই স্বর্গের অপ্সরা ।
তবে, আমার এই দুটো আর্ট হলো বিরহী রাজকন্যার আর্ট । অচিন দেশের কোন সে রাজপুত্রের প্রণয়নী রাজকণ্যা তার বিরহে চোখের জল ফেলছে । এটাই আমার আর্টের মূল উপজীব্য ।
Princess
An Indian princess weeping
Tears on cheek of Princess
দাদা,বিরহী রাজকন্যার আর্ট দেখে যেমন মুগ্ধ হয়েছি তেমনি আবার মন খারাপ হয়ে গেছে।আসলে মনে হচ্ছে আর্টগুলি একেবারেই জীবন্ত ।বিরহী রাজকন্যার চোখ থেকে যেন সমুদ্রের নীল বন্যা বয়ে চলেছে অবিরত ধারায়।এককথায় অসাধারণ, চমৎকার ও অনবদ্য আর্ট দাদা।
অনেক দারুন দাদ।
Congratulations, deserved one.
Upvoted! Thank you for supporting witness @jswit.
দাদা, আমি সত্যিই বেশ কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাকে সম্মানিত করার জন্য, আপনাকে অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ।
আপুর নানা ভাই এর সুস্থতা কামনা করছি। আশা করি আপু এই পোস্ট টি পড়ে খুশি হবেন।
হীরা আপুর বিগত সপ্তাহের পোস্ট গুলো এককথায় দুর্দান্ত ছিলো। দাদা আপনার পছন্দ বরাবরই সেরা। আসলেই শুভ ভাইয়ের জন্মদিনের আয়োজনটা একেবারে ইউনিক ছিলো। সুবিধাবঞ্চিত মানুষেরা বেশ আনন্দ করেছে এবং তৃপ্তি সহকারে খাওয়া দাওয়া করেছে। আপনি হীরা আপুর বিগত সপ্তাহের পোস্ট গুলো চমৎকারভাবে বিশ্লেষণ করেছেন দাদা। যাইহোক আপুকে ব্লগার অফ দ্যা উইক নির্বাচিত করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
হীরা মনি আপু কমিউনিটির একজন ভালো মানের ইউজার। তিনি প্রতিনিয়ত সুন্দর সুন্দর পোস্টের মাধ্যমে আমাদেরকে মুগ্ধ করে থাকেন। তাই আমি মনে করি হীরা মনি আপুকে ফাউন্ডার চয়েজে ব্লগার অব দ্যা উইক করে দাদা ভালো কাজ করেছেন। ধন্যবাদ দাদা আপনাকে এত সুন্দর একটি সিদ্ধান্ত নেওয়ার জন্য।
হীরা মনি আপু আমার পছন্দের একজন ইউজার। প্রতি সপ্তাহে ফাউন্ডার চেয়েসে একজন করে বেস্ট ব্লগার দেখতে পাই বেশ ভাল লাগে। দাদাকে অনেক ধন্যবাদ।এত সু্ন্দর একটি উদ্যোগ নেওয়ার জন্য।
This post has been upvoted by @italygame witness curation trail
If you like our work and want to support us, please consider to approve our witness
Come and visit Italy Community
ফাউন্ডার চয়েস উইকে হীরা আপুর নামটি দেখে অনেক ভালো লাগলো। বিগত সপ্তাহের পোস্টগুলো হিরাআপুর আসলেই অনেক চমৎকার ছিল । আমার বাংলা ব্লগ কমিউনিটিতে হীরা আপু অনেক ভালো একজন ইউজার। দাদার প্রত্যেকটি উদ্যোগ অসাধারন।যার কারণে কাজ করেও আমরা অনেক উৎসাহ পাই অনেক ধন্যবাদ সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।