দশটি মজার কুইজ : সঠিক উত্তরদাতাকে পুরস্কার দেওয়া হবে -এপিসোড ১৬ (বিবিধ)steemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগlast year



Copyright Free Image Source: PixaBay

কুইজ আমার খুবই ফেভারিট । স্কুলে পড়ার সময়ে প্রচুর কুইজ কনটেস্ট করতাম আমরা ক্লাসে নিজেদের মধ্যে । গর্ব করে বলতে পারি যে ম্যাক্সিমাম কন্টেস্টে আমিই উইনার ছিলাম । বিজ্ঞান, সাহিত্য আর প্রাণীজগৎ ছিল বেশি প্রিয় আমার কুইজ কন্টেস্টের বিষয়ে । খেলাধুলা-র বিষয়ে একটু কম পারতাম । আর ভূগোল এবং ইতিহাসে তেমন একটা পারতাম না । তবে অঙ্ক আর বুদ্ধি বিষয়ক কুইজ গুলোতে ছিলো ঈর্ষণীয় দক্ষতা ।


গত এপিসোডের (এপিসোড নাম্বার ১৫) কুইজের পুরস্কার আজ রাতেই প্রদান করা হবে । তাই আজকে নিউ আরেকটা কুইজ এপিসোড নিয়ে হাজির হলাম । আজকের কুইজের পুরস্কার নতুন কুইজ এপিসোড পাবলিশ হওয়ার রাত্রে দেওয়া হবে ।


নিয়মাবলী :

১. একজন ব্লগার একটার বেশি কমেন্ট করে কুইজ এর উত্তর দিতে পারবেন না ।
২. কমেন্ট এডিট করা যাবে না ।
৩. অন্যের উত্তর হুবহু কপি পেস্ট করা যাবে না ।
৪. আমার সন্দেহ হলে আপনার উত্তরের সোর্স জানতে চাইতে পারি ।
৫. গুগল সার্চ ইঞ্জিন এবং বই এর সাহায্য নেওয়া যাবে । তবে সেখান থেকে হুবহু কপি করা যাবে না ।
০৬. দশটি কুইজ এর সবগুলির সঠিক উত্তর কেউ যদি না দিতে পারেন তো -
--- প্রথম সর্বোচ্চ উত্তরদাতাকে প্রতিটি সঠিক উত্তরের জন্য কুইজ পিছু $২ এর আপভোট
--- দ্বিতীয় সর্বোচ্চ উত্তরদাতাকে প্রতিটি সঠিক উত্তরের জন্য কুইজ পিছু $১ এর আপভোট
--- তৃতীয় সর্বোচ্চ উত্তরদাতাকে প্রতিটি সঠিক উত্তরের জন্য কুইজ পিছু $০.৫০ এর আপভোট

পুরস্কার :

১. প্রথম সঠিক উত্তরদাতা : $২০ এর আপভোট তাঁর যে কোনো একটি একটিভ পোস্টে
২. দ্বিতীয় সঠিক উত্তরদাতা : $১০ এর আপভোট তাঁর যে কোনো একটি একটিভ পোস্টে
৩. তৃতীয় সঠিক উত্তরদাতা : $৫ এর আপভোট তাঁর যে কোনো একটি একটিভ পোস্টে


কুইজ : (বিবিধ)


০১. আইনস্টাইনের বিখ্যাত ধাঁধাটি সমাধান করতে পারার সম্ভাবনা রয়েছে পৃথিবীর কত শতাংশ মানুষের ?

০২. হাসির রাজা গোপাল ভাঁড় জাতিতে আসলে কি ছিল ?

০৩. সার্ভান্তেসের লেখা বিখ্যাত হাসির বই ডন কুইক্সোট পড়েননি কিশোর বয়সে এমন মানুষ খুব কমই আছে । ডন কুইক্সোট এর বইটি দু'টি খন্ডে প্রাপ্ত । প্রথম খন্ডটি বেশি হাসির এবং হ্যাপি এন্ডিং । কিন্তু দ্বিতীয় খন্ডটির শেষে একটা বিয়োগান্ত পরিণতি আছে । কার বিয়োগান্ত পরিণতি ?

০৪. "সুইস ফ্যামিলি রবিনসন" বইটি খুবই জনপ্রিয় একটি বই এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, কিন্তু এই বইটি কোন উপন্যাসের সাফল্যে উজ্জীবিত হয়ে ও তার আলোকে লেখা হয়েছিল ?

০৫. ভারতের বিখ্যাত কবি, ঔপন্যাসিক ও লেখক, ছোটদের অসম্ভব জনপ্রিয় একটি সিরিজ "কাকাবাবু"-র স্রষ্টা "সুনীল গঙ্গোপাধ্যায়" এর আদি বাড়ি কোথায় ছিল ?

০৬. কোন প্রাণী বেশি শক্তিশালী ও হিংস্র ? চিতা নাকি চিতাবাঘ ?

০৭. ইন্দোনেশিয়ার বিখ্যাত কোমোডো ড্রাগন যেমন হিংস্র ঠিক তেমনই বিপজ্জনক একটি প্রাণী । তাদের দাঁতে বিষ না থাকলেও এতো বেশি পরিমাণে ব্যাকটেরিয়া থাকে যে কামড়ানোর জায়গা সঙ্গে সঙ্গে বিষিয়ে যায় এবং প্রাণীটি অসাড় হয়ে পড়ে । হরিণ, ছাগল আর মহিষ হলো এদের খাদ্যতালিকাভুক্ত । অতি সম্প্রতি একটি ভিডিওতে দেখা গিয়েছে যে একটা কোমোডো ড্রাগন আস্ত একটা হরিণকে জাস্ট ১০-১২ সেকেন্ডে গিলে ফেলছে । ভয়ানক হিংস্র এই কোমোডো ড্রাগন আসলে কি প্রাণী ?

০৮. প্রাণী কোষ কোনো কোনো সময় নিজে নিজেকেই খেয়ে হজম করে ফেলতে পারে । এর কারণ কোষের অভ্যন্তরে এনজাইমের একটি থলি । থলিটির নাম কি ? আর কি ভাবেই বা কোষের অভ্যন্তরের এই থলি পুরো কোষকে পরিপাক করে ফেলতে পারে (নিজেকে সহ, অর্থাৎ থলি নিজেও হজম হয়ে যায়)?

০৯. বিশ্বে পারমাণবিক বোমার চাইতেও শক্তিশালী এবং ব্যাপক ধ্বংস ক্ষমতা সম্পন্ন বোমা কোনটি ?

১০. গুগলের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সমৃদ্ধ চ্যাট বটের নাম কি ?


✡ ধন্যবাদ ✡



পরিশিষ্ট


আজকের টার্গেট : ৫১০ ট্রন জমানো (Today's target : To collect 510 trx)


তারিখ : ০৩ এপ্রিল ২০২৩

টাস্ক ২২৪ : ৫১০ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron


আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx

৫১০ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :

TX ID : 45fba8091f48f6d1bbe53fc2cfd72e2bc1b13de4d77c1b78b1c99466491122e4

টাস্ক ২২৪ কমপ্লিটেড সাকসেসফুলি


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code

TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png












Sort:  
Loading...

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



 last year 

১/ দুই শতাংশ মানুষের।
২/ নাপিত।
৩/ ডন কুইক্সোট বাড়ি ফেরার পর অসুস্থ হয়ে মারা যায়।
৪/ রবিনসন ক্রুসো উপন্যাস থেকে অনুপ্রাণিত হয়ে।
৫/ মাদারীপুর জেলার কালকিনি উপজেলার মাইজপাড়া গ্রামে।
৬/ চিতা বাঘ।
৭/ ইন্দোনেশিয়া থেকে পাওয়া একটি বড় প্রজাতির লিজার্ড।
৮/ থলিটির নাম লাইসোজোম। দেহে খাদ্যের অভাব দেখা দিলে লাইসোজোমের বাইরের এসে নিজেকেই নিজে হজম করতে থাকে, এই প্রক্রিয়ার নাম অটোফ্যাগি।
৯/ হাইড্রোজেন বোমা।
১০/ বার্ড।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

১.উত্তর: ২ শতাংশ।
২.উত্তর:নাপিত।
৩.উত্তর:কুইক্সোট বাড়ি ফেরার পরে অসুস্থ হয়ে মারা যায়।
৪.উত্তর:' রবিনসন ক্রুসো ' উপন্যাসের সাফল্য দ্বারা অনুপ্রাণিত হয়েছিল।
৫.উত্তর:মাদারীপুর জেলায়,কালকিনি থানার মাইজপাড়া গ্রাম।
৬.উত্তর: চিতা বাঘ।
৭.উত্তর:ইন্দোনেশিয়ায় পাওয়া একটি বড় প্রজাতির লিজার্ড বা টিকটিকি।
৮.উত্তর:থলিটির নাম - লাইসোসোম।অটোফেগি বা অটোলাইসিস বা প্রোগ্রামড সেল ডেথ নামে একটি প্রক্রিয়ার মাধ্যমে।
৯.উত্তর:হাইড্রোজেন বোমা।
১০.উত্তর:বার্ড

 last year 

উত্তর:

1.দুই শতাংশ
2.নাপিত
3.ডন কুইক্সোট মারা যান।
4.আঙ্কল টমস কেবিন উপন্যাসের আলোকে লেখা।
5.সাবেক পূর্ববঙ্গের ফরিদপুর জেলায় মাইজপাড়া গ্রামে।
6.চিতাবাঘ
7.এক জাতের বড় গিরগিটি
8.লাইসোজোম। অটোফ্যাগি প্রক্রিয়ার মাধ্যমে।
9.জার বোম্বা
10.Google-এর AI-পাওয়ার্ড চ্যাটবটের নাম Bard।

 last year 

১.উত্তর: ২ শতাংশ মানুষের।
২.উত্তর:নাপিত ছিল।
৩.উত্তর :কুইক্সোট এর।
৪.উত্তর :বাইবেল।
৫.উত্তর :মাদারীপুর জেলায়,কালকিনি থানার মাইজপাড়া গ্রামে।
৬.উত্তর:চিতাবাঘ।
৭.উত্তর :গুইসাপ।
৮.উত্তর :লাইসোজোম কোষের খাদ্যের অভাবে এনজাইম বের হয়ে অন্য সব কোষ খেয়ে ফেলে।
৯.উত্তর :হাইড্রোজেন বোমা।
১০.উত্তর :বার্ড।

 last year 
  1. আইনস্টাইনের বিখ্যাত ধাঁধার সমাধান করার সম্ভাবনা রয়েছে পৃথিবীর ২% মানুষের।
  2. গোপাল ভাঁড় জাতিতে নাপিত ছিলো।
  3. বিয়োগান্ত পরিনিতিটি হল, কুইক্সোট মারা যায়।
  4. রবিনসন ক্রুসো উপন্যাস থেকে অনুপ্রাণিত
  5. ‎বাংলাদেশের মাদারীপুর জেলার কালকিনি উপজেলার পূর্ব মাইজপাড়া গ্রামে.
  6. চিতার তুলনায় চিতাবাঘ বেশি শক্তিশালী ও হিংস্র
  7. গুইসাপ
  8. সেই থলিটির নাম লাইসোজোম। দেহে খাদ্যের অভাব দেখা দিলে লাইসোজোমের বাইরের এসে নিজেকেই নিজে হজম করতে থাকে, এই প্রক্রিয়ার নাম অটোফ্যাগি।
  9. হাইড্রোজেন বোমা।
  10. গুগলের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সমৃদ্ধ চ্যাট বটের নাম Bard AI.
 last year 

(১) দুই শতাংশ।
(২) নাপিত।
(৩) কুইক্সোট বাড়ি ফেরার পর অসুস্থ হয়ে মারা যায়।
(৪)"রবিনসন ক্রুসো" উপন্যাসের সাফল্য দ্বারা অনুপ্রাণিত হয়েছিল।
(৫) মাদারীপুর জেলার কালকিনি থানার মাইজপাড়া গ্রাম।
(৬) চিতা বাঘ।
(৭)একটি বড় প্রজাতির লিজার্ড বা টিকটিকি যা ইন্দোনেশিয়ায় পাওয়া ।
(৮)থলিটির নাম - লাইসোসোম । প্রোগ্রামড সেল ডেথ নামে একটি প্রক্রিয়ার মাধ্যমে।
(৯)হাইড্রোজেন বোমা।
(১০)বার্ড

১.আইনস্টাইনের বিখ্যাত ধাঁধাটি সমাধান করতে পারার সম্ভাবনা রয়েছে পৃথিবীর দুই থেকে তিন শতাংশ মানুষের মধ্যে।
২. ভাঁড় মানেই তো নাপিত, তার মানে নাপিতই ছিল।
৩.ডন কুইক্সোট এর মৃত্যুর কথা এবং তিনি বাড়ি ফেরার পরে অসুস্থ হয়ে মারা যায়।
৪.রবিনসন ক্রুসো- উপন্যাসের সাফল্য দ্বারা অনুপ্রাণিত হয়েছিল।
৫.মাদারীপুর জেলায়,কালকিনি থানার মাইজপাড়া গ্রামে।
৬.চিতার তুলনায় চিতাবাঘ বেশি শক্তিশালী এবং হিংস্র।
৭.ইন্দোনেশিয়ায় পাওয়া একটি বড় প্রজাতির লিজার্ড বা টিকটিকি।
৮. থলিটির নাম হলো লাইসোজোম।কোষে খাদ্যের অভাব দেখা দিলে লাইসোজোম এর বাইরের স্তর নষ্ট হয়ে যায় এবং এনজাইম বের হয়ে এসে সমগ্র কোষকে হজম করে ফেলে।এই প্রক্রিয়ার নাম অটোফ্যাগি।
৯.হাইড্রোজেন বোমা।
১০.গুগলের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সমৃদ্ধ চ্যাট বটের নাম Bard AI

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.030
BTC 69032.73
ETH 3765.99
USDT 1.00
SBD 3.53