"আমার বাংলা ব্লগের" ফান MEME টোকেন $PUSS HODL কনটেস্ট

in আমার বাংলা ব্লগ4 months ago (edited)


Drawing (11).png


"আমার বাংলা ব্লগ" কমিউনিটি'র ফার্স্ট ডিজিটাল টোকেন $PUSS Token । এটি একটি TRC-20 টোকেন, এর অর্থ টোকেনটি Tron ব্লকচেইনে ডিপ্লয় করা । $PUSS কয়েনের কোনো মালিকানা নেই । সম্পূর্ণ ডিসেন্ট্রালাইজড এটি । কোনো Presale নেই, Creator কর্তৃক pre-mined কোনো স্টেক নেই । একটি কয়েনও ফ্রী পাওয়া যায়নি । ইভেন ক্রিয়েটরও একটি সিঙ্গেল কয়েন ফ্রি ফ্রি পাননি । প্রত্যেকটা $PUSS টোকেন Tron(TRX) দিয়ে কিনে নিতে হয়েছে । তাই, এই FUN প্রজেক্টটি সম্পূর্ণ স্ক্যাম ফ্রী । প্রোজেক্টটি যেহেতু সম্পূর্ণটাই তৈরী করা হয়েছে মজার উদ্দেশ্যে তাই সবার উদ্দেশ্যে জাস্ট এটাই বলবো যে এটাকে কেউ খুব সিরিয়াস কোনো প্রজেক্ট হিসেবে নেবেন না ।

পোস্টের প্রথমেই বলি এটি ক্রিপ্টো কারেন্সিতে ইনভেস্টমেন্ট করার জন্য কাউকে প্রলুব্ধ করার কোনো উদ্যোগ নয় । এই পোস্টের মাধ্যমে কাউকেই ক্রিপ্টো কারেন্সিতে বিনিয়োগে উৎসাহিত করার কোনো উদ্দেশ্য নেই । এটি একটি FUN কনটেস্ট, আমাদের কমিউনিটির সকল সদস্য যাতে ন্যূনতম $PUSS টোকেন তাঁদের সবার ওয়ালেটে হোল্ড করে এটাই হলো তার প্রধান উদ্দেশ্য ।

ক্রিপ্টো কারেন্সিতে বিনিয়োগ একটি উচ্চ ঝুঁকিপূর্ণ এবং অধিকাংশ ক্ষেত্রে প্রচুর লসের সম্ভাবনা থাকে । তাই এ ব্যাপারে সকলকে সতর্ক করছি ।


$PUSS স্টিমিট কমিউনিটির সর্বপ্রথম মিমি টোকেন । এই ফান টোকেন মাত্র ৪ দিন পূর্বে লঞ্চ করা হয়েছে যার প্রধান উদ্দেশ্য বিভিন্ন রকম কর্মকান্ডের মাধ্যমে ফান টেকেনটি দিয়ে আনন্দ প্রদান করা । তাই আমি চাই সবার আগে "আমার বাংলা ব্লগের" সকল ইউজার কিছু $PUSS কয়েন নিজেদের Tron ওয়ালেটে হোল্ড করুন । সেই উদ্দেশ্যেই মজার এই কন্টেস্টের আয়োজন করা হয়েছে ।


Contest Name : Buy & HODL $PUSS

কন্টেস্টের সময়সীমা : ২৭ -০৮ থেকে ০২ - ০৯ (২৭ শে আগস্ট থেকে ০২ সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত)

Total Prize Money : Total $175 Dollar value Upvote


কন্টেস্টের নিয়মাবলী :


০১ ) "আমার বাংলা ব্লগের" সদস্য হতে হবে ।
০২ ) SunSwap থেকে মিনিমাম 10,000 (ম্যাক্সিমাম লিমিট নেই) $PUSS BUY করে আপনার ওয়ালেটে হোল্ড রাখতে হবে ।
০৩ ) সর্বোচ্চ $PUSS হোল্ডারকে বিজয়ী এবং তাঁর নিকটবর্তী হোল্ডারদের মধ্যে থেকে হোল্ডের পরিমাণের উপর নির্ভর করে আরো ৬ জন কে পুরস্কৃত করা হবে ।
০৪ ) BUY এবং HODL কন্টেস্টের পোস্টে আপনাকে clearly $PUSS টোকেন Buy করার স্টেপগুলো শেয়ার করতে হবে ।
০৫ ) নিজের স্টিমিট ওয়ালেটে লিঙ্কড ট্রন ওয়ালেট থেকেই শুধুমাত্র $PUSS buy করতে হবে আপনাকে ।
০৬ ) অন্য কারো কাছ থেকে $PUSS ট্রান্সফার করে নিজের ওয়ালেটে হোল্ড করলে হবে না, আপনাকে ওপেন মার্কেটে buy করে হোল্ড করতে হবে ।
০৭ ) কিভাবে $PUSS buy এবং hold করতে হবে বুঝতে না পারলে টিকেট কেটে আমাদের সাথে কথা বলুন ও এ বিষয়ের উপর করা টিউটোরিয়ালগুলো ফলো করুন ।


$PUSS কিনুন , নিজের বন্ধু বান্ধবদের, আত্মীয় স্বজনদের গিফট করুন । আনন্দ করুন !

HAPPY PUSS DAY 🐱😻😽


এক নজরে $PUSS Token :

Puss.gif


COIN NAME : PUSS
TICKER : PUSS
COIN TYPE : TRC-20
BLOCKCHAIN : TRON
TOTAL SUPPLY : 100,00,00,000.00 PUSS

Coin on Tron : https://tronscan.org/#/token20/TX5eXdf8458bZ77fk8xdvUgiQmC3L93iv7


BUY/SELL INSTANTLY : CLICK HERE


বিঃ দ্রঃ প্রোজেক্টটি যেহেতু সম্পূর্ণটাই তৈরী করা হয়েছে মজার উদ্দেশ্যে তাই সবার উদ্দেশ্যে জাস্ট এটাই বলবো যে এটাকে কেউ খুব সিরিয়াস কোনো প্রজেক্ট হিসেবে নেবেন না ।



puss-in-boots_0.png


------- ধন্যবাদ -------


পরিশিষ্ট


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code

TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


Green_White_Orange_Modern_Geometric_Online_Training_Banner_20240824_023349_0000.png

»»——⍟——«

Sort:  
 4 months ago 

এটা দারুণ একটা উদ্যোগ দাদা, এই কনটেষ্টের মাধ্যমে সবার মাঝে দারুনভাবে আনন্দ ছড়িয়ে যাবে। তবে আমার আফসোস, জিএফ নাই- থাকলে কিছু $PUSS গিফট দিতাম, হি হি হি।

 4 months ago 

দারুণ কনটেস্ট দাদা। পুশ কিনে ফেলেছি আপনার দেখানো ধাপ মেনে। সামান্য হলেও চেষ্টা করছি সবার সাথে এগোনোর৷ তারপর জানিনা৷ সব কাজের মধ্যেও এই ব্লগে নিজেকে এনগেজ রাখতে ভালো লাগে। এবার কনটেস্ট পোস্ট করব। আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর করে সকলকে গাইড করার জন্য।

Congratulations, your post has been upvoted by @nixiee with a 100 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 4 months ago 

দারুন উদ্যোগ।আমরা যারা আগে থেকে পুস কিনেছি তাদের নতুন করে কিনে দেখাতে হবে? নাকি যাস্ট ধাপ গুলো শেয়ার করলেই হবে?

 4 months ago 

এই কয়দিনে অনেক মজা পেয়েছি। আবার আপনি দারুন একটি প্রতিযোগিতার আয়োজন করেছেন দাদা । এমন এক প্রতিযোগিতা শুরু হয়ে যাবে যেখানে কয়েন কিনার প্রতিযোগিতা। আমিও যুক্ত হওয়ার চেষ্টা করব। অনেক ভালো লাগলো নিজের। নিজের মধ্যে আলাদা এক ভালো লাগা কাজ করছে দাদা।

 4 months ago 

দারুন একটি উদ্যোগ দাদা। আমি কিছু $PUSS কিনে রেখেছিলাম আরো কিছু কিনবো ভাবছি। এছাড়াও এইসব $PUSS অন্যান্যদের কে গিফট করবো এবং যার ভ্যালু ও থাকবে। ভাবছি প্রথম গিফটটা টুম্পাকেই করবো। সত্যি দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 4 months ago 

টুম্পা গিফট পাওয়ার পর তোমায় কি দিল তা জানিও সিয়াম 🤣🤣🤣

 4 months ago 

দারুণ একটা উদ্যোগ দাদা!$PUSS কিনার প্রতিযোগিতা মজার হবে ।

 4 months ago 

খুবই ভালো একটি উদ্যোগ দাদা। কিন্তু আমি যে আগেই কিনে ফেলেছি। এখন তাহলে কি করবো? যাই হোক আশা করি সবাই এখন puss কে নিজের ওয়ালেট এ রাখবে। আমাদের কমিউনিটির কয়েন বলে কথা।

 4 months ago 

দাদা আপনি দারুন একটি প্রতিযোগিতার আয়োজন করেছেন। আশা করছি এই প্রতিযোগিতায় সবাই অংশগ্রহণ করবে। সত্যি দাদা আপনার দারুন একটি উদ্যোগ দেখে অনেক ভালো লাগলো।