আধুনিক গদ্য কবিতা কি আসলেই দুর্বোধ্য ? [পর্ব ০১]

in আমার বাংলা ব্লগ7 months ago

flat-lay-7011289_1280.jpg

image credit:PixaBay


কবিতা টবিতা লেখায় আমি কোনোদিনই সিদ্ধহস্ত ছিলুম না । এমনকি এ যাবৎ প্রচুর কবিতা লেখা সত্ত্বেও আমি একটুও দক্ষতা অর্জন করতে সক্ষম হইনি ওই ব্যাপারটিতে । শুধু কোনোরকমে লিখে গিয়েছি একটার পর একটা । মনে যা আসে তাই আমার কলমের ডগা দিয়ে খাতায় কলমের আঁচড়ে কবিতা হয়ে ফুটে ওঠে । আমার লেখা এই সকল আবোলতাবোল কবিতার যে কোনো অন্তর্নিহিত ভাব আছে সেটা আমি নিজেই বিশ্বাস করিনি কোনোদিন । গদ্য কবিতার আধুনিক ভার্শনগুলো আমার কাছে তেমন দুর্বোধ্য কোনোদিনই মনে হয়নি । তা সত্ত্বেও নিজের লেখা আবোলতাবোল লেখাগুলোর মধ্যে তেমনভাবে কোনো অন্তর্নিহিত ভাব ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছি কি না এটা সম্পর্কে আমার মনে দ্বিধা রয়েই গিয়েছে ।

সেই ভাবনা থেকেই মজার এই সিরিজটি চালু করার সিদ্ধান্ত নিয়েছি । এই সিরিজে প্রতি সপ্তাহে একটি পোস্ট থাকবে । সেই পোস্টে আমার এক বা একাধিক কবিতা দিয়ে আপনাদের কাছে জানতে চাইবো কবিতাটি বা কবিতাগুলির মধ্যকার অন্তর্নিহিত ভাবটি কি ?

মজার ব্যাপারটি হলো কারো ভাবনার সাথেই কিন্তু অন্য কারো ভাবনা সম্পূর্ণরূপে মিলবে না । এটাই হলো আসল মজা । তবে এই ধরণের পোস্টে কমেন্ট প্রায় পাবোই না । আমার ধারণা আমরা প্রায় কেউই আধুনিক গদ্য কবিতা সেভাবে বুঝতে পারি না । আমি নিজে ভাবি যে আমি বুঝতে পারি, কিন্তু অন্য কারো সাথে আমার ভাবনাটা শেয়ার করলেই সব পরিষ্কার হয়ে যাবে যে তাঁর সাথে আমার ভাবনার কিছুমাত্র মিল নেই ।

ভারী মজার ব্যাপার । নয় কি ?

তবে আজকে প্রথম এপিসোড, তাই একদম সহজ একটা আধুনিক গদ্য কবিতা শেয়ার করছি আপনাদের সাথে । দেখি কেমন ভাবনা আপনাদের, আমার সাথে মেলে কী না !

নিচে আমার লেখা পুরোনো দু'টি কবিতা দিলাম । কবিতা দু'টি পড়ে সেদু'টির অন্তর্নিহিত ভাবটি সম্পর্কে আপনার ভাবনা কমেন্ট বক্সে লিখে ফেলুন ঝটপট -


(১)

আমার সে দিন ভিজে গেছে
শ্রাবণ মেঘের ধারায় ।
আমার সে দিন ভেসে গেছে
বর্ষণমুখর সন্ধ্যায় ।
আমার সে দিন মরে গেছে
তোমার অপেক্ষায় ।
আমার সে দিন ফুরিয়ে এসেছে,
হয়নি তো বলা - ভালোবাসি তোমায়।



(২)

আমি একটা গল্প থেকে বের হওয়ার চেষ্টায় আছি,
গল্পটা আমাকে একটু একটু করে আঁকড়ে ধরছে রোজ ।
ধীরে ধীরে সে গ্রাস করে নিচ্ছে গল্পকারকে,
গল্পের মাঝে বিলীন হওয়ার এক সুতীব্র আহব্বানে ।

সে ইশারায় সাড়া না দিয়ে থাকা যায় না ।
গল্পের সে মেয়েটি আমার কাছে আসে,
খাঁ খাঁ করা বৈশাখের নির্জন দুপুরে,
বর্ষণ সিক্ত কোনো এক ঝুম বরষার শ্রাবণ সন্ধ্যায়,
সে আসে, বারে বারে সে আসে ।
আমার হৃদয় কুটিরে কাল বৈশাখীর ঝোড়ো হাওয়ার সাথে সে আসে,
বর্ষণমুখর রাতে সে আসে বৃষ্টির ছাঁটের সাথে ভেজা হওয়ায় মিশে ।
কল্পনার মোড়কে আমার বাস্তব সত্ত্বা,
আজ হারিয়ে ফেলেছে বাস্তবতার মোড়কে সাজানো কল্পনার রাজ্যে ।


------- ধন্যবাদ -------


পরিশিষ্ট


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code

TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


steempro....gif

»»——⍟——««

Sort:  
 7 months ago 

দুটি কবিতা পড়ে যতটুকু বুঝতে পারলাম প্রথম কবিতায় হয়তো কারো জন্য প্রতীক্ষায় হৃদয়ের ব্যাকুলতা তুলে ধরা হয়েছে। আর দ্বিতীয় কবিতাটিতে কাউকে ভালোবাসার ব্যাকুলতা তুলে ধরা হয়েছে। হয়তো সেই ভালোবাসা অনুভূতির সাথে মিশে আছে। হয়তো বাস্তবতায় ফিরে গেলে সেই ভালোবাসা শুধুই কল্পনা।
আধুনিক গদ্য কবিতা সম্পর্কে খুব একটা ধারণা নেই। তবে আপনার লেখা কবিতা পড়তে সব সময়ই ভালো লাগে দাদা। আধুনিক গদ্য কবিতার অর্থ হয়ত সেভাবে বুঝিনা তবে আপনার লেখা কবিতার মাঝে বেশ গভীর অনুভূতি খুঁজে পেয়েছি দাদা।

Congratulations, your post has been upvoted by @upex with a 40.83% upvote. We invite you to continue producing quality content and join our Discord community here. Keep up the good work! #upex

Congratulations, your post has been upvoted by @nixiee with a 100 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.

 7 months ago 

দাদা, আমি বিশ্বাস করি আপনি একজন কবি। নিজের মনের কথাগুলো কলমের মাধ্যমে লিখে প্রকাশ করাটা অনেক সহজে একটি বিষয় নয়, এই বিষয়টা আমরা অনেকেই পারি না। তবে কবিতার মনের ভাব একে অপরের থেকে ভিন্ন হবে, এই বিষয়টি স্বাভাবিক। তবে এই বিষয়ে আপনি একটি নতুন সিরিজ শুরু করেছেন। দেখি আপনার কবিতা গুলোর সাথে আমার ভাবনার মিল করতে পারি কিনা।

এক নম্বর অনু কবিতা পড়ে আমি যা বুঝেছি-

এখানে আমার মতে একতরফা ভালবাসার বহিঃপ্রকাশ হয়েছে। ভালোবাসার মানুষকে নিজের কথাটি বলতে না পাওয়ার বেদনাটি প্রকাশ পেয়েছে।

দুই নম্বর অনু কবিতা পড়ে আমি যা বুঝেছি-

এখানে আমার মতে, এই সমাজের ব্যস্ততা এবং এই সমাজের বেঁচে থাকতে হলে আমাদের দৈনন্দিন কাজগুলো একে অপরের কাছে পরিপূরক হয়ে ওঠে। এই কাজগুলো থেকে আমরা কখনোই বেরিয়ে আসতে পারি না।

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



Hi @rme,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Come and visit Italy Community

 7 months ago 

দাদা প্রথম কবিতায় হয়তো আপনি যৌবন কালকে বুঝিয়েছেন। যেই সময়টাতে আপনি কাউকে ভালোবাসার কথা বলার ছিল। কিন্তু সময় ফুরিয়ে যাওয়ার কারণে আপনি ভালোবাসার কথা বলতে পারেননি।

আর দ্বিতীয় কবিতাই আপনি বুঝাতে চেয়েছেন যে, আপনি কোন একটি গল্প পড়তে গিয়ে গল্পের একটি মেয়েকে কল্পনা করেছেন। আপনি কল্পনা করেছেন সে হয়তো প্রায় সময় আপনার কাছে আসে। আপনি কল্পনা করেন সে বৃষ্টির সন্ধ্যায় আপনার কাছে আসে। কিন্তু বাস্তবতার কারণে এক সময় কল্পনার সেই মেয়েটি হারিয়ে যায়।

আমি যতটুকু বুঝেছি ততটুকুই এখানে শেয়ার করার চেষ্টা করলাম। ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখার অনুরোধ রইলো। ধন্যবাদ দাদা।

 7 months ago 

১ম কবিতাটির মর্মার্থ হলো,ভালোবাসার মানুষের কাছে না আসার কারণ এ অভিমান থেকে বলা কথা।
২য় কবিতাটির মর্মার্থ হলো,কোনো প্রেমিক তার প্রেমিকাকে অসম্ভব ভালোবাসে।হয়তো মাঝেমধ্যে ভাবে এসব ঝঞ্জাট থেকে মুক্ত হলেই হয়,কিন্তু তাও পারে না মুক্ত হতে।আসলে তো প্রেমিকের মুক্ত হতে ইচ্ছেই করে না।কারণ ভালোবাসে খুব তাই।

আমি এই সিরিজটি চালু করার সিদ্ধান্ত নিয়েছি কারণ আমি আমার লেখায় কোনোদিনই সিদ্ধহস্ত ছিলুম না । আমি একটা আধুনিক গদ্য কবিতা শেয়ার করছি আপনাদের সাথে । দেখি কেমন ভাবনা আপনাদের, আমার সাথে মেলে কী না !
নিচে আমার লেখা পুরোনো দু'টি কবিতা দিলাম । কবিতা দু'টি পড়ে সেদু'টির অন্তর্নিহিত ভাবটি সম্পর্কে আপনার ভাবনা কমেন্ট বক্সে লিখে ফেলুন ঝটপট -
(১)
আমার সে দিন ভিজে গেছে
শ্রাবণ মেঘের ধারায় ।
আমার সে দিন ভেসে গেছে
বর্ষণমুখর সন্ধ্যায় ।
আমার সে দিন মরে গেছে
তোমার অপেক্ষায় ।
আমার সে দিন ফুরিয়ে এসেছে,
হয়নি তো বলা - ভালোবাসি তোমায়।
(২)
আমি একটা গল্প থেকে বের হওয়ার চেষ্টায় আছি,
গল্পটা আমাকে একটু একটু করে আঁকড়ে ধরছে রোজ ।
ধীরে ধীরে সে গ্রাস করে নিচ্ছে গল্পকারকে,
গল্পের মাঝে বিলীন হওয়ার এক সুতীব্র আহব্বানে ।
সে ইশারায় সাড়া না দিয়ে থাকা যায় না ।
গল্পের সে মেয়েটি আমার কাছে আসে,
খাঁ খাঁ করা বৈশাখের নির্জন দুপুরে,
বর্ষণ সিক্ত কোনো এক ঝুম বরষার শ্রাবণ সন্ধ্যায়,
সে আসে, বারে বারে সে আসে ।
আমার হৃদয় কুটিরে কাল বৈশাখীর ঝোড়ো হাওয়ার সাথে সে আসে,
বর্ষণমুখর রাতে সে আসে বৃষ্টির ছাঁটের সাথে ভেজা হওয়ায় মিশে ।
কল্পনার মোড়কে আমার বাস্তব সত্ত্বা,
আজ হারিয়ে ফেলেছে বাস্তবতার মোড়কে সাজানো কল্পনার রাজ্যে ।
------- ধন্যবাদ ------