কবিতা "ভালোবাসি, ভালোবাসি"

in Tron Fan Clublast year

love-3061483_1280.jpg

কপিরাইট ফ্রী ইমেজ সোর্স : PixaBay


কবিতা "ভালোবাসি, ভালোবাসি"



💘


♡ ♥💕❤
পৌষের বিকেল,
ঘোলাটে সূর্যের আলো, কনকনে উত্তুরে হাওয়া,
সব কেমন ঠান্ডা আর বিষন্ন যেনো।
এখানে ওখানে সর্বত্রই রিক্ততার ছাপ অতি স্পষ্ট ।

শীতঘুমে যখন কাটছে সময়,
হৃদয় যখন আমার উষ্ণতাবিহীন,
খোলা চুলের এলোবেশে,
ঠিক তখনই তোমার দেখা পেলাম ।

খুব আটপৌরে সাজে
যেনো একটি সদ্য প্রস্ফুটিত গোলাপ ।
ডাগর ডাগর দুটি কালো নয়নপটে
ত্রস্তা হরিণীর ওই আঁখিপল্লবে
হৃদয়ে আমার রক্তের ঝড় তুললে ।

কুয়াশামোড়া নিষ্প্রভ সেই মায়াবী আলোয়,
তোমায় দেখি অপলক ।
অপরূপা তুমি, শিশির ভেজা ভোরের শিউলি ফুল ।
মন আজ উত্তাল আমার খুব কাছে পেতে,
ঝঞ্ঝা বিক্ষুব্ধ অর্ণবের ন্যায় ।

কুলায় ফেরা পাখির ডানায়
শেষ বিকেলের রোদ,
জোৎস্না মোড়া রাতের আঁধার আর,
শিশিরভেজা ভোর ।
সবখানেতেই দেখি তোকে,
সবখানেই খুঁজে ফিরি মুখটি শুধু তোর ।

মনটা আমার কবেই যেনো হয়ে গেছে চুরি;
আমার মনের মাঝে সকাল সাঁঝে,
দুপুর রোদের তাপদাহে, গভীর রাতের ইশারাতে,
তুমিই, শুধু তুমি ।

তোমার চোখের তারায় আমি নিজেকে দেখি,
অপলক নয়নে দেখি নিজেরই প্রতিবিম্ব ।
কৃষ্ণকালো তোমার আঁখির তারায় ঝিকিয়ে ওঠে
আমার বেঁচে থাকার স্বপ্ন ।

প্রিয়তমা, তুমি কি জানো,
তুমি যে আমার স্বপ্নের নারী !
তাই তো, বুঝি তুমি স্বপ্ন হয়েই থেকে যাবে আজীবন ।
দেবে না ধরা কোনওদিন ।
পাবো না ছুঁতে তোমার ওষ্ঠ,
বার্থ হবো রাখতে তোমার আঁখিতে আমার আঁখি ।

ভালোবাসাহীন নি:সঙ্গ জীবন আসলে মৃত্যুরই নামান্তর,
তাই সব কিছুর বিনিময়ে পেতে চাই শুধু
ভালোবাসা তোমার ।
তুমি বিনা এ হৃদয়ে
আর নেই তো কারো ঠাঁই ।

মম হৃদয় গভীরে যে প্রেম রয়েছে গোপন,
অধরে যা কখনোই হয়নি তো বলা,
তোমার আঁখিপল্লবে মুগ্ধতা রেখে,
কম্পিত অধরোষ্ঠে আজি তারই প্রকাশ পাওয়া -
ভালোবাসি তোমায় ।

দিন যায় রাত যায়, নির্ঘুম কাটে তোমা অপেক্ষায় ।
মন শুধু চায় তোমায়,
তুমি বিনা আর কিছুই চায় না তো এ হৃদয়;
ভালোবাসি, ভালোবাসি
আমি শুধু ভালোবাসি তোমায় ।
♡ ♥💕❤



------- ধন্যবাদ -------


পরিশিষ্ট


আজকের টার্গেট : ৫৫৫ ট্রন জমানো (Today's target : To collect 555 trx)


তারিখ : ০৫ ডিসেম্বর ২০২৪

টাস্ক ৪৬৩ : ৫৫৫ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron


আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx

৫৫৫ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :

TX ID : 18a0f4d4edc6566006ac6496a04417c300181ca95e27b6bb45c41356aed786f4

টাস্ক ৪৬৩ কমপ্লিটেড সাকসেসফুলি


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code

TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


steempro....gif

»»——⍟——««

Sort:  
 last year 

আবারো চলে এলুম আজকের প্রথম NFT শেয়ার করতে আপনাদের সাথে । এই NFT আর্টটিও "Winter Spirit" সিরিজের । অমর, অজেয় ফিনিক্স পাখি এসেছে ভালোবাসার বার্তা নিয়ে শীতের রাজ্যে, আমাদের ভালোবাসার শীত ঋতুতে । এটাই এই আর্টের মূল প্রতিপাদ্য বিষয় ।

তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এনএফটি আর্ট -


গ্যালারি : Fairy


Screenshot 2024-01-06 003451.png

Winter Spirit

 last year 

এই এনএফটিটার থিমটা জোস ছিলো দাদা।
একদম পারফেক্ট সবদিক থেকে।
১০/১০ 😍

 last year 

দাদা আপনার আর্ট অন্য লেভেলের। একটার চেয়ে একটা মাস্টারপিস। আপনার নিখুত কাজ দেখে আমার ভাল লাগে। প্রফেশনাল লেভেলের লেখালেখি ও আকাআকি করেন আপনি দাদা। আপনি যদি গল্প লিখতেন তাহলেও যেমন ভাল করতেন আবার আকাআকি করলেও অনেক ভাল করতেন। অনেকেই আছেন যারা সবদিকে পারদর্শী হোন না। আপনি দাদা সব্যসাচী অলরাউন্ডার। বিজ্ঞান, কলা, টেকনোলজি সবক্ষেত্রেই আপনি অসাধারন। যে সেক্টরে আপনার বিচরণ সেখানেই আপনি অন্যতম সেরা।

 last year 

Onk sundor likhechen dada.

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



This is a very nice poem you have shared @rme Dada, I enjoyed reading it.

As I read through the love poem, I couldn't help but picture my mother and my sister in my mind.

Indeed, in this new year, we should let love lead.

Thank you very much for this interesting poem.

ভালোবাসা যেমন সুন্দর,তেমন সুন্দর ভালোবাসার এই কবিতা।অনেক দিন পর আপনার কবিতা পেলাম দাদা।পড়ে এতো ভালো লাগলো।প্রিয়তমার প্রতি ভালোবাসা প্রকাশের এর চেয়ে দারুণ আর কিছু হয়না।খেয়াল করে দেখলাম পোস্টটি tfc তে হয়ে গিয়েছে।অনেক ধন্যবাদ দাদা এত্তো সুন্দর একটি কবিতার জন্যে,প্রাণ জুড়িয়ে গেলো।

দাদা আপনার কবিতা মানেই অসাধারণ কিছু, আর প্রতিটি লাইন যেন হৃদয় ছোঁয়া। আজকের কবিতাটি পড়ে একটা আলাদা অনুভুতি কাজ করছে। বিশেষ করে কবিতার গভীরতা অনেক। অসংখ্য ধন্যবাদ দাদা চমৎকার কবিতাটি আমাদের পড়ার সুযোগ করে দেয়ার জন্য।

Posted using SteemPro Mobile

আপনার লেখা কবিতা কবে পড়েছি সেটা আমার মনে নেই। যাক, সেদিনের রিকোয়েস্টে অনেকদিন পর আপনার লেখা কবিতা পড়তে পারছি। সত্যি জীবনের ভালোবাসা অনুভূতি সময়ের সাথে সাথে সেই অনুভূতিগুলো রং পাল্টায়। শীতকালীন মুহূর্তের সেই আকর্ষণ বিষয়টি আপনি কবিতার মধ্যে খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। খুবই ভালো লাগলো জীবনের অনেক গল্পের স্মৃতি আঁকা বিষয়টি আপনার কবিতার মধ্যে খুঁজে পেয়েছি দাদা।❤️❤️❤️

অনেক দিন পর আপনার লেখা কবিতা পড়ে একদম মুগ্ধ হয়ে গেলাম।অসাধারণ কবিতা লিখেছেন দাদা।প্রতিটা লাইন অসম্ভব ভালো লাগলো।ভালোবাসা নিয়ে দারুন একটি কবিতা লিখেছেন।মাঝে মাঝে এরকম কবিতা পড়তে পারলে বেশ ভালো লাগে।অনেক ধন্যবাদ।

দাদা ,এককথায় অসাধারণ।আসলে একটি কবিতার মধ্যে সব অনুভব পড়ে যেন মনে হচ্ছে একটি ভালোবাসার গোটা গল্প পড়ছি।মুগ্ধ হয়ে গেলাম, একটি কবিতার মাঝে অনেক অর্থ ও ব্যাখ্যা খুঁজে পেলাম।ধন্যবাদ আপনাকে দাদা।

দাদা আজ ভিন্ন কমিউনিটিতে কবিতা পোস্ট করলেন!!, 😎

যাইহোক, পোস্টের লোকেশনে কি আসে যায়! অপূর্ব শব্দ চয়নের মাধ্যমে প্রকাশ করা এই হৃদয় নিংড়ানো আবেগ মন ছুঁয়ে গেল। আহ্ কি কল্পনা আর স্নিগ্ধ এক প্রেমের অনুভূতি। 💞💞💞

এমন কবিতা নিমিষেই মনটাকে শীতল করে দেয়।