"আমার বাংলা ব্লগের" তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে বিশেষ প্রতিযোগিতা

in আমার বাংলা ব্লগ7 months ago (edited)

Celebration-3years_Logo3.png

ব্যানার ডিজাইন : @hafizullah


দেখতে দেখতে কিভাবে তিন তিনটে বছর পার হয়ে গেল ভাবতেই অবাক লাগে। আমার বাংলা ব্লগ আগামী ১১ই জুন তৃতীয় বর্ষে পদার্পণ করতে যাচ্ছে । এই তিনটে বছর আমরা সকলে মিলে নানারকম কার্যক্রমের মাধ্যমে কমিউনিটির সাথে কাটিয়েছি। আমার বাংলা ব্লগ সব সময় চেষ্টা করে কমিউনিটির মেম্বারদের জন্য বিশেষ কিছু করার। তাই আমার বাংলা ব্লগের দ্বিতীয় বর্ষপূর্তি টাকে স্মরণীয় করে রাখার জন্য আমরা কমিউনিটির মেম্বারের জন্য একটা বিশেষ প্রতিযোগিতা শুরু করতে যাচ্ছি। এই প্রতিযোগিতার থিম থাকবে স্টিমিট অথবা আমার বাংলা ব্লগ। আমরা জানি আমাদের কমিউনিটির সদস্যবৃন্দ অত্যন্ত সৃজনশীল। বরাবরের মতো তারা তাদের সৃজনশীলতা দিয়ে এই প্রতিযোগিতাটাকেও অনন্য উচ্চতায় নিয়ে যাবে বলেই আমরা আশা রাখছি ।


এবারের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত বিশেষ প্রতিযোগিতার বিষয়বস্তু ঠিক করা হয়েছে জাস্ট দু'টি মাত্র সাবজেক্টকে বেস করে । এই সাবজেক্ট দু'টি হলো - ০১. স্টিমিট প্লাটফর্ম এবং ০২. আমার বাংলা ব্লগ । এই দুই সাবজেক্টকে বেস করে মোট ৪ টি বিষয়ের উপর প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন আপনারা । বিষয় তিনটি নিম্নরূপ :-

০১. ফোটোগ্রাফি : স্টিমিট এবং আমার বাংলা ব্লগকে রিপ্রেজেন্ট করে এমন টাইপের যে কোনো ফোটোগ্রাফি এই প্রতিযোগিতায় ভ্যালিড এন্ট্রি হিসেবে গণ্য হবে ।

০২. আর্ট : স্টিমিট এবং আমার বাংলা ব্লগকে রিপ্রেজেন্ট করে বা এই দুই সাবজেক্টকে কেন্দ্র করে যে কোনো টাইপের পেইন্টিং, স্কেচ, ভাস্কর্য এবং ডিজিটাল আর্ট এই প্রতিযোগিতায় ভ্যালিড এন্ট্রি হিসেবে গণ্য হবে ।

০৩. DIY : স্টিমিট এবং আমার বাংলা ব্লগকে রিপ্রেজেন্ট করে বা এই দুই সাবজেক্টকে কেন্দ্র করে যে কোনো টাইপের DIY প্রজেক্ট এই প্রতিযোগিতায় ভ্যালিড এন্ট্রি হিসেবে গণ্য হবে ।

০৪. স্মৃতিকথামূলক রচনা : স্টিমিট বা "আমার বাংলা ব্লগ" সম্পর্কে স্মৃতিমেদুর যে কোনো মৌলিক রচনা এই প্রতিযোগিতায় ভ্যালিড এন্ট্রি হিসেবে গণ্য হবে ।

আশা করছি কমিউনিটির প্রত্যেকটা মেম্বার এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আমাদের আনন্দদান করবেন । সকলের জন্য শুভকামনা রইল। প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হলে কিছু নিয়ম-কানুন ফলো করতে হবে। প্রতিযোগিতায় অংশগ্রহণ করার আগে নিচের নিয়ম কানুন গুলো ভালোভাবে পড়ে নিন।


নির্দেশিকাঃ


  • প্রতিযোগিতাটি শুধুমাত্র আমার বাংলা ব্লগ এর সদস্যদের জন্য।
  • পোষ্টটি অবশ্যই আমার বাংলা ব্লগ এর মাধ্যমে করতে হবে।
  • আপনার প্রতিযোগিতার পোস্টটিতে কমপক্ষে ২৫০ শব্দ থাকতে হবে।
  • সাধারণ ড্রইং কিংবা পেইন্টিং ডাই এর মাঝে গণ্য হবে না যদি সেখানে সৃজনশীলতা মূলক কিছু না থাকে
  • Plagiarism নিষিদ্ধ , তাই Plagiarism পাওয়া গেলে অংশগ্রহণ বাতিল বলে গণ্য হবে।
  • কারো লেখা কিংবা ফটোগ্রাফি কপি করা যাবে না।
  • কপিরাইট ফ্রি ফটো ব্যবহার করলেও সোর্স উল্লেখ করতে হবে।
  • অংশগ্রহনের সময়সীমা ০৯-০৬-২০২৪ রাত ১২টা পর্যন্ত (ভারতীয় সময়)। নির্দিষ্ট সময়ের পর অংশগ্রহণ বাতিল বলে গণ্য হবে।
  • আপনার পোস্টটিতে ট্যাগ এর মধ্যে অবশ্যই abb-anniversaryevent এই ট্যাগটি ব্যবহার করতে হবে।
  • ১০% এর বেশী বানান ভুলের কারনে অংশগ্রহণ বাতিল গণ্য হতে পারে, সুতরাং এই ক্ষেত্রে সতর্ক থাকতে হবে।
  • আপনাকে অবশ্যই আমার বাংলা ব্লগ কমিউনিটি subscribe করতে হবে এবং পোস্টটি Re-steem করতে হবে।

পুরস্কারঃ


  • প্রথম স্থান অধিকারী - ৩০০ স্টিম
  • দ্বিতীয় স্থান অধিকারী - ২০০ স্টিম
  • তৃতীয় স্থান অধিকারী - ১০০ স্টিম
  • চতুর্থ স্থান অধিকারী - ৭০ স্টিম
  • পঞ্চম স্থান অধিকারী - ৫০ স্টিম
  • ষষ্ঠ স্থান অধিকারী- ৪০ স্টিম
  • বিশেষ পুরস্কার- ২৫ স্টিম
  • বিশেষ পুরস্কার- ২৫ স্টিম
  • বিশেষ পুরস্কার- ২৫ স্টিম
  • বিশেষ পুরস্কার- ২৫ স্টিম

এই প্রতিযোগিতার বিচারক মন্ডলীর দায়িত্বে থাকবেনঃ


IDDesignationRole
@rmeFounderInfrastructure development & all programming works
@blacksCo-FounderAll administrative works
@winklesExecutive Admin India RegionAll administrative works in India region
@hafizullahExecutive Admin Bangladesh RegionAll administrative works in Bangladesh region
@swagata21Community Admin India RegionAll administrative works in India region
@nusuranurCommunity Admin Bangladesh RegionAll administrative works in Bangladesh region
@rex-sumonRegulatory compliance AdminControl the quality of entire community
@moh.arifWitness & Dev Team AdminAll administrative works in Witness & Dev Team
@shuvo35Social Media & Marketing AdminAll administrative works in Social Networking
@rupokModeratorAmar Bangla Blog Community
@alsarzilsiamModeratorAmar Bangla Blog Community
@kingporosModeratorAmar Bangla Blog Community
@tangeraModeratorAmar Bangla Blog Community

contest.png




প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হবে, আগামী ১১-০৬-২০২৩ ইং রোজ মঙ্গলবার, ইন্ডিয়ান সময় রাত ৮.৩০ মিনিটে, বাংলাদেশ সময় রাত ৯.০০ টায়। আমার বাংলা ব্লগ কমিউনিটির voice Hangout এর মাধ্যমে।


প্রতিযোগিতার স্পন্সর আমার বাংলা ব্লগের ফাউন্ডার এবং কো-ফাউন্ডার।


------- ধন্যবাদ -------


পরিশিষ্ট


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code

TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


steempro....gif

»»——⍟——««

Sort:  
 7 months ago 

"আমার বাংলা ব্লগ" মানেই নতুন কিছু উপহার। দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ "আমার বাংলা ব্লগের" তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে বিশেষ প্রতিযোগিতার আয়োজন করার জন্য। অনেক আশা ও আগ্রহ নিয়ে দিন গুনছি কোন সময় এই দিনটি আসবে। তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে এবারে চারটা বিষয় উপলক্ষে প্রতিযোগিতা আয়োজন দেখে ভালো লাগলো। চেষ্টা করবো আমিও প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। দাদা আমানাকে এবং কমিউনিটি সকল মেম্বারদের জন্য শুভকামনা রইল।

 6 months ago (edited)

আমার অংশগ্রহণঃ

স্মৃতিকথা মূলক রচনা-

হ্যালো।

আপনারা হয়তো লক্ষ্য করতে পারেন যে আমি আপনার ভাষা বলি না, তবে আমি আপনার সংস্কৃতি এবং রীতিনীতি সম্পর্কে জানতে আগ্রহী। সম্প্রদায়ের নিয়ম পড়ার সময়, আমি লক্ষ্য করেছি যে আমি শুধুমাত্র বাংলা ভাষায় লিখতে পারি। তাই, আমি জানতে চাই যে আমি এই সম্প্রদায়ে লিখতে স্বাগত কি না এবং অনুবাদক ও ব্যাকরণ সংশোধক ব্যবহার করে একটি গুণমান এবং ভাল লেখা বিষয়বস্তু প্রদান করতে পারি কি না।

আশা করি আপনি আমাকে আপনাদের মধ্যে বাস করার অনুমতি দেবেন।

 7 months ago 

দাদা, আপনার প্রত্যেকটা আয়োজন খুবই অসাধারণ। আমার বাংলা ব্লগের তৃতীয় বর্ষের কথা চিন্তা করলেই কেমন যেন আনন্দিত লাগে। তাছাড়া এবারে চারটা বিষয় উপলক্ষে প্রতিযোগিতা দিয়েছেন দেখে ভালো লাগলো। কেননা যে যার পছন্দ অনুযায়ী অংশগ্রহণ করতে পারবে। সত্যিই আপনার সকল চিন্তা ধারাই অনেক অসাধারণ। আশা করি সবাই নিজের সর্বোচ্চ টা দিয়ে জয়েন করার চেষ্টা করবে। আমিও চেষ্টা করব সুন্দর কিছু উপস্থাপন করার।

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



 7 months ago 

তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে দারুন একটি প্রতিযোগিতার আয়োজন করেছেন দাদা। আশা করছি এই প্রতিযোগিতায় আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল সদস্যরা অংশগ্রহন করবেন।

 7 months ago 

আমার বাংলা ব্লগ মানেই হচ্ছে নতুন সব আয়োজন। দাদা আপনার এধরনের ইউনিক আইডিয়া গুলো সত্যি ভীষণ ভালো লাগে। আপনার চমৎকার উদ্যোগ কে সাধুবাদ জানাই। অধীর আগ্রহ নিয়ে অপেক্ষায় আছি আমার সকলেই আমার বাংলা ব্লগ ১১ই জুন তৃতীয় বর্ষ উৎযাপন করার জন্য। আমার বাংলা ব্লগ এবং স্টিমিট প্লাটফর্ম কে কেন্দ্র করে চমৎকার একটি প্রতিযোগিতার আয়োজন করেছেন। আশাকরি এবার সবার কাছে থেকে চমৎকার সব পোস্ট দেখতে পাবো। আমিও অংশগ্রহণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমার বাংলা ব্লগ কমিউনিটির জন্য শুভ কামনা রইলো। এভাবেই এগিয়ে যাবে আমাদের সকলের প্রিয় কমিউনিটি।

 7 months ago 

অবশেষে মেম্বারদের জন্য আরেকটি প্রতিযোগিতার ঘোষনা চলে আসলো। আর এবারের প্রতিযোগিতায় চারটি বিষয় নিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহন করা যাবে। আশা করি সবার কাছে নতুন নতুন বিষয় দেখতে পারবো। ধন্যবাদ।