≋ @rme একাউন্টের ব্লগে লেখা আমার সকল কবিতার আর্কাইভস ≋ [Updated]

copyright free image source : pixabay
শুধুমাত্র কবিতার একটি আর্কাইভস করার ইচ্ছেটা বহুদিনের ছিলো আমার । এর আগে আমার আরো দুটি স্টিমিট একাউন্টে প্রচুর কবিতা পোস্ট করেছি । সব মিলিয়ে ২০০+ কবিতা প্রকাশিত হয়েছে আমার স্টিমিটের discontinued ওই দুটি আইডিতে । সে গুলো এখন সব খুঁজতে গেলে জীবন বরবাদ হয়ে যাবে । একটি একটি করে পোস্ট খুঁজতে হবে । তাই আমার @rme একাউন্টে এ যাবৎ প্রকাশিত যাবতীয় কবিতাগুলি নিয়ে একটি আর্কাইভস করার প্রয়োজনীয়তা অনুভব করছিলাম বেশ কিছুদিন ধরে । ভালো হোক বা মন্দ হোক কবিতাগুলি হারিয়ে যেতে দিতে ইচ্ছে করছিলো না । তাই এই আর্কাইভস । স্টিমিটে দুই এক জন আমার কবিতা অনুরাগী আছেন এখানে । তাঁদেরকেই উৎসর্গ করলাম আমার "কবিতার আর্কাইভস" এর পোস্টটি । এখন থেকে নতুন কোনো কবিতা পোস্ট করলেই এখানে তার লিংক অ্যাড করে দেব । আপডেট হতে থাকবে প্রতিনিয়ত আর্কাইভসটি । এই পোস্টটি কমিউনিটিতে পিন করা থাকবে এখন থেকে ।
অনুরূপভাবে @rme একাউন্টে প্রকাশিত আমার সমস্ত প্রবন্ধ এবং গল্পগুলি নিয়েও আলাদা আলাদা দু'টি আর্কাইভস পোস্ট মেইনটেইন করা হবে এখন থেকে ।
আশা করছি কবিতাগুলো আবার নতুন করে পড়তে মন্দ লাগবে না আপনাদের । আর কিছু না হোক, অন্তত কিছুটা টাইম পাস্ হবে আপনাদের কবিতাগুলো পড়তে গিয়ে ।
আর প্রতিটা কবিতা সিরিয়াল ধরে ধরে ডেইলি একটু একটু করে সম্পাদনা করবো ভাবছি । পরিবর্তন, পরিমার্জন ও সংশোধনের গুণে যদি কবিতাগুলো একটু কবিতা হয়ে ওঠে তবে ক্ষতি কী তাতে !
"একদিন থামবে এই পদচারণ;
ভুলে যাবে ছুঁড়ে দেবে সব ফেলে ।
আমাদের মতো হেরে যাওয়া মানুষ,
কেবল গুনে গুনে দুঃখ রাখে ।"
সেই গুনে গুনে রাখা দুঃখগুলোই আমার কবিতা ।
"এখানে বৃষ্টি নেই বারোমাস,
এখানে গাছেরা সবুজ নয়।
এখানে দিনে মরুভূমি,
রাতে ভীষণ তীব্র ব্লিজার্ড |"
❀ কবিতা ❀
| ক্রমিক নং | প্রকাশের তারিখ | কবিতার নাম | পোস্ট লিংক |
|---|---|---|---|
| ০১ | ১৩ জুন '২১ | ক্লান্তি ছাড়িয়েছে চারিদিকে | লিংক |
| ০২ | ১৪ জুলাই '২১ | জীবন সায়াহ্ন | লিংক |
| ০৩ | ১৯ জুলাই '২১ | শেষ বিকেল | লিংক |
| ০৪ | ২৪ জুলাই '২১ | মা | লিংক |
| ০৫ | ২৭ জুলাই '২১ | বিসংবাদ | লিংক |
| ০৬ | ১ আগস্ট '২১ | লড়াই | লিংক |
| ০৭ | ১৫ আগস্ট '২১ | সুভাষ এখনো ঘরে ফেরেনি | লিংক |
| ০৮ | ২৭ আগস্ট '২১ | হৃদয়ে বর্ষা | লিংক |
| ০৯ | ২৭ সেপ্টেম্বর '২১ | সংগ্রামে প্রণয় | লিংক |
| ১০ | ১৫ অক্টোবর '২১ | উৎসব | লিংক |
| ১১ | ১৮ অক্টোবর '২১ | অভিশপ্ত জীবন | লিংক |
| ১২ | ১০ নভেম্বর '২১ | শুধু তোমারই জন্য | লিংক |
| ১৩ | ১১ নভেম্বর '২১ | খেটে খাওয়া মানুষের গান | লিংক |
| ১৪ | ১৪ নভেম্বর '২১ | সোনার পাথর বাটি | লিংক |
| ১৫ | ২১ নভেম্বর '২১ | বাথরুম | লিংক |
| ১৬ | ৩০ নভেম্বর '২১ | ভালোবাসা | লিংক |
| ১৭ | ২ ডিসেম্বর '২১ | জীবন | লিংক |
| ১৮ | ৪ ডিসেম্বর '২১ | বন্ধন | লিংক |
| ১৯ | ৬ ডিসেম্বর '২১ | ঘুম নেই | লিংক |
| ২০ | ১০ ডিসেম্বর '২১ | প্রকৃতির মাঝে এক অদ্ভুত শান্তি | লিংক |
| ২১ | ১১ ডিসেম্বর '২১ | নি:সঙ্গ হৃদয় | লিংক |
| ২২ | ১৬ ডিসেম্বর '২১ | খোলাচুলের রাজকণ্যা | লিংক |
| ২৩ | ১৭ ডিসেম্বর '২১ | দৃষ্টি | লিংক |
| ২৪ | ১৯ ডিসেম্বর '২১ | বেদনার অশ্রু বৃষ্টি হয়ে ঝরে | লিংক |
| ২৫ | ২১ ডিসেম্বর '২১ | অপেক্ষায় কাটে দিন, কাটে রাত | লিংক |
| ২৬ | ২৬ ডিসেম্বর '২১ | ভালোবাসি তোমায় | লিংক |
| ২৭ | ১৭ জানুয়ারী '২২ | সঙ্গী | লিংক |
| ২৮ | ০৭ ফেব্রুয়ারি '২২ | রোদনভরা এ বসন্ত | লিংক |
| ২৯ | ২২ ফেব্রুয়ারি '২২ | কবিতা এসো আমার হৃদয়ে | লিংক |
| ৩০ | ২৫ ফেব্রুয়ারি '২২ | একটি বুলেটের দাম | লিংক |
| ৩১ | ১০ মার্চ '২২ | অপেক্ষায় কাটে দিন, কাটে রাত | লিংক |
| ৩২ | ১১ মার্চ '২২ | কেটেছে একেলা বিরহের বেলা | লিংক |
| ৩৩ | ১২ মার্চ '২২ | ভালোবাসার মূল্য | লিংক |
| ৩৪ | ১৬ মার্চ '২২ | বন্ধু তুই আমার | লিংক |
| ৩৫ | ১৭ মার্চ '২২ | পুরুষ তুমি | লিংক |
| ৩৬ | ২০ মার্চ '২২ | মনুষ্যত্বের পরাজয় | লিংক |
| ৩৭ | ২১ মার্চ '২২ | নাবিকের চিঠি | লিংক |
| ৩৮ | ২৮ মার্চ '২২ | হ্যাপি প্রিন্সের সোয়ালো হতে চাই | লিংক |
| ৩৯ | ১২ এপ্রিল '২২ | তোড়ায় বাঁধা ঘোড়ার ডিম | লিংক |
| ৪০ | ১৫ এপ্রিল '২২ | এলো কথার টুকরো স্মৃতি | লিংক |
| ৪১ | ১৬ এপ্রিল '২২ | রাত্রি নিঝুম, নেই চোখে ঘুম | লিংক |
| ৪২ | ১৭ এপ্রিল '২২ | ব্যাথাতুর মন, অভিমানী সত্ত্বা | লিংক |
| ৪৩ | ১৮ এপ্রিল '২২ | অর্থহীন প্রলাপ | লিংক |
| ৪৪ | ২৪ এপ্রিল '২২ | নীল আকাশের হাতছানি | লিংক |
| ৪৫ | ৩০ এপ্রিল '২২ | মনের গহনে | লিংক |
| ৪৬ | ০২ মে '২২ | দুঃখ-সুখ | লিংক |
| ৪৭ | ০৪ মে '২২ | ভালোবাসাহীন জীবন, মৃত্যুরই নামান্তর | লিংক |
| ৪৮ | ০৬ মে '২২ | আমি স্বপ্ন আঁকি, স্বপ্নের ক্যানভাসে | লিংক |
| ৪৯ | ০৭ মে '২২ | ভালোবাসো আমায় তুমি একটুখানি | লিংক |
| ৫০ | ০৮ মে '২২ | ভালোবাসো | লিংক |
| ৫১ | ০৯ মে '২২ | নতুন দিনের স্বপ্ন দেখি, আবার নতুন করে বাঁচি | লিংক |
| ৫২ | ১০ মে '২২ | বুনো টিয়া | লিংক |
| ৫৩ | ১১ মে '২২ | আবোল তাবোল জীবনের কথা | লিংক |
| ৫৪ | ১২ মে '২২ | বিশ্বাস | লিংক |
| ৫৫ | ১৩ মে '২২ | প্রমিথিউসের মশাল | লিংক |
| ৫৬ | ১৪ মে '২২ | ভীষণই অরাজনৈতিক | লিংক |
| ৫৭ | ১৫ মে '২২ | বিস্রস্ত বাউন্ডুলে মন | লিংক |
| ৫৮ | ১৭ মে '২২ | তৃষ্ণা | লিংক |
| ৫৯ | ১৮ মে '২২ | মনের মানুষের খোঁজ | লিংক |
| ৬০ | ১৯ মে '২২ | জীবন ও মৃত্যু | লিংক |
| ৬১ | ২৯ মে '২২ | শ্রাবণ দিনের সন্ধ্যায় | লিংক |
| ৬২ | ৩০ মে '২২ | আমিই আমার বাধা | লিংক |
| ৬৩ | ০৪ জুন '২২ | ভবঘুরের ডাইরি | লিংক |
| ৬৪ | ০৫ জুন '২২ | টুকরো আবছায়ারা | লিংক |
| ৬৫ | ০৭ জুন '২২ | কিছু স্বপ্ন, কিছু কল্পনা | লিংক |
| ৬৬ | ০৮ জুন '২২ | স্বপ্নের হাতে হাত রেখে হাঁটতে চাই | লিংক |
| ৬৭ | ১২ জুন '২২ | ব্যর্থ ভালোবাসা | লিংক |
| ৬৮ | ১৪ জুন '২২ | স্বপ্ন, বাস্তবতা, নিঃসঙ্গতা | লিংক |
| ৬৯ | ১৭ জুন '২২ | কবিতা, তোমার ছুটি | লিংক |
| ৭০ | ২০ জুন '২২ | তুমি | লিংক |
| ৭১ | ২৫ জুন '২২ | ফেসবুকের টুকরো কথা | লিংক |
| ৭২ | ২৯ জুন '২২ | হৃদয়ে চাই তুষারপাত | লিংক |
| ৭৩ | ৩০ জুন '২২ | আছে ভালোবাসা, নেই অধিকার | লিংক |
| ৭৪ | ০৪ জুলাই '২২ | কারণ আমি ভালোবাসি তোমাকে | লিংক |
| ৭৫ | ০৫ জুলাই '২২ | ক্ষুদ্র কথা, হৃদয় ভার | লিংক |
| ৭৬ | ০৬ জুলাই '২২ | চুম্বন | লিংক |
| ৭৭ | ০৭ জুলাই '২২ | চুমু | লিংক |
| ৭৮ | ২১ জুলাই '২২ | ভালোবাসা ফুরোয় না | লিংক |
| ৭৯ | ২২ জুলাই '২২ | রাতের আকাশ মেঘলা ভীষণ | লিংক |
| ৮০ | ০৪ অগাস্ট '২২ | অব্যক্ত | লিংক |
| ৮১ | ১১ অগাস্ট '২২ | ওগো পটল | লিংক |
| ৮২ | ১৪ অগাস্ট '২২ | কবিতা চতুষ্টয় | লিংক |
| ৮৩ | ১৭ অগাস্ট '২২ | হৃদয়ের সুপ্ত প্রেম | লিংক |
| ৮৪ | ২১ অগাস্ট '২২ | শিরোনামহীন | লিংক |
| ৮৫ | ২৩ অগাস্ট '২২ | বারান্দায় মরা রোদ্দুর | লিংক |
| ৮৬ | ২৫ অগাস্ট '২২ | কষ্ট | লিংক |
| ৮৭ | ০৩ সেপ্টেম্বর '২২ | আজ তুমি আছো দূরে বহুদূরে | লিংক |
| ৮৮ | ০৮ সেপ্টেম্বর '২২ | চলো যাই হারিয়ে দু'জনায় | লিংক |
| ৮৯ | ১৫ সেপ্টেম্বর '২২ | তোমার চোখে আমায় দেখি | লিংক |
| ৯০ | ০৬ অক্টোবর '২২ | শুধু তোমারই জন্য | লিংক |
| ৯১ | ২৯ অক্টোবর '২২ | ছিন্ন চয়নগুলি | লিংক |
| ৯২ | ৩০ অক্টোবর '২২ | ভালোবাসো একটুখানি | লিংক |
| ৯৩ | ০৩ নভেম্বর '২২ | শুধুই তোমারই জন্যে | লিংক |
| ৯৪ | ০৪ নভেম্বর '২২ | হৃদয়ের অভিসারে | লিংক |
| ৯৫ | ০৮ নভেম্বর '২২ | তোমার চোখে আকাশ দেখি | লিংক |
| ৯৬ | ২২ নভেম্বর '২২ | আমার সে দিন ভেসে গেছে | লিংক |
| ৯৭ | ২৩ ডিসেম্বর '২২ | ভালোবাসার সেই মেয়েটি | লিংক |
| ৯৮ | ০৭ জানুয়ারি '২৩ | ইচ্ছে | লিংক |
| ৯৯ | ১৯ জানুয়ারি '২৩ | প্রেম-অনুরাগ | লিংক |
| ১০০ | ১৮ মার্চ '২৩ | মেঘলা আকাশ, রোদ্দুর মুছে যায় | লিংক |
| ১০১ | ২২ মার্চ '২৩ | শিশিরে ভেজা শিউলি | লিংক |
| ১০২ | ৩০ মার্চ '২৩ | অনুক্ত | লিংক |
| ১০৩ | ০৭ এপ্রিল '২৩ | ভালোবাসা, প্রেম নয় | লিংক |
| ১০৪ | ১৭ এপ্রিল '২৩ | কিছু অনুভূতি ছন্দে বেঁধে রাখি | লিংক |
| ১০৫ | ২৮ এপ্রিল '২৩ | মৃত বসন্ত রাত্রিরা আমার, পুড়ছে পুড়ুক, জ্বলে যাক | লিংক |
| ১০৬ | ৩০ এপ্রিল '২৩ | হৃদয় জুড়ে শ্রাবণ আমার, বৃষ্টি নামে অঝোর ধারায় | লিংক |
| ১০৭ | ০১ মে '২৩ | স্বপ্নের মাঝে মৃত্যু | লিংক |
| ১০৮ | ০৩ মে '২৩ | হারিয়ে পাওয়া | লিংক |
| ১০৯ | ১৭ জুন '২৩ | অনুকাব্য ত্রয়ী | লিংক |
| ১১০ | ২৫ জুন '২৩ | মনের অব্যক্ত যত কথা | লিংক |
| ১১১ | ২৮ জুন '২৩ | ইচ্ছে | লিংক |
| ১১২ | ১১ জুলাই '২৩ | সুখ | লিংক |
| ১১৩ | ০৮ অগাস্ট '২৩ | শাওন সাঁঝ | লিংক |
| ১১৪ | ১৪ অগাস্ট '২৩ | ছায়াপথে কুয়াশা | লিংক |
| ১১৫ | ১৮ অগাস্ট '২৩ | এই বৃষ্টিভেজা সন্ধ্যায় তোমাকে চাই | লিংক |
| ১১৬ | ০৫ অক্টোবর '২৩ | একা এবং তুমি | লিংক |
| ১১৭ | ০৫ জানুয়ারি '২৪ | ভালোবাসি, ভালোবাসি | লিংক |
| ১১৮ | ২০ জানুয়ারি '২৪ | বিরহ | লিংক |
| ১১৯ | ২৮ জানুয়ারি '২৪ | একটু উষ্ণতার খোঁজে | লিংক |
| ১২০ | ৩০ জানুয়ারি '২৪ | নিশিরাতের কাব্য | লিংক |
| ১২১ | ০৪ ফেব্রুয়ারি '২৪ | দু'টি অনুকবিতা | লিংক |
| ১২২ | ০৯ ফেব্রুয়ারি '২৪ | ভালোবাসার দিনগুলি | লিংক |
| ১২৩ | ১৬ ফেব্রুয়ারি '২৪ | আমার হৃদয়পদ্মে তুমি | লিংক |
| ১২৪ | ০১ এপ্রিল'২৪ | নিশিপদ্ম | লিংক |
| ১২৫ | ২২ এপ্রিল'২৪ | বিরহ যাপন | লিংক |
| ১২৬ | ২৭ এপ্রিল'২৪ | আমার দিনগুলি সব আঁধারে বদলে যায় | লিংক |
| ১২৭ | ২৯ এপ্রিল'২৪ | বৈশাখী প্রেম | লিংক |
| ১২৮ | ২৮ মে'২৪ | এই রোদেলা আকাশে বৃষ্টিস্নাত বিকেল খুঁজি | লিংক |
| ১২৯ | ৩১ মে'২৪ | শুধু তোমারই জন্য | লিংক |
| ১৩০ | ০৮ জুলাই'২৪ | আমার ক্যালেন্ডার এখন মৃত্যু উপত্যকা | লিংক |
| ১৩১ | ২২ জুলাই'২৪ | হৃদয়ের পাশাপাশি | লিংক |
| ১৩২ | ২৯ জুলাই'২৪ | বিদ্রোহের আগুন অশ্রুজলে সিক্ত | লিংক |
| ১৩৩ | ১৮ আগস্ট'২৪ | ছিন্ন পঙক্তি | লিংক |
| ১৩৪ | ০১ অক্টোবর'২৪ | আমি যখন ফ্রী থাকি | লিংক |
অনেকদিন পর আর্কাইভ টা আপডেট করলেন।🤩🤩
দাদা আপনি তো বলছেন আমাদের উচিত বই পড়াতে অভ্যস্ত হওয়া। হয়তোবা এখানে আমরা অনলাইনে মোবাইলে পড়তেছি তাও তো পড়ারই অন্তরায় পড়ে এটিও।তাই নয় কি? আর কে বলেছে আপনার কবিতা পড়লে সময় নষ্ট হবে? সত্যিকার অর্থেই আমি আপনার কবিতার বিশাল বড় ফ্যান। আমি যদিও বা কবিতা আগে থেকেই লিখি, তারপরেও আপনার লেখা কবিতা গুলো থেকে নিজেকে নতুন ভাবে আবিষ্কার করার চেষ্টা করি। আপনার লেখা কবিতা গুলি যখন পড়ি তখন যেন বাস্তবিক অভিজ্ঞতার মধ্য দিয়ে যাই। যাইহোক আপনার কবিতার আর্কাইভ টি দেখে ভীষণ খুশি হলাম। ২০২১ এর মা নামক কবিতাটি পড়ে খুবই ভালো লাগলো। চেষ্টা করব অবশ্যই আপনার প্রত্যেকটা কবিতা পড়ে দেখার জন্য। সর্বোপরি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি সমস্ত কবিতাগুলি আমাদের একসাথে উপহার দেওয়ার জন্য ,ধন্যবাদ।
আমি রৌদ্রোজ্জ্বল আকাশে বৃষ্টির বিকেলের সন্ধান করতে ভালোবাসি
বাহ্! কবিতার আর্কাইভস তৈরি করাতে খুব ভালো হয়েছে দাদা। একসাথে এতগুলো কবিতার লিংক পেয়ে গেলাম। তিন বছর আগের "শুধু তোমারই জন্য" কবিতাটি এখন পড়লাম এবং আবৃত্তি করার চেষ্টা করলাম। এককথায় দারুণ লাগলো দাদা। এই কবিতাটি আবৃত্তি করে শেয়ার করার চেষ্টা করবো। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট আমাদেরকে উপহার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।
সবগুলো কবিতাই পড়ার সৌভাগ্য হয়েছে ভাই, এই কবিতাগুলো এখন পাঠকের, কেননা পাঠক দারুণ ভাবে গ্রহণ করেছে।
Upvoted! Thank you for supporting witness @jswit.
Congratulations, your post has been upvoted by @nixiee with a 100 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.
অনেক কবিতা লিখেছেন দাদা৷ কবিতা তো না বলতে পারা কথার বহিঃপ্রকাশ৷ তার রঙ রূপ আলাদাই হয়৷ ধীরে ধীরে সব পড়ব৷ এক জায়গায় করে সুবিধে করে দিলেন। শুভেচ্ছা রইল আপনাকে। এই আর্কাইভে আরও অনেক কবিতা যোগ হোক।
দারুণ সব কিছু একত্রে, চাইলেই ছন্দের যাদুতে মুগ্ধ হওয়া যাবে।
একদিন আমিও জুড়ে যাবো
স্মৃতির রঙিন ক্যালেন্ডারে,
হৃদয়ের কথাগুলো নীরব হবে
নির্জীব রাতের শূন্য আকাশে।
শ্রদ্ধেয় দাদার লেখা সব গুলো কবিতার আর্কাইভস দেখে খুব ভালো লাগলো। একসাথে অনেক গুলো কবিতার লিংক পেয়ে গেলাম। শ্রদ্ধেয় দাদা আপনার কবিতা পড়তে খুব ভালো লাগে। এতে করে সহজে যে কোন কবিতা খুঁজে বের করে পড়তে পারবো। ধন্যবাদ আপনাকে শ্রদ্ধা দাদা পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।